/indian-express-bangla/media/media_files/2025/08/23/apple-store-2025-08-23-14-27-21.jpg)
iPhone 17 সিরিজ লঞ্চের আগে বড় ধামাকা! ভারতে ব্যবসা বাড়াচ্ছে Apple
Apple Store: iPhone 17 সিরিজের আগে বড় চমক, এই দিনে বেঙ্গালুরুতে খুলবে Apple-এর প্রথম রিটেল আউটলেট!
অ্যাপল আইফোন ১৭ সিরিজ লঞ্চের আগে, বেঙ্গালুরুতে কোম্পানি ব্র্যান্ডের থার্ড আউটলেট চালু করতে চলেছে। জানা গিয়েছে নয়া এই স্টোরটির নাম হতে চলেছে Apple Hebbal
আরও পড়ুন- পুজোর আগে বাজারে হিরোর বিরাট চমক! ডিজাইন-ফিচারে চোখ ফেরানো দায়, জলের দরে নতুন গ্ল্যামার
দিল্লি এবং মুম্বইয়ের পর, এখন আইটি হাব অর্থাৎ বেঙ্গালুরুতে Apple তাদের তৃতীয় স্টোর খুলতে চলেছে। বেঙ্গালুরুতে অবস্থিত ফিনিক্স মলে খুলতে চলেছে Apple Hebbal। কোম্পানির অফিসিয়াল সাইট apple.com এর মাধ্যমে, বেঙ্গালুরু স্টোর সম্পর্কে ডিটেল তথ্য দিয়েছে সংস্থা। জানা গিয়েছে আগামী ২ সেপ্টেম্বর নয়া এই স্টোর ওপেন করতে চলেছে Apple!
আইফোন ১৭ সিরিজ কবে লঞ্চ হবে?
অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজটি আগামী মাসে ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হওয়ার কথা। কোম্পানি এখনও লঞ্চের তারিখ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। আসন্ন এই সিরিজে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন ১৭ এয়ার লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- মহাকাশে মহাযুদ্ধ! বিশ্বের মহাশক্তিধর দেশগুলো চাঁদে নতুন লডা়ইয়ের পথে?
বেঙ্গালুরুর আগে, দিল্লি এবং মুম্বইয়ের অ্যাপলের নিজস্ব স্টোর রয়েছে। জানা গিয়েছে বেঙ্গালুরুর পরে কোম্পানি তার চতুর্থ আউটলেটটি কোন রাজ্যের কোন শহরে খুলবে তা খুব তাড়াতাড়ি জানানো হবে। বেঙ্গালুরুর নয়া স্টোরে দিল্লি এবং মুম্বইয়ের মতো একই সুবিধা পাবেন গ্রাহকরা। ব্যবহারকারীরা তাদের পছন্দের অ্যাপল ডিভাইসটি কেনার আগে এটির অভিজ্ঞতা নিতে পারবেন।