TVS New Schooter: পুজোর আগে সেরা চমক! ক্লাসিক ইলেকট্রিক স্কুটারে বাজারে তোলপাড়, জানুন মাইলেজ থেকে দাম

TVS New Schooter: ৪ সেপ্টেম্বর ২০২৫ লঞ্চ হতে চলেছে নতুন TVS NTorq 150 স্কুটার। কোয়াড-এলইডি হেডল্যাম্প, ব্লুটুথ কনেক্টিভিটি, আধুনিক ফিচার নিয়ে আসছে বাজারে।

TVS New Schooter: ৪ সেপ্টেম্বর ২০২৫ লঞ্চ হতে চলেছে নতুন TVS NTorq 150 স্কুটার। কোয়াড-এলইডি হেডল্যাম্প, ব্লুটুথ কনেক্টিভিটি, আধুনিক ফিচার নিয়ে আসছে বাজারে।

author-image
IE Bangla Tech Desk
New Update
TVS New Schooter 1

TVS New Schooter: টিভিএসের নতুন স্কুটার।

TVS New Schooter: ভারতের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড টিভিএস মোটর কোম্পানি ফের বাজার কাঁপাতে তৈরি। কোম্পানি নিশ্চিত করেছে যে তারা আগামী ৪ সেপ্টেম্বর (২০২৫) তাদের নতুন স্কুটার TVS NTorq 150 লঞ্চ করতে চলেছে। এর আগে টিজার রিলিজ করে টিভিএস জানিয়েছিল, স্কুটারটিতে থাকবে একদম নতুন ডিজাইন এবং দুর্দান্ত ফিচার।

Advertisment

নতুন টিজারে NTorq 150-এর সামনের অংশ দেখা গেছে। যাতে রয়েছে কোয়াড-এলইডি হেডল্যাম্প, টি-আকৃতির নতুন হাউজিং, স্পোর্টি বডি প্যানেল, বড় চাকা (১২৫সিসি মডেলের তুলনায় আলাদা)। ডিজাইন উপাদানগুলো কিছুটা NTorq 125-এর মত হলেও নতুন মডেলে আরও আধুনিক ফিল আসবে। 

আরও পড়ুন- ৯০ দিন রিচার্জের আর ঝামেলা নেই! বিরাট ঘোষণায় তোলপাড় ফেলল Jio

আসন্ন NTorq 150 স্কুটারে থাকবে একাধিক প্রিমিয়াম ফিচার। যার মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি (টিভিএস SmartXonnect অ্যাপ সাপোর্ট), সিঙ্গেল-চ্যানেল এবিএস (ABS), টার্ন-বাই-টার্ন নেভিগেশন, স্মার্টফোন নোটিফিকেশন অ্যালার্ট। এছাড়া ইউএসবি চার্জিং, আন্ডার-সিট স্টোরেজ এবং নতুন কালার অপশনও থাকতে পারে।

Advertisment

আরও পড়ুন- সারাদিন টেনশন ছাড়াই পান হাইস্পিড ইন্টারনেট!'ব্যাক টু ব্যাক' জনপ্রিয় রিচার্জ প্ল্যান আনল jio

যদিও ইঞ্জিনের পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে NTorq 150-এ থাকবে একেবারে নতুন ১৫০সিসি ইঞ্জিন, যা বর্তমান ১২৫সিসি মডেলের তুলনায় বেশি পাওয়ার ও টর্ক জেনারেট করবে। এটি সরাসরি প্রতিযোগিতা করবে– Hero Zoom 160, Yamaha Aerox 155-এর সঙ্গে। টিভিএস NTorq 150-এর প্রারম্ভিক দাম হতে পারে প্রায় ১.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। 

আরও পড়ুন- বিরাট প্রতারণার অভিনব কৌশলে বুক কেঁপে উঠবে, কীভাবে টাকা গায়েব হবে জানতেই পারবেন না....

টিভিএস সম্প্রতি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Orbiter লঞ্চ করেছে। এর দাম ৯৯,৯০০ টাকা। আর এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে Ather Rizta-র সঙ্গে। টিভিএসের স্কুটারে রয়েছে 3.1 kWh ব্যাটারি প্যাক, এর রেঞ্জ ১৫৮ কিলোমিটার, এতে আছে স্মার্ট কানেক্ট ফিচার, USB চার্জিং, OTA আপডেট, ৩৪-লিটার আন্ডার-সিট স্টোরেজ, ৬টি কালার অপশন (Martian Copper, Lunar Grey, Stratos Blue, Cosmic Titanium, Neon Sunburst, Stellar Silver)। Orbiter লঞ্চ করে টিভিএস একদিকে যেমন ইলেকট্রিক মার্কেটে শক্ত অবস্থান নিয়েছে, অন্যদিকে NTorq 150 প্রিমিয়াম পেট্রোল স্কুটার সেগমেন্টে প্রতিযোগিতাও বাড়াবে।

আরও পড়ুন- ফোনের কভারে টাকা বা কার্ড রাখেন? সাবধান! হতে পারে বিস্ফোরণ, বড় ক্ষতি

এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, NTorq 150-এর অফিসিয়াল লঞ্চ হবে ৪ সেপ্টেম্বর। এতে থাকবে আধুনিক ডিজাইন, কোয়াড-এলইডি হেডল্যাম্প, আধুনিক ডিজাইন, কোয়াড-এলইডি হেডল্যাম্প। এর প্রতিদ্বন্দ্বী Hero Zoom 160 ও Yamaha Aerox 155। সম্ভাব্য দাম ১.৫ লক্ষ টাকা। এর পাশাপাশি TVS Orbiter EVও ইতিমধ্যেই বাজারে এসেছে (এক্স-শোরুম)। 

দাবিত্যাগ (Disclaimer)

এখানে দেওয়া সমস্ত তথ্য অটোমোবাইল রিপোর্ট, অফিসিয়াল টিজার ও বিশেষজ্ঞদের অনুমানের ভিত্তিতে তৈরি হয়েছে। চূড়ান্ত স্পেসিফিকেশন ও দাম কোম্পানির লঞ্চ ইভেন্টে প্রকাশ করা হবে।

Schooter TVS