Adventure Bikes in India 2025: অ্যাডভেঞ্চার ভালোবাসেন? এই স্পোর্টস বাইকগুলি হোক ভ্রমণে আপনার সেরা পার্টনার

Adventure Bikes in India 2025: ২০২৫ সালে ভারতে আসছে KTM 390 Adventure, Apache RTX 300, BMW F 450 GS সহ সেরা অ্যাডভেঞ্চার বাইক। থাকছে দারুণ চমক।

Adventure Bikes in India 2025: ২০২৫ সালে ভারতে আসছে KTM 390 Adventure, Apache RTX 300, BMW F 450 GS সহ সেরা অ্যাডভেঞ্চার বাইক। থাকছে দারুণ চমক।

author-image
IE Bangla Tech Desk
New Update
Adventure Bikes in India 2025

Adventure Bikes in India 2025: বাজারে নতুন বাইক।

Adventure Bikes in India 2025: যাঁরা পাহাড়ি রাস্তায়, অফ-রোড ট্র্যাক বা দীর্ঘ হাইওয়েতে বাইক চালিয়ে রোমাঞ্চ অনুভব করতে ভালোবাসেন, তাঁদের জন্য ২০২৫ সালটি হতে চলেছে একটি বিশেষ বছর। কারণ এই বছর ভারতে লঞ্চ হচ্ছে একাধিক নতুন অ্যাডভেঞ্চার বাইক, যেগুলি পারফরম্যান্স, ফিচার এবং স্টাইলের এক অসাধারণ সমন্বয়।

Advertisment

KTM 390 Adventure সিরিজ (2025)

KTM তাদের জনপ্রিয় 390 সিরিজে আনছে তিনটি নতুন মডেল 390 Adventure (স্ট্যান্ডার্ড), 390 Adventure X (অফ-রোড ফোকাসড), 390 Adventure R (হাই-স্পেক মডেল)। এই বাইকগুলিতে থাকবে উন্নত সাসপেনশন, ২১” সামনের এবং ১৭” পিছনের চাকা, ‘Street’, ‘Rain’, ও ‘Off-Road’ মোড, কর্নারিং ABS, ক্রুজ কন্ট্রোল, ফুল কালার TFT ডিসপ্লে ও ব্লুটুথ কানেক্টিভিটি

Advertisment

আরও পড়ুন- আজ হিরোশিমা দিবস, ভয়ংকর ঐতিহাসিক ঘটনায় জড়িত এই কথাগুলো জানতেন?

TVS Apache RTX 300

TVS অ্যাডভেঞ্চার সেগমেন্টে প্রবেশ করতে চলেছে Apache RTX 300 দিয়ে। এই নতুন বাইকে থাকতে পারে ৩০০ সিসি ইঞ্জিন, আনুমানিক ৩৫ পিএস, ১৯” সামনের চাকা, ট্র্যাকশন কন্ট্রোল, রাইডিং মোড, TFT ডিসপ্লে ও ক্রুজ কন্ট্রোল। মূল টার্গেট- মিড-রেঞ্জ অ্যাডভেঞ্চার সেগমেন্টে ভ্যালু-ফর-মানি।

আরও পড়ুন- বর্ষার দুপুরে খান গরম গরম ডিম ভুনা খিচুড়ি! ঘরে বসেই বানান সুস্বাদু স্পেশাল খাবার

 CFMoto 450MT

CFMoto ফেরার প্রস্তুতিতে রয়েছে। 450MT-তে থাকবে ৪৫০ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন, মডার্ন ডিজাইন, ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আরামদায়ক রাইডিং পজিশন। এর প্রতিদ্বন্দ্বী হবে Himalayan 450 ও KTM 390 Adventure।

আরও পড়ুন- রাখী বন্ধনে নিজের হাতে বানান নারকেলের লাড্ডু, মিষ্টিমুখ করান ভাইকে!

 BMW F 450 GS

BMW আনতে পারে তাদের প্রথম মিড-রেঞ্জ ADV বাইক। যাতে থাকবে টুইন-সিলিন্ডার ইঞ্জিন, ৪৮ পিএস শক্তি, স্পোকড হুইল, অফ-রোড ফিচার, টেক-লোডেড রাইডিং এক্সপেরিয়েন্স। এই বাইকটি এন্ট্রি-লেভেল প্রিমিয়াম সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন- চুল পাকা ও পড়া আটকাতে ব্যবহার করুন এই হেয়ার সিরাম, বানান বাড়িতেই!

Royal Enfield Scram 440

Himalayan 450-এর রোড-বেসড সংস্করণ হতে চলেছে Scram 440। এতে থাকবে ৪৪৩ সিসি ইঞ্জিন, রিল্যাক্সড রাইডিং স্টাইল, ক্লাসিক RE ফিল।

Hero XPulse 421

XPulse 200-এর পরবর্তী জেনারেশন XPulse 421-এ থাকবে ৪২১ সিসি ইঞ্জিন, নতুন ফ্রেম ও উন্নত সাসপেনশন, আপগ্রেডেড ডিজাইন ও টেক

২০২৫ সাল হতে চলেছে অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য একটি ‘গেম চেঞ্জার’। পারফরম্যান্স, আরাম, টেকনোলজি এবং রেঞ্জ—সব দিক দিয়েই ২০২৫-এর লঞ্চগুলো নতুন মাত্রা আনবে। আপনি যদি একটি অ্যাডভেঞ্চার বাইক কিনতে চান, তাহলে এই বছর বাজারে আসা এই বাইকগুলো ভালোভাবে যাচাই করে নিতে পারেন।

India 2025 Bikes Adventure