পুজোর মুখে দেদার সাশ্রয়! জনপ্রিয় এই বাইকে ১৫ হাজারের বেশি ছাড়, বাজার তোলপাড়

আজ, সোমবার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হল নতুন জিএসটি স্ল্যাব। এর সরাসরি প্রভাব পড়েছে দু চাকার গাড়ির বাজারে। দেশজুড়ে মোটরসাইকেল ও স্কুটারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে বাইকপ্রেমীরা পাচ্ছেন বড় সুবিধা।

আজ, সোমবার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হল নতুন জিএসটি স্ল্যাব। এর সরাসরি প্রভাব পড়েছে দু চাকার গাড়ির বাজারে। দেশজুড়ে মোটরসাইকেল ও স্কুটারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে বাইকপ্রেমীরা পাচ্ছেন বড় সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

দেশজুড়ে মোটরসাইকেল ও স্কুটারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে বাইকপ্রেমীরা পাচ্ছেন বড় সুবিধা।

আজ, সোমবার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হল নতুন জিএসটি স্ল্যাব। এর সরাসরি প্রভাব পড়েছে দু চাকার গাড়ির বাজারে। দেশজুড়ে মোটরসাইকেল ও স্কুটারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে বাইকপ্রেমীরা পাচ্ছেন বড় সুবিধা।

Advertisment

হুড়মুড়িয়ে কমল গাড়ির দাম, হাজার হাজার টাকা কমে চারচাকা কেনার আকর্ষণীয় সুযোগ

দেশের বৃহত্তম বাইক প্রস্তুতকারক হিরো মোটোকর্প তাদের মডেলের দাম সর্বাধিক ১৫,৭৪৩ পর্যন্ত কমিয়েছে। কোম্পানির সবচেয়ে সস্তা বাইক হিরো এইচএফ ডিলাক্স-এর দাম ৫,৮০৫ টাকা কমেছে। আগে এই বাইকের দাম ছিল ৬০,৭৩৮ টাকা যা কমে এখন দাঁড়িয়েছে মাত্র ৫৪,৯৩৩ টাকাতে। এ ছাড়াও জনপ্রিয় হিরো স্প্লেন্ডার প্লাস-এর দামও ৬,৮২০ টাকা কমেছে। এখন এটি পাওয়া যাবে ৭৩,৩৪৬ টাকায়, যা আগে ছিল ৮০,১৬৬ টাকা।

Advertisment

কম বাজেট, হাই পারফরম্যান্স! ৫০,০০০ টাকার মধ্যে কোন ল্যাপটপগুলি পড়াশোনা, বিনোদনে সেরা?

শুধু হিরো নয়, বাজাজ অটোও তাদের বিভিন্ন মডেলের দাম কমানোর ঘোষণা করেছে। কোম্পানির সিটি ১১০এক্স বাইকের দাম ৬,৫০০ কমে হয়েছে ৬১,০০০ টাকা। আগে ছিল ৬৭,৫৬১ টাকা। পাশাপাশি, জনপ্রিয় বাজাজ পালসার ইভি-র দামও ৮,০০০ টাকা কমেছে।

আইফোন-স্যামসাং-এ চার্জার নেই কেন? জানুন, প্রিমিয়াম স্মার্টফোন থেকে চার্জার সরানোর আসল কারণ

অন্যদিকে, ইয়ামাহা মোটরসও দাম কমানোর পথে হাঁটল। কোম্পানি বিভিন্ন স্কুটার ও বাইকের দাম গড়ে ১৭,৫৮১ কমিয়েছে। জনপ্রিয় স্পোর্টস বাইক ইয়ামাহা R15-এর দাম এক ধাক্কায় ১৫,৭৬১ টাকা কমেছে। এখন এই বাইকের দাম শুরু হচ্ছে ১.৭৪ লক্ষ টাকা থেকে। এছাড়াও গ্রাহকদের জন্য কিছু মডেলে বিশেষ বীমা সুবিধাও দিচ্ছে ইয়ামাহা।

Bikes Under 1 Lakh: জিএসটি কমার পর আরও সাশ্রয়ী হল জনপ্রিয় সেরা বাইক, এক লাখের কমে এত অপশন?

সব মিলিয়ে, জিএসটি সংস্কারের ফলে ভারতীয় দুই চাকার গাড়ির বাজারে এসেছে বড়সড় পরিবর্তন। ৫৫ হাজার টাকা থেকে বাইক পাওয়া যাচ্ছে—যা বাজেট গ্রাহকদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।

GST Motorbike