/indian-express-bangla/media/media_files/2025/07/28/jio-949-recharge-plan-2025-07-28-13-06-59.jpg)
রিলায়েন্স জিও দেশের শীর্ষ টেলিকম সংস্থা।
jio cheapest recharge Plan: জিওর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান: ৩৩৬ দিনের জন্য সবকিছুই বিনামূল্যে!
রিলায়েন্স জিও আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত অফার। জিওর পোর্টফোলিওতে এমন একটি সস্তার প্ল্যান রয়েছে, যেটি একবার রিচার্জ করলেই পেয়ে যাবেন ১১ মাসের ভ্যালিডিটি। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই রিচার্জ প্ল্যানের দাম ৯০০ টাকারও কম।
আরও পড়ুন- টিভিএসের নতুন স্কুটার, দুর্দান্ত ফিচারে চ্যালেঞ্জের মুখে হিরো, ইয়ামাহা
দেশের শীর্ষ টেলিকম কোম্পানি জিওর বর্তমানে প্রায় ৫০ কোটি ব্যবহারকারী রয়েছে। ব্যবহারকারীদের সুবিধার্থে কোম্পানি একাধিক স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্ল্যান অফার করে থাকে। রিচার্জ খরচ বাড়ার পর থেকে দীর্ঘ মেয়াদী প্ল্যানগুলিই এখন গ্রাহকদের কাছে বেশি জনপ্রিয়। সেই চাহিদার কথা মাথায় রেখে জিও ৮৯৫ টাকার একটি বিশেষ প্ল্যান বাজারে এনেছে।
এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে রয়েছে ৩৩৬ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় এক বছরের জন্য আর রিচার্জ নিয়ে মাথা ঘামাতে হবে না। প্ল্যানটিতে সব নেটওয়ার্কে পাবেন আনলিমিটেড কলিংয়ের সুবিধা। পাশাপাশি প্রতি ২৮ দিনে মিলবে ২ জিবি করে ডেটা, যা গোটা মেয়াদে মোট ২৪ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। এর সঙ্গে প্রতি ২৮ দিনে থাকছে ৫০টি ফ্রি এসএমএস-এর সুবিধাও।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্ল্যানটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। অর্থাৎ, ফিচার ফোন ব্যবহারকারীরাই এই অফারের সুবিধা নিতে পারবেন। স্মার্টফোন ব্যবহারকারীরা চাইলে জিওর অন্যান্য দীর্ঘ মেয়াদী প্ল্যান বেছে নিতে পারবেন।