আম্বানি পরিবারের একদিনের খরচ কত জানেন? পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে

আম্বানি পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে সব সময়ই কৌতূহল থাকে সাধারণ মানুষের মধ্যে। অনন্ত আম্বানির বিয়ে, নীতা আম্বানির সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি বা অ্যান্টিলিয়ায় জমকালো পার্টি, সবেতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয় এই পরিবার।

আম্বানি পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে সব সময়ই কৌতূহল থাকে সাধারণ মানুষের মধ্যে। অনন্ত আম্বানির বিয়ে, নীতা আম্বানির সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি বা অ্যান্টিলিয়ায় জমকালো পার্টি, সবেতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয় এই পরিবার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Mukesh Ambani lifestyle

আম্বানি পরিবারের একদিনের খরচ কত জানেন?

আম্বানি পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে সব সময়ই কৌতূহল থাকে সাধারণ মানুষের মধ্যে। অনন্ত আম্বানির বিয়ে, নীতা আম্বানির সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি বা অ্যান্টিলিয়ায় জমকালো পার্টি, সবেতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয় এই পরিবার। বিশ্বের অন্যতম ধনী এই পরিবারের প্রতিদিনের খরচ কত, তা জেনে অবাক হবেন আপনিও। মিডিয়া রিপোর্ট ও বিশেষজ্ঞদের মতে, আম্বানি পরিবারের মাসিক ব্যক্তিগত খরচ দাঁড়ায় প্রায় ৩০ থেকে ৬০ কোটি টাকার মধ্যে। অর্থাৎ, প্রতিদিনই কোটি কোটি টাকা ব্যয় হয় তাঁদের জীবনযাত্রায়।

আরও পড়ুন- পুজোর আগে জমবে মজা! ৭২ দিন রিচার্জের ঝামেলা থেকে এবার মুক্তি

Advertisment

মুম্বইয়ের অ্যান্টিলিয়া, বিশ্বের অন্যতম ব্যয়বহুল ব্যক্তিগত নিবাস, যেখানে থাকেন মুকেশ আম্বানি ও তাঁর পরিবার। ২৭ তলা এই ভবনের রক্ষণাবেক্ষণের খরচই দৈনিক ৫০ লক্ষ টাকার বেশি। এখানে ৬০০-রও বেশি কর্মী কাজ করেন, যাঁদের মাসিক বেতন প্রায় ১২ কোটি টাকা। বিদ্যুৎ, জল, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সুবিধা মিলিয়ে অ্যান্টিলিয়ার খরচ দাঁড়ায় মাসে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা।

শুধু বাড়িই নয়, পোশাক ও গয়নায়ও ব্যয় হয় বিপুল পরিমানে অর্থ। নীতা আম্বানি ও তাঁর সন্তানরা বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক ও মূল্যবান গয়নার জন্য পরিচিত। রিপোর্ট অনুযায়ী, প্রতি মাসে পোশাক ও গয়নায় খরচ হয় ৩ থেকে ৫ কোটি টাকা।

Advertisment

তাঁদের ভ্রমণ খরচও চোখে পড়ার মতো। ব্যক্তিগত জেট ও আন্তর্জাতিক ভ্রমণ বাবদ প্রতি মাসে খরচ হয় প্রায় ৫ থেকে ১০ কোটি টাকা। বিলাসবহুল হোটেলে থাকা, নিরাপত্তা ও আতিথেয়তার জন্য প্রতিদিনই খরচ হয় ২০ থেকে ৩০ লক্ষ টাকা।

আরও পড়ুন-পুজোর আগে হাজার হাজার টাকা দাম কমল বাইক, স্কুটির! বিরাট এই অফার সম্পর্কে জানুন এখনই

অন্যদিকে, নিরাপত্তার জন্য মাসিক খরচ হয় ২ থেকে ৩ কোটি টাকা। আবার কোনও জমকালো পার্টি আয়োজন করলে সেই খরচ বেড়ে পৌঁছায় কয়েক কোটি টাকায়, যা অনেক সময় ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকার মধ্যে থাকে। সব মিলিয়ে, আম্বানি পরিবারের প্রতিদিনের খরচে এমন এক সংখ্যা যা শুনেই চমকে উঠতে বাধ্য যে কোন সাধারণ মানুষ। 

Mukesh Ambani