Another Indian in Space: চার দশক পরে ভারতের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক, মহাকাশ খাতে ইতিহাস গড়া স্রেফ সময়ের অপেক্ষা

Shubhangshu Shukla: রাকেশ শর্মার পর আবার এক ভারতীয় মহাকাশে! মে ২০২৫-এ Axiom-4 মিশনে আইএসএস-এ যাবেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। জানুন তাঁর যাত্রার পূর্ণ বিবরণ।

Shubhangshu Shukla: রাকেশ শর্মার পর আবার এক ভারতীয় মহাকাশে! মে ২০২৫-এ Axiom-4 মিশনে আইএসএস-এ যাবেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। জানুন তাঁর যাত্রার পূর্ণ বিবরণ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Indian astronaut IAF’s Shubhangshu Shukla: ফের এক ভারতীয় মহাকাশচারী পাড়ি জমাবেন মহাকাশে

Indian astronaut IAF’s Shubhangshu Shukla: ফের এক ভারতীয় মহাকাশচারী পাড়ি জমাবেন মহাকাশে। (প্রতীকী ছবি)

IAF’s Shubhangshu Shukla: রাকেশ শর্মার পর দীর্ঘ ৪০ বছর কেটে গেছে। অবশেষে আবার এক ভারতীয় যাচ্ছেন মহাকাশে, তা-ও আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস-এ। ভারতের গর্ব, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা হতে চলেছেন দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে পা রাখবেন।

Advertisment

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি জানিয়েছেন, মে ২০২৫-এ NASA, ESA ও ISRO যৌথভাবে Axiom-4 স্পেস মিশনটি (Space mission) লঞ্চ করবে। এই মিশনে ভারতকে প্রতিনিধিত্ব করবেন শুভাংশু শুক্লা। তিনি চার সদস্যের ক্রু দলের একজন এবং মিশনের পাইলট হিসেবেও কাজ করবেন। প্রায় ১৪ দিনের জন্য আইএসএস-এ থাকবেন এই ভারতীয় বায়ুসেনার সাহসী পাইলট।

কে এই শুভাংশু শুক্লা?

শুভাংশুর শিকড় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউতে। সিটি মন্টেসরি স্কুল, অলি‌গঞ্জ থেকে পড়াশোনা শুরু করে তিনি যোগ দেন জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে। ২০০৬ সালে ফাইটার উইং অফিসার হিসেবে ভারতীয় বায়ুসেনায় যোগদান করেন।

Advertisment

শুভাংশু এখন পর্যন্ত Sukhoi-30 MKI, Mig-21, Mig-29, Jaguar, Hawk, Dornier, ও An-32 সহ বহু গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ও পরিবহন বিমানে উড়ানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর ফ্লাইং আওয়ার ২০০০ ঘণ্টারও বেশি।

আরও পড়ুন- রাস্তায় কাটা ফল কিনে খাচ্ছেন? সাবধান! জেনে নিন গরমে কাটা ফল খাওয়ার জের কী হতে পারে?

২০১৯ সালে গগনযান মিশনের জন্য নির্বাচিত হন শুভাংশু। পরবর্তীতে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাশিয়ার ইউরি গাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে মহাকাশ প্রশিক্ষণ গ্রহণ করেন। একইসঙ্গে বেঙ্গালুরুর অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টারেও উচ্চমানের প্রশিক্ষণ নেন।

আরও পড়ুন- একবার রং করার পর চুল কীভাবে দীর্ঘদিন কালো ও উজ্জ্বল রাখবেন? রইল সহজ টিপস

কারা থাকবেন এই মিশনে?

Axiom-4 মিশনের অন্যান্য ক্রু সদস্যদের মধ্যে রয়েছেন:

  • স্লাভোজ উজনানস্কি (পোল্যান্ড): ১৯৭৮-এর পর পোল্যান্ড থেকে দ্বিতীয় মহাকাশচারী।

  • টিবোর কাপু (হাঙ্গেরি): ১৯৮০-এর পর হাঙ্গেরির দ্বিতীয় মহাকাশচারী।

  • প্যাগি হুইটসন (আমেরিকা): একজন অভিজ্ঞ NASA মহাকাশচারী, যিনি এর আগেও স্পেস মিশনে গেছেন।

আরও পড়ুন- সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে হিমশিম খান? জেনে নিন সেরা উপায়!

কেন গুরুত্বপূর্ণ এই মিশন?

এই মিশন ভারতের জন্য এক নতুন দিগন্তের সূচনা। এই প্রথমবার কোনও ভারতীয় আইএসএস-এ যাচ্ছেন। এতে ভারতীয় মহাকাশ গবেষণার সক্ষমতা ও আন্তর্জাতিক পার্টনারশিপ আরও মজবুত হবে।

আরও পড়ুন- ৪ সপ্তাহ ধরে রাতে ২টি কিউই খেলে শরীরে যা ঘটে, জানলে আজ রাত থেকেই শুরু করবেন খেতে!

শুভাংশুর এই যাত্রা শুধু ভারত নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মহাকাশ জগতে এক অনন্য ইতিহাস তৈরি করবে। নতুন প্রজন্মের মধ্যে মহাকাশ গবেষণার আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতের আরও অনেক শুভাংশু শুক্লা উঠে আসবেন, এমনটাই আশা রাখছে দেশবাসী।

IAF mission Space