Flipkart: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল ২০২৫, iPhone 16 Pro, Galaxy S24 Ultra, Pixel 9-সহ দুর্দান্ত অফার দেখুন একনজরে

Flipkart Sale 2025: Flipkart Big Billion Day Sale 2025-এ iPhone 16 Pro, Galaxy S24 Ultra, Pixel 9-সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মিলছে ৫০% পর্যন্ত ছাড়। দেখুন সেরা অফার ও দাম।

Flipkart Sale 2025: Flipkart Big Billion Day Sale 2025-এ iPhone 16 Pro, Galaxy S24 Ultra, Pixel 9-সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মিলছে ৫০% পর্যন্ত ছাড়। দেখুন সেরা অফার ও দাম।

author-image
IE Bangla Tech Desk
New Update
Flipkart Sale 2025

Flipkart Sale 2025: ফ্লিপকার্ট মোবাইল সেল ২০২৫।

Flipkart Sale 2025: ভারতের অন্যতম বড় অনলাইন সেল হল Flipkart Big Billion Day Sale 2025। প্রতিবছরই লাখো মানুষ এই সেলের জন্য অপেক্ষা করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। উৎসবের মরশুমে Flipkart নিয়ে এসেছে একাধিক দুর্দান্ত অফার এবং ব্যাংক ডিসকাউন্ট। বিশেষ করে স্মার্টফোন ক্রেতাদের জন্য দামে থাকছে অবিশ্বাস্য ছাড়।

Advertisment

চলুন দেখে নেওয়া যাক কোন জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মিলছে সেরা ডিল।

আরও পড়ুন- পুজোর মুখে দেদার সাশ্রয়! জনপ্রিয় এই বাইকে ১৫ হাজারের বেশি ছাড়, বাজার তোলপাড়

Advertisment

১. Google Pixel 9

Pixel সিরিজ সবসময়ই ক্যামেরা আর পারফরম্যান্সের জন্য বিখ্যাত। গত বছর লঞ্চ হওয়া Google Pixel 9-এ রয়েছে Tensor G4 চিপসেট, দুর্দান্ত ডুয়াল ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। Flipkart Big Billion Day Sale 2025-এ এই ফোনের দাম নেমে এসেছে মাত্র ৩৪,৯৯৯ টাকায় (ব্যাঙ্ক অফার সহ)। যারা স্টক অ্যান্ড্রয়েড ও গুগলের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স চান, তাদের জন্য Pixel 9 এখনই সেরা চয়েস।

আরও পড়ুন- হুড়মুড়িয়ে কমল গাড়ির দাম, হাজার হাজার টাকা কমে চারচাকা কেনার আকর্ষণীয় সুযোগ

২. Apple iPhone 16 Pro

iPhone 16 Pro এই বছরের সবচেয়ে আলোচিত স্মার্টফোন। এতে রয়েছে শক্তিশালী A18 Pro চিপ, উন্নত ট্রিপল ক্যামেরা এবং Apple Intelligence ফিচার। Flipkart সেলে এই ফোনের দাম নেমে এসেছে মাত্র ৬৯,৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ৫০% ছাড়। যাঁরা প্রিমিয়াম Apple স্মার্টফোন চান, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুযোগ। 

আরও পড়ুন-  জানেন মহিলারা চুড়ি পরেন কেন? কারণটা জানলে হতবাক হয়ে যাবেন!

৩. Samsung Galaxy S24 Ultra

স্যামসাংয়ের Galaxy S24 Ultra সবসময়ই ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে রাজত্ব করেছে। এতে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর, বিশাল ডিসপ্লে ও হাই-এন্ড ক্যামেরা সেটআপ। এবার সেলের সময় এই ফোন পাওয়া যাবে ৮০,০০০ টাকারও কমে। যাঁরা স্যামসাং-এর ফোন চান, তাঁদের জন্য এটি সবচেয়ে ভালো সময়। 

আরও পড়ুন- আইফোন-স্যামসাং-এ চার্জার নেই কেন? জানুন, প্রিমিয়াম স্মার্টফোন থেকে চার্জার সরানোর আসল কারণ

৪. Nothing Phone 3

অনন্য ডিজাইন ও Glyph ইন্টারফেসের কারণে Nothing Phone 3 তরুণদের কাছে ভীষণ জনপ্রিয়। এতে রয়েছে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং শক্তিশালী ক্যামেরা সেটআপ। Flipkart Big Billion Day Sale 2025-এ এই ফোনের দাম নামছে প্রায় ৩৪,৯৯৯ টাকায়। যাঁরা স্টাইল ও পারফরম্যান্স দুটোই চান, তাঁদের জন্য এটি দারুণ ডিল। 

৫. Samsung Galaxy S24 (Snapdragon Variant)

সবশেষে আছে Samsung Galaxy S24-এর Snapdragon ভ্যারিয়েন্ট। এতে রয়েছে ফ্ল্যাগশিপ-লেভেল Snapdragon 8 Gen 3 চিপসেট এবং প্রিমিয়াম ডিজাইন। Flipkart সেলে Galaxy S24-এর দাম থাকবে প্রায় ৪০,০০০ টাকা। Flipkart শুধু দাম কমিয়েই থেমে থাকছে না। এর সঙ্গে থাকছে ব্যাংক ক্রেডিট কার্ড ডিসকাউন্ট, EMI অপশন এবং এক্সচেঞ্জ অফার। ফলে পুরোনো ফোন বদল করে নতুন ফ্ল্যাগশিপ কেনার সুযোগ থাকবে অনেক কম খরচে। 

এই সেল মিস করা উচিত নয়। কারণ, ফ্ল্যাগশিপ স্মার্টফোনে বিশাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এটি সীমিত সময়ের জন্য এক্সক্লুসিভ ডিল। উৎসবের মরশুমে EMI ও এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। অ্যাপল, স্যামসাং, গুগল ও নাথিং-এর নতুন মডেল কম দামে পাওয়া যাচ্ছে। 

Flipkart sale 2025