/indian-express-bangla/media/media_files/2025/09/06/top-bikes-in-india-2025-09-06-11-43-10.jpg)
Top Bikes in india: বাইক আরও সস্তা।
Top Bikes in india: মধ্যবিত্ত গ্রাহকদের জন্য বড় সুখবর। ৫৬-তম জিএসটি কাউন্সিলের বৈঠকে 350 cc পর্যন্ত ইঞ্জিন ক্যাপাসিটি বিশিষ্ট মোটরসাইকেলের ওপর করহার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। ফলে নতুন বাইক এবং স্কুটি হতে চলেছে আরও সস্তা।
জিএসটি কাউন্সিল জানিয়েছে, এই নতুন কর কাঠামো কার্যকর হবে ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে। নবরাত্রির প্রথম দিন থেকেই কার্যকর হবে এই পরিবর্তন। ফলে উৎসবের মরশুমে দুই চাকার গাড়ির বিক্রি বাড়বে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন- পিতৃপক্ষে এই ৫ জিনিস দানে দারিদ্র্য হয় দূর, মেলে পূর্বপুরুষের আশীর্বাদ
কোন বাইক-স্কুটিতে কমবে দাম?
৩৫০সিসি-র কম ইঞ্জিন ক্যাপাসিটি বিশিষ্ট বাইক ও স্কুটি, ১২০০সিসি পর্যন্ত ক্যাপাসিটি বিশিষ্ট পেট্রোল, এলপিজি এবং সিএনজি গাড়ি, ১৫০০সিসি পর্যন্ত ক্যাপাসিটি বিশিষ্ট ডিজেল গাড়ি, যাদের দৈর্ঘ্য ৪ মিটার-এর বেশি নয়- এমন গাড়ির দাম কমবে। এই সব ক্যাটাগরির ওপর এখন থেকে ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে।
আরও পড়ুন- পরীক্ষায় সাফল্য, অর্থলাভ, পারিবারিক শান্তি চান? করুন এই প্রতিকার
নতুন জিএসটি রেট মূলত মধ্যবিত্ত গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। যাঁরা নতুন বাইক বা স্কুটি কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের জন্য এখনই সেরা সময়। বিশেষ করে ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং গ্রামীণ গ্রাহকরা এর ফলে উপকৃত হবেন। কতটা কমবে বাইকের দাম? ধরা যাক, একটি বাইকের এক্স-শোরুম প্রাইস ১,৫০,০০০ টাকা। আগে ২৮% জিএসটি ধরলে ট্যাক্স পড়ছিল ৪২,০০০ টাকা। এখন ১৮% জিএসটি হলে ট্যাক্স হবে মাত্র ২৭,০০০ টাকা। অর্থাৎ এক বাইকেই প্রায় ১৫,০০০ টাকার সরাসরি সাশ্রয়। ফলে বাইক আরও সুলভ হবে।
আরও পড়ুন- 'সতী'দাহ চক্রান্তের বলি! রূপ কানওয়ারকে দাহর আগে পরানো হয়েছিল ১৬ রকম অলংকার?
যাঁদের বাইক ৩৫০সিসি-র বেশি, তাঁদের জন্য কিন্তু ট্যাক্স হার বেড়েছে। এই ক্ষেত্রে ৪০% জিএসটি প্রযোজ্য হবে। তাই হাই-এন্ড বাইক কেনার ক্ষেত্রে খরচ বাড়বে। যদিও এখনও কোনও বড় কোম্পানি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপে বাইকের বিক্রি বাড়বে এবং বাজারে বাইক বিক্রির ক্ষেত্রে নতুন উদ্যম তৈরি হবে।
আরও পড়ুন- সামনে এল চাঞ্চল্যকর তথ্য, কত দামে লঞ্চ হবে iphone 17? বিরাট আপডেটে তোলপাড়
অনেকেই বলছেন, উৎসবের মরশুমে বিক্রিতে রেকর্ড করতে পারে বাইক কোম্পানিগুলি। জিএসটি হ্রাস নিঃসন্দেহে দুই চাকার গাড়ি ক্রেতাদের জন্য আশীর্বাদস্বরূপ। কম ট্যাক্স মানেই কম দাম। তাই আপনার যদি নতুন বাইক বা স্কুটি কেনার পরিকল্পনা থাকে, তাহলে এটাই সেরা সময়।