M4 MacBook Air Price Drop: MacBook Air-এ অফারের বন্যা, কত ছাড় মিলছে Apple-এর প্রিমিয়াম ল্যাপটপে?

M4 MacBook Air Price Drop:বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া অ্যাপলের নতুন M4 MacBook Air মডেলে আপনি পেয়ে যান ১৭,০০০ টাকার বিরাট ছাড়।

M4 MacBook Air Price Drop:বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া অ্যাপলের নতুন M4 MacBook Air মডেলে আপনি পেয়ে যান ১৭,০০০ টাকার বিরাট ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
M4 MacBook Air দাম, MacBook Air ছাড় ২০২৫, Apple laptop SBI offer, MacBook under ₹85000, বিজয় সেলস ল্যাপটপ অফার, M4 চিপ ম্যাকবুক রিভিউ বাংলা

অ্যাপলের M4 MacBook Air-এ পান ১৭,০০০ টাকার ছাড়, বিরাট অফারে তোলপাড় বাজার

M4 MacBook Air Price Drop: অ্যাপলের M4 MacBook Air-এ পান ১৭,০০০ টাকার ছাড়, বিরাট অফারে তোলপাড় বাজার

Advertisment

আপনি কি অনেকদিন ধরেই একটি নতুন ও পাওয়ারফুল ল্যাপটপ কেনার কথা ভাবছেন? তাহলে এটাইসেরা সময়। বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া অ্যাপলের নতুন M4 MacBook Air মডেলে আপনি পেয়ে যান ১৭,০০০ টাকার বিরাট ছাড়। এই অফার চালু রয়েছে বিজয় সেলস-এ, যেখানে সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি থাকছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং ইএমআই সুবিধা।

ল্যাপটপ কিনবেন? সেরা প্রিমিয়াম মডেলে পান ৪৩% পর্যন্ত ছাড়!

Advertisment

কত ছাড় মিলছে এই ল্যাপটপে?

অ্যাপলের এই নতুন ১৩ ইঞ্চির MacBook Air (M4 চিপ সহ) মার্চ ২০২৫-এ লঞ্চ হয়েছিল ৯৯,৯০০ টাকায়। বর্তমানে বিজয় সেলস–এ M4 MacBook Air বিক্রি হচ্ছে মাত্র ৯২,৯০০ টাকায়— পেয়ে যান সরাসরি ৭,০০০ ছাড়।

তবে এখানেই শেষ নয়! যদি আপনি SBI বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে মিলবে অতিরিক্ত ১০,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ফলে দাম কমে দাঁড়াচ্ছে মাত্র ৮২,৯০০টাকা । এছাড়াও প্রতি মাসে মাত্র ₹৩,৮৩২ টাকা ইএমআইতেও আপনি কিনতে পারবেন ল্যাপটপটি।

এয়ারটেলের আনলিমিটেড প্রিপেড প্ল্যান, রিচার্জ ছাড়াই সুবিধার লিস্ট শুনলে চোখ কপালে উঠবে!

কী থাকছে M4 MacBook Air–এ?

  • ডিসপ্লে: ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চির Liquid Retina Display, ৫০০ নিট উজ্জ্বলতা
  • প্রসেসর: Apple-এর নতুন M4 চিপসেট
  • ডিজাইন: অ্যালুমিনিয়াম ইউনিবডি বডি
  • ব্যাটারি: একবার চার্জে প্রায় ১৮ ঘণ্টা ব্যাকআপ
  • ক্যামেরা: ১২MP Center Stage-সাপোর্টেড ভিডিও কলিং ক্যামেরা
  • পোর্ট: ২টি Thunderbolt port
  • Siri আপডেট: ভয়েস ও টেক্সট কমান্ডে স্মার্ট সুইচিং, ChatGPT ইন্টিগ্রেশন সহ
  • পারফরম্যান্স: মাল্টিটাস্কিং, ভিডিও রেন্ডারিং, ফটো এডিটিং ও হালকা গেমিংয়ের জন্য আদর্শ

এই ল্যাপটপটি বিশেষভাবে উপযোগী:

  • পড়ুয়াদের জন্য
  • পেশাদার ফ্রিল্যান্সার ও ডিজাইনারদের জন্য
  • কনটেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটরদের জন্য
  • যারা হালকা ও টেকসই ল্যাপটপ চান

মহাকাশ খাতে বিরাট দাপট ভারতের! ইতিহাস ছুঁয়ে আরও এক মাইলফলক অর্জনের পথে দেশ

apple MacBook Air M4