Primebook 2 Neo price:লঞ্চের আগেই তোলপাড়! ১৫ হাজারেই মিলবে ল্যাপটপ? JioBook-কে জোর টক্কর

Primebook 2 Neo price:ল্যাপটপ কিনবেন, বাজেট নিয়ে চিন্তিত? ৩১ জুলাই মাত্র ১৫,৯৯০ টাকায় লঞ্চ হতে চলেছে প্রাইমবুক ২ নিও!

Primebook 2 Neo price:ল্যাপটপ কিনবেন, বাজেট নিয়ে চিন্তিত? ৩১ জুলাই মাত্র ১৫,৯৯০ টাকায় লঞ্চ হতে চলেছে প্রাইমবুক ২ নিও!

author-image
IE Bangla Tech Desk
New Update
Primebook 2 Neo price, budget AI laptop India, Android laptop under 16000, PrimeOS laptop specs, Helio G99 laptop, best student laptop India

ল্যাপটপ কিনবেন, বাজেট নিয়ে চিন্তিত? ৩১ জুলাই মাত্র ১৫,৯৯০ টাকায় লঞ্চ হতে চলেছে প্রাইমবুক ২ নিও!

Primebook 2 Neo price: ল্যাপটপ কিনবেন, বাজেট নিয়ে চিন্তিত? ৩১ জুলাই মাত্র ১৫,৯৯০ টাকায় লঞ্চ হতে চলেছে প্রাইমবুক ২ নিও! জেনে নিন লেটেস্ট এই এআই ল্যাপটপের স্পেসিফিকেশন। প্রাইমবুক ২ নিও হবে ভারতের বাজেট সেগমেন্টের সর্বশেষ ল্যাপটপ, যাতে ৬ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ এসএসডি স্টোরেজ থাকবে।

Advertisment

প্যান কার্ডের নামে ভয়ঙ্কর প্রতারণা! অজানে মুহূর্তে গায়েব হবে টাকা, কীভাবে সুরক্ষিত থাকবেন?

প্রাইমবুক আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের আপগ্রেডেড অ্যান্ড্রয়েড ল্যাপটপ - প্রাইমবুক ২ নিও - লঞ্চের দিনক্ষণের ঘোষণা করেছে। এই নতুন মডেলটি ৩১ জুলাই, ২০২৫ তারিখে বাজারে আসবে এবং এর প্রারম্ভিক মূল্য ১৫,৯৯০ টাকা। প্রাইমবুক ২ নিও ফ্লিপকার্ট, অ্যামাজন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। লঞ্চের আগে, এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৫ বেসড প্রাইমওএস ৩.০ এবং অনেক স্মার্ট, একাধিক এআই ফিচারের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থা।

Advertisment

MacBook Air-এ অফারের বন্যা, কত ছাড় মিলছে Apple-এর প্রিমিয়াম ল্যাপটপে?

প্রাইমবুক ২ নিও হবে ভারতের বাজেট সেগমেন্টের সর্বশেষ ল্যাপটপ যার ৬ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ এসএসডি স্টোরেজ থাকবে। ১১.৬ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে (১৩৬৬x৭৬৮ পিক্সেল), মালি-জি৫৭ এমসি২ জিপিইউ এবং অক্টা-কোর মিডিয়াটেক জি৯৯ (২গিগাহার্টজ) প্রসেসরের সমন্বয় পড়ুয়াদের জন্য একেবারে পারফেক্ট। ল্যাপটপটিতে অ্যান্ড্রয়েড ১৫ বেসড প্রাইমওএস ৩.০ থাকবে, যা ব্যবহারকারীকে দ্রুত বুট, স্মার্ট এআই টুলস এবং আগে থেকে ইনস্টল করা শিক্ষামূলক অ্যাপের সুবিধা দেবে বলে দাবি করা হচ্ছে।

সংযোগের বিকল্পগুলির মধ্যে রয়েছে দুটি USB 3.0, দুটি USB-C পোর্ট, মাইক্রো SD কার্ড স্লট, Wi-Fi, ব্লুটুথ এবং ডুয়াল স্পিকার সিস্টেম। ব্যাটারি ব্যাকআপ প্রায় 8-10 ঘন্টা বলে জানা গেছে। 2MP ফ্রন্ট ক্যামেরা সহ এটির ওজন 990 গ্রাম, PrimeOS শর্টকাট সহ QWERTY কীবোর্ড।

এই ল্যাপটপটিতে একটি ডেডিকেটেড অ্যাপ স্টোরের মাধ্যমে ৫০,০০০ অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাক্সেস করা যাবে। আসন্ন প্রাইমবুক ২ নিওতে একটি ইনবিল্ট অন-স্ক্রিন এআই অ্যাসিস্টেন্ট থাকবে, যার নাম এআই কম্প্যানিয়ন মোড। কোম্পানি জানিয়েছে যে এটি পিডিএফ, এবং ওয়েব কন্টেন্টের সারাংশ তৈরি করতে পারে। প্রাইমবুক ২ নিওর প্রারম্ভিক মূল্য ১৫,৯৯০ টাকা বলে জানা গেছে, যা সরাসরি জিওবুকের মতো বাজেট ল্যাপটপের সাথে প্রতিযোগিতা করবে। এর ৬৪ জিবি এবং ১২৮ জিবি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে এবং মাইক্রোএসডি দিয়ে মেমোরি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

মহাকাশ খাতে বিরাট দাপট ভারতের! ইতিহাস ছুঁয়ে আরও এক মাইলফলক অর্জনের পথে দেশ

Laptops