Amazon, Flipkart-এ উৎসবের মরসুমে সবচেয়ে বড় সেল, কোন স্মার্টফোনগুলিতে পাবেন ধামাকা ডিসকাউন্ট? ডিলগুলি মারকাটারি

অ্যামাজন এবং ফ্লিপকার্টে উৎসবের মরশুমকে সামনে রেখে জমজমাটি সেল শুরু হয়ে গেছে। পেইড মেম্বাররা ইতিমধ্যেই আগাম অ্যাক্সেস পাচ্ছেন, তবে সাধারণ গ্রাহকদের জন্য ২৩শে সেপ্টেম্বর থেকে এই সেল উন্মুক্ত হবে।

অ্যামাজন এবং ফ্লিপকার্টে উৎসবের মরশুমকে সামনে রেখে জমজমাটি সেল শুরু হয়ে গেছে। পেইড মেম্বাররা ইতিমধ্যেই আগাম অ্যাক্সেস পাচ্ছেন, তবে সাধারণ গ্রাহকদের জন্য ২৩শে সেপ্টেম্বর থেকে এই সেল উন্মুক্ত হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

Amazon, Flipkart-এ উৎসবের মরসুমে সবচেয়ে বড় সেল

অ্যামাজন এবং ফ্লিপকার্টে উৎসবের মরশুমকে সামনে রেখে জমজমাটি সেল শুরু হয়ে গেছে। পেইড মেম্বাররা ইতিমধ্যেই আগাম অ্যাক্সেস পাচ্ছেন, তবে সাধারণ গ্রাহকদের জন্য ২৩শে সেপ্টেম্বর থেকে এই সেল উন্মুক্ত হবে। স্মার্টফোন থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন থেকে শুরু বিউটি প্রোডাক্ট প্রায় সব বিভাগেই মিলছে দারুণ ছাড়। বিশেষ করে জনপ্রিয় স্মার্টফোন মডেলগুলিতে সেলের অফার নজর কাড়ছে।

Advertisment

Jio-Airtel-Vi: সস্তায় সিম অ্যাকটিভ থাকবে মাসের পর মাস! ধুঁয়াধার প্ল্যান jio-Airtel-Vi-এর

আইফোন ১৬–এর ক্ষেত্রে ফ্লিপকার্ট দিচ্ছে বিশাল ছাড়। প্রায় ৮০ হাজার টাকার এই ফোন সেলে পাবেন মাত্র 51,999 টাকা। আবার ব্যাংক অফারের সুবিধা নিয়ে এই ফোনটি ৫০ হাজার টাকারও কমেও মিলবে। 

Advertisment

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার ক্ষেত্রেও থাকছে দুর্দান্ত ডিল। অফিসিয়াল ওয়েবসাইটে যার দাম প্রায় 98,000 টাকা, সেই ফ্ল্যাগশিপ ফোন এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে মাত্র 71,999 টাকায়।

Flipkart: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল ২০২৫, iPhone 16 Pro, Galaxy S24 Ultra, Pixel 9-সহ দুর্দান্ত অফার দেখুন একনজরে

অন্যদিকে, ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোন অ্যামাজনে তালিকাভুক্ত হয়েছে 61,999 টাকায়। এর সঙ্গে মিলছে ৪ হাজার টাকারও বেশি ব্যাংক ছাড়। একইভাবে iQOO 13-মডেলেও মিলছে দেদার ছাড়। সাধারণত এই ফোনের দাম 55,000 টাকা। অ্যামাজন সেলে এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র  50,999 টাকায়।

পুজোর মুখে দেদার সাশ্রয়! জনপ্রিয় এই বাইকে ১৫ হাজারের বেশি ছাড়, বাজার তোলপাড়

সেল উপলক্ষ্যে বাজেট স্মার্টফোনও নজর কাড়ছে। অপ্পো কে১৩ ফ্লিপকার্টে তালিকাভুক্ত হয়েছে 17,999 টাকায়। তবে ব্যাংক অফারের সুবিধা নিলে আপনি মডেলটি পেয়ে যাবেন মাত্র 15,000 টাকায়।

অ্যামাজন ও ফ্লিপকার্টের এই সেলে আইফোনসহ একাধিক প্রিমিয়াম স্মার্টফোন থেকে বাজেট ডিভাইস পর্যন্ত সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ থাকছে।

কম বাজেট, হাই পারফরম্যান্স! ৫০,০০০ টাকার মধ্যে কোন ল্যাপটপগুলি পড়াশোনা, বিনোদনে সেরা?

5G smartPhone smartphone Flipkart Electronics Sale Flipkart sale Flipkart DIwali Sale amazon