UPI biometric payment: পিন ছাড়াই UPI পেমেন্ট? কীভাবে কাজ করবে নয়া পদ্ধতি?

UPI biometric payment: এবার থেকে ফেস আইডি বা আঙুলের ছাপেই হবে ইউপিআই পেমেন্ট! এনপিসিআই আনছে পিন ছাড়াই লেনদেনের বায়োমেট্রিক পদ্ধতি। বাড়বে নিরাপত্তা।

UPI biometric payment: এবার থেকে ফেস আইডি বা আঙুলের ছাপেই হবে ইউপিআই পেমেন্ট! এনপিসিআই আনছে পিন ছাড়াই লেনদেনের বায়োমেট্রিক পদ্ধতি। বাড়বে নিরাপত্তা।

author-image
IE Bangla Tech Desk
New Update
UPI biometric payment

UPI biometric payment: ইউপিআই পেমেন্টের নতুন কায়দা।

UPI biometric payment: এবার থেকে পিন ছাড়াই ইউপিআই পেমেন্টের ব্যবস্থা চালু করার ভাবনা-চিন্তা চলছে। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডির মাধ্যমে পেমেন্ট কীভাবে চালু করা যায়, সেই নিয়ে চিন্তা-ভাবনা করছে এনপিসিআই (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া)। ইউপিআই লেনদেনগুলোকে আগের চেয়ে নিরাপদ, সহজ এবং জালিয়াতমুক্ত করাই এক্ষেত্রে লক্ষ্য। এই নতুন ব্যবস্থাকে ডিজিটাল পেমেন্টের পরবর্তী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।  

Advertisment

আরও পড়ুন- ইউনেস্কোর সর্বাধিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে কোন ১০ দেশে? ভারত আছে কত নম্বরে?

এর ফলে দোকানে গিয়ে কিউআর কোড স্ক্যান করা, পিন টাইপ করার দিন ফুরোবে। শুধু আপনার মুখ দেখালে বা আঙুলের ছাপ দিলেই পেমেন্ট হয়ে যাবে। বর্তমানে আমাদের ডিজিটাল লেনদেনের জন্য ৪ থেকে ৬ সংখ্যার গোপন পিন দিতে হয়। একে ব্যক্তিগত পরিচয় নম্বর বলে। প্রতিটি লেনদেন অনুমোদনের জন্য এই পিন দেওয়া জরুরি। তার বদলে নতুন ব্যবস্থায় আঙুলের ছাপ, চোখের স্ক্যান অথবা মুখের শনাক্তকরণ হলেই লেনদেন হয়ে যাবে। 

Advertisment

আরও পড়ুন- লঞ্চের আগেই তোলপাড়! ১৫ হাজারেই মিলবে ল্যাপটপ? JioBook-কে জোর টক্কর

বিশেষজ্ঞদের বক্তব্য

এতে জালিয়াতি কমবে বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস। বর্তমান সময়ে বারবার পিন নম্বর চুরি যাওয়া বা নম্বর হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সেসব রুখতেই নতুন ব্যবস্থা চালু করার ভাবনাচিন্তা করা হচ্ছে। এই ব্যাপারে প্লুটোস ওয়ানের প্রতিষ্ঠাতা রোহিত মহাজন বলেন, 'পিন মনে রাখার ঝামেলা দূর করলে সুবিধাই হবে। এতে লক্ষ লক্ষ মানুষ ডিজিটাল পেমেন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন। যাঁদের প্রযুক্তি সম্পর্কে খুব বেশি ধারণা নেই, বিশেষ করে আমাদের বয়স্ক এবং গ্রামীণ এলাকার মানুষ যাঁরা, তাঁদের বিরাট সুবিধা হবে এতে।'

আরও পড়ুন- প্যান কার্ডের নামে ভয়ঙ্কর প্রতারণা! অজানে মুহূর্তে গায়েব হবে টাকা, কীভাবে সুরক্ষিত থাকবেন?

একইসঙ্গে রোহিত মহাজন সতর্ক করে জানিয়েছেন, নতুন ব্যবস্থায় উপযুক্ত সতর্কতা গ্রহণ  না করলে গ্রাহকরা বিপাকে পড়তে পারেন। তিনি নতুন ব্যবস্থায় গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি, এই ব্যবস্থা চালুর আগে ব্যবহারকারীর সম্মতি গ্রহণ জরুরি বলেও জানিয়েছেন মহাজন। তাঁর মতে নতুন ব্যবস্থা চালুর জন্য দেশের বেশ কিছু পরিকাঠামো বদলের দরকার আছে। না-হলে অত্যাধুনিক এই ব্যবস্থা চালু করা বিপদ ডেকে আনতে পারে।

আরও পড়ুন- মাত্র ২০ মিনিটে তৈরি করুন সুস্বাদু কুইনোয়া পোলাও, পেট ভরবে, বাড়বে স্বাস্থ্যও

ইউপিআইয়ের ডিজিটাল লেনদেন ইতিমধ্যেই ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, একমাসে এই কায়দায় ১,৮৩৯ কোটি লেনদেন হয়েছে। এই লেনদেনের মোট আর্থিক মূল্য ২৪.০৩ লক্ষ কোটি টাকা। নতুন ডিজিটাল কায়দায় লেনদেনের সম্ভাবনার কথা শুনে ক্যাশফ্রি পেমেন্টসের সিইও আকাশ সিনহা বলেছেন, 'এটা পিন দেওয়ার ঝামেলা দূর করবে। পেমেন্ট করা অনেক সহজ হবে। এই ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস আরও বাড়বে।'

UPI payment biometric