New Motorbike: পুজোর আগে বাজারে হিরোর বিরাট চমক! ডিজাইন-ফিচারে চোখ ফেরানো দায়, জলের দরে নতুন গ্ল্যামার

New Motorbike: Hero Glamour X 125 (2025) লঞ্চ, থাকছে Cruise Control, Ride-by-Wire ও ৫টি নতুন রঙ। দাম, ফিচার ও ইঞ্জিন সম্পর্কে জানুন বিস্তারিত।

New Motorbike: Hero Glamour X 125 (2025) লঞ্চ, থাকছে Cruise Control, Ride-by-Wire ও ৫টি নতুন রঙ। দাম, ফিচার ও ইঞ্জিন সম্পর্কে জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
New Motorbike

New Motorbike: নতুন বাইক।

New Motorbike: Hero MotoCorp অবশেষে ভারতে নিয়ে এল নতুন Hero Glamour X 125 (2025 Edition)। দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই 125cc কমিউটার বাইকটি এবার আরও স্টাইলিশ, প্রিমিয়াম ফিচার ও আধুনিক প্রযুক্তি-সহ হাজির হয়েছে। সবচেয়ে বড় চমক হল Cruise Control, যা এখন পর্যন্ত কেবলমাত্র প্রিমিয়াম বাইকগুলোতেই পাওয়া যেত।

বাজারে এসেছে দুই ভেরিয়েন্টে

Advertisment

নতুন Glamour X 125 বাজারে এসেছে দুই ভেরিয়েন্টে। এর মধ্যে Drum ভেরিয়েন্টে দাম শুরু হয়েছে ৯০,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে। Disc ভেরিয়েন্টে দাম রাখা হয়েছে ১,০০,০০০ (এক্স-শোরুম) টাকা থেকে। এই দামে এটি তার সেগমেন্টের মধ্যে সবচেয়ে ভ্যালু-ফর-মানি মোটরসাইকেল হতে পারে। 

আরও পড়ুন- বিরাট বড় ধামাকা! লঞ্চ হল Google Pixel 10 Pro Fold, ফোল্ডেবেল স্মার্টফোনের দুনিয়ায় দুর্দান্ত চমক

Advertisment

নতুন Hero Glamour X 125-এ এমন কিছু ফিচার যোগ হয়েছে যা আগে এই সেগমেন্টে কল্পনাও করা যায়নি। যেমন Cruise Control। যার সাহায্যে দীর্ঘ রাস্তায় হ্যান্ডস-ফ্রি কনসিসটেন্ট স্পিডে চলার সুবিধা পাবেন ক্রেতারা। Ride-by-Wire Throttle। এতে আরও স্মুথ ও দ্রুত রেসপন্স পাবেন ক্রেতারা। এছাড়াও আছে ৩টি রাইডিং মোড (Eco, Road, Power)। যার সাহায্যে নিজের স্টাইল ও প্রয়োজন অনুযায়ী পারফরম্যান্স সিলেক্ট করা যাবে।

আরও পড়ুন- মহাকাশে মহাযুদ্ধ! বিশ্বের মহাশক্তিধর দেশগুলো চাঁদে নতুন লডা়ইয়ের পথে?

এছাড়াও Adaptive LCD Display-র মাধ্যমে পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল এবং এসএমএস অ্যালার্ট। USB Type-C চার্জিং পোর্ট। এতে পাবেন যে কোনও সময় মোবাইল চার্জ করার সুবিধা। এছাড়াও রয়েছে Full LED Lighting। যার অর্থ হেডল্যাম্প, টেলল্যাম্প এবং ইন্ডিকেটর সবই হল LED। Hero Glamour X 125 আগের তুলনায় অনেক বেশি স্পোর্টি ও প্রিমিয়াম লুক পেয়েছে। এতে আছে নতুন LED হেডল্যাম্প ও টেললাইট, শার্প ফুয়েল ট্যাংক ডিজাইন, লম্বা উইন্ডস্ক্রিন এবং প্রশস্ত হ্যান্ডেলবার, এছাড়াও রয়েছে আরও আরামদায়ক আসন এবং বাড়তি আন্ডারসিট স্টোরেজ। এই পরিবর্তনগুলো বাইকটিকে কেবল স্টাইলিশই করেনি, বরং দীর্ঘ যাত্রায় আরও আরামদায়ক করেছে।

আরও পড়ুন- ২৬ অগাস্ট বাজারে তোলপাড়! নয়া স্মার্টফোনে বিরাট চমক Vivo-র

Hero Glamour X 125-এ ব্যবহার করা হয়েছে একই ইঞ্জিন, যা Xtreme 125R-এও দেখা যায়। এতে রয়েছে ইঞ্জিন: 124.7cc, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুল্ড, পাওয়ার: 11.5hp, টর্ক: 10.5Nm, গিয়ারবক্স: ৫-স্পিড, এই ইঞ্জিন মসৃণ পারফরম্যান্স ও ভালো মাইলেজ দেবে, যা প্রতিদিনের রাইডারদের জন্য আদর্শ। Hero নতুন Glamour X 125 মোট ৫টি রঙে লঞ্চ করেছে। Drum ভেরিয়েন্টে রং গুলো হল- Matte Magnetic Silver, Candy Blazing Red। আর, Disc ভেরিয়েন্টে রং গুলো হল- Metallic Nexus Blue, Black Teal Blue, Black Pearl Red। এই রং গুলো তরুণ প্রজন্মকে আরও আকর্ষিত করবে।

আরও পড়ুন- দু'দিনের মধ্যে দুটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করে দিল Jio, জেনে নিন এখন আপনার কাছে কী কী বিকল্প আছে?

ভারতে 125cc সেগমেন্টে এই বাইক প্রতিদ্বন্দ্বিতা করবে Honda Shine 125, Bajaj Pulsar NS125 এবং TVS Raider 125-এর মত বাইকের সঙ্গে। তবে Cruise Control, Ride-by-Wire ও তিনটি রাইডিং মোডের কারণে Hero Glamour X 125 অন্যদের থেকে অনেকটাই আলাদা হয়ে উঠেছে। Hero Glamour X 125 (2025) হল এমন একটি মোটরসাইকেল যেখানে স্টাইল, টেকনোলজি এবং সাশ্রয়ী মূল্য— তিনটি বিষয় একসঙ্গে মিলেছে। দৈনন্দিন যাত্রার পাশাপাশি দীর্ঘ ভ্রমণেও এটি সমানভাবে কার্যকর। বিশেষ করে Cruise Control ফিচারটি এই বাইকটিকে তার সেগমেন্টে গেম-চেঞ্জার করে তুলেছে।

new Motorbike