iPhone 17 launch: সামনে অ্যাপলের নতুন আইফোন লঞ্চের দিনক্ষণ, ক্যামেরার থেকে দাম-ফিচার্স-কী কী বড় চমক?

iPhone 17 launch: অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ ২০২৫ সালের সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে। আইফোন ১৭ এয়ার সহ থাকছে পাতলা ডিজাইন, ৪৮MP ক্যামেরা, নতুন ফিচার্স ও আকর্ষণীয় দাম।

iPhone 17 launch: অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ ২০২৫ সালের সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে। আইফোন ১৭ এয়ার সহ থাকছে পাতলা ডিজাইন, ৪৮MP ক্যামেরা, নতুন ফিচার্স ও আকর্ষণীয় দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
iPhone 17 launch: শীঘ্রই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন।

iPhone 17 launch: শীঘ্রই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন। (ছবি- প্রতীকী)

Apple iPhone 17 launch: অ্যাপল ফের বাজার কাঁপাতে তৈরি। ২০২৫ সালের সেপ্টেম্বরে কুপারটিনো-ভিত্তিক টেক জায়ান্ট তাদের নতুন আইফোন ১৭ সিরিজ লঞ্চ করতে চলেছে। প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরেই নতুন আইফোন সিরিজ আসছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। এবার বড় চমক হতে চলেছে নতুন আইফোন ১৭ এয়ার— একটি পাতলা, হালকা ও ট্রেন্ডি ডিজাইনের স্মার্টফোন।

Advertisment

আইফোন ১৭ সিরিজের সম্ভাব্য মডেল

শোনা যাচ্ছে, অ্যাপল এবার মোট চারটি নতুন মডেল লঞ্চ করবে: iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max, iPhone 17 Air (নতুন)। iPhone 17 Air মডেলটি হবে আল্ট্রা-স্লিম এবং লাইটওয়েট, বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যারা কমপ্যাক্ট ও মসৃণ ফোন পছন্দ করেন, তাঁদের জন্য।

আরও পড়ুন- ১১ হাজারে ক্যানসারের চিকিৎসা? চমকে উঠল বিশ্ব, দাবিটা ঠিক কি?

Advertisment

ক্যামেরা ফিচার্সে বড় আপগ্রেড

iPhone 17 বেস মডেলে থাকবে আপগ্রেডেড ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ফলে সেলফি ও ভিডিও কলিং হবে আগের চেয়ে আরও শার্প ও পরিষ্কার। পিছনে থাকবে iPhone 16-এর মতো ডুয়াল ক্যামেরা—৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। অন্যদিকে, আইফোন ১৭ এয়ার-এর ফোকাস থাকবে মিনিমাল ডিজাইনের সঙ্গে একটি মাত্র ৪৮MP ফিউশন রিয়ার ক্যামেরায়। টেলিফটো লেন্স না থাকলেও ছবির কোয়ালিটি নিয়ে কোনও আপস হবে না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- ৯০ হাজারের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন! বাজারে এবার সুনামি তুলল Nothing Phone, ফিচার-ডিজাইনে চোখ কপালে উঠবে

লঞ্চের সম্ভাব্য তারিখ

অ্যাপলের বার্ষিক সেপ্টেম্বর কী নোট ইভেন্টেই এই নতুন আইফোন ১৭ সিরিজ লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে, আগের ট্রেন্ড বলছে এটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বাজারে আসবে।

আরও পড়ুন- বাজেট ফ্রেন্ডলি সেরা 5G স্মার্টফোন! ১৫ হাজারেই বাজারে সুনামি তুলেছে কোন কোন মডেল?

সম্ভাব্য দাম 

বর্তমানে বাজারে থাকা বাণিজ্য নীতির উপর ভিত্তি করে, দামের কিছু তারতম্য দেখা যেতে পারে। ভারতে iPhone 17 এর দাম শুরু হতে পারে ৮৯,৯০০ টাকা থেকে। আর, iPhone 17 Pro Max এর দাম শুরু হতে পারে ১,৬৪,৯০০ টাকা থেকে। 

আরও পড়ুন- চোখ দেখে মিথ্যা ধরুন, বুঝুন বিজ্ঞানের অজানা ভাষা

অতিরিক্ত ফিচার্স

থাকছে নতুন বাঁকা ফ্রেমের ডিজাইন, উন্নত গ্রিপ ও ফিনিশিং, iOS 19 ও এ-সিরিজ চিপ, উন্নত ব্যাটারি পারফরম্যান্স, স্যাটেলাইট কানেক্টিভিটি আপগ্রেড

launch iphone apple