Puja Special Recharge Plan: পুজোর আগে জমবে মজা! ৭২ দিন রিচার্জের ঝামেলা থেকে এবার মুক্তি

Puja Special Recharge Plan: সংস্থার অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, ৪৮৫ টাকার এই প্ল্যানের মেয়াদ ৭২ দিন। মেগা এই রিচার্জ প্ল্যানে ইউজাররা প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটার পাশাপাশি পাবেন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং-য়ের সুবিধা।

Puja Special Recharge Plan: সংস্থার অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, ৪৮৫ টাকার এই প্ল্যানের মেয়াদ ৭২ দিন। মেগা এই রিচার্জ প্ল্যানে ইউজাররা প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটার পাশাপাশি পাবেন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং-য়ের সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
io Recharge Plan with OTT  Jio Free Hotstar & Prime Membership  Amazon Prime free with Jio  Jio Annual Recharge Offer  Jio Free OTT Bundle Plan  Jio 1 year subscription offer  Hotstar free with Jio recharge

পুজোর আগে জমবে মজা!

Puja Special Recharge Plan: আবারও পুজোর আগে খেলা ঘোরালো BSNL, বাজারে আনল ৭২ দিনের সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান, প্রতিদিন মিলবে ২ জিবি ডেটা সঙ্গে আরও কত কিছু।

Advertisment

BSNL আরও একটি সস্তা রিচার্জ প্ল্যান বাজারে এনে জিও-এয়ারটেলের ঘুম কেড়ে নিয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানটির মেয়াদ ৭২ দিন। বিশেষ এই  প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং, ডেটা সহ অনেক সুবিধা পাবেন।

আরও পড়ুন- পুজোর আগে হাজার হাজার টাকা দাম কমল বাইক, স্কুটির! বিরাট এই অফার সম্পর্কে জানুন এখনই

Advertisment

সংস্থার অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, ৪৮৫ টাকার এই প্ল্যানের মেয়াদ ৭২ দিন। মেগা এই রিচার্জ প্ল্যানে ইউজাররা প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটার পাশাপাশি পাবেন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং-য়ের  সুবিধা। পাশাপাশি মিলবে ন্যাশান্যাল রোমিং পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে।

এছাড়াও, এই প্ল্যানে গ্রাহকদের জন্য রয়েছে ডিজিটাল কনটেন্ট-এর  সুবিধা। ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন BiTV অ্যাক্সেস, যেখানে ৩৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল ও একাধিক ওটিটি অ্যাপ ব্যবহার করা যাবে। সম্প্রতি সংস্থাটি ১৫১ টাকার একটি প্রিমিয়াম প্ল্যানও চালু করেছে, যেখানে ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং ২৩টিরও বেশি ওটিটি অ্যাপের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন- সামনে এল চাঞ্চল্যকর তথ্য, কত দামে লঞ্চ হবে iphone 17? বিরাট আপডেটে তোলপাড়

এর আগে আগস্টে নতুন গ্রাহক আকর্ষণে বিএসএনএল ১ টাকার বিশেষ প্ল্যান চালু করেছিল, যেখানে ৩০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে এসএমএস সুবিধা দেওয়া হয়েছিল। সেই অফারের মেয়াদ ৩১ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন-iPhone 17 সিরিজ লঞ্চের আগে খেলা ঘোরালো Samsung, প্রিমিয়াম অভিজ্ঞতা পান বাজেট সেগমেন্টে

প্রসঙ্গত, বিএসএনএল বর্তমানে সারা দেশে দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। সংস্থার লক্ষ্য আগামী দিনে ১ লক্ষ নতুন ৪জি ও ৫জি টাওয়ার স্থাপন করা। শিগগিরই সংস্থাটি ৫জি পরিষেবাও চালু করবে বলে জানা গিয়েছে।

BSNL recharge plan bsnl plan BSNL 5G bsnl