Airtel Recharge Plan Benefits: টেলিকম ব্যবহারকারীদের হামেশাই অভিযোগ থাকে, প্রতিমাসে ফোন বারবার রিচার্জ করতে হয়। অনেকেই এতে বিরক্ত। সেই বিষয়টি মাথায় রেখেই Airtel বাজারে এনেছে তাদের নতুন 'Truly Unlimited' দীর্ঘমেয়াদি প্রিপেইড রিচার্জ প্ল্যান। নতুন এই ৯২৯ টাকার প্ল্যানে এমন সব সুবিধা আছে, যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। এই সব সুবিধাগুলোর একটি হল- একবার রিচার্জ করলেই পুরো ৯০ দিন আর কিছু ভাবতেই হবে না। চলুন এই নতুন Airtel রিচার্জ প্ল্যানে আপনি কী কী সুবিধা পাচ্ছেন, সেই ব্যাপারে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন- মাত্র ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন চাই? দেখে নিন এই ৫টি মডেল
প্ল্যানের বৈধতা ও মূল সুবিধা
আরও পড়ুন- জিওর তিন মাসের এই প্ল্যানে সবকিছুই ফ্রি! তিন মাসে আপনি 'রাজা'
এই প্ল্যানের দাম রাখা হয়েছে ৯২৯ টাকা। এতেই পুরো ৯০ দিনের রিচার্জ হয়ে যাবে। অর্থাৎ, প্রায় তিন মাস আপনি বিনা রিচার্জেই ফোন ব্যবহার করতে পারবেন। প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড 4G/5G ডেটা পাবেন। লোকাল, এসটিডি এবং ন্যাশনাল রোমিং-সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। প্রতিদিন ১০০টি ফ্রি SMS-এর সুবিধা পাবেন। এই প্ল্যান বিশেষভাবে তাঁদের জন্য উপযুক্ত, যাঁরা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন এবং প্রায়শই ফোনে কথা বলেন।
আরও পড়ুন- সরষের তেলের এই ৯ বৈজ্ঞানিক উপকারিতা, শুনলে চমকে উঠবেন!
এখানেই শেষ নয়। Airtel তাদের গ্রাহকদের জন্য এই প্ল্যানে বেশ কিছু এক্সক্লুসিভ অ্যাপের সুবিধাও দিচ্ছে। যার মধ্যে রয়েছে 'Wynk Music Premium'। এতে বিজ্ঞাপন ছাড়াই আপনি গান শুনতে পারবেন। অফলাইনেও একই সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও পাবেন HelloTunes। যেখানে আপনি নিজের পছন্দের গান কলার রিংটোন হিসেবে সেট করতে পারবেন। এছাড়াও পাবেন Airtel Xstream সুবিধা। যেখানে সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ টিভি-সহ একাধিক কনটেন্ট স্ট্রিমিংয়ের সুবিধা মিলবে। এছাড়াও পাবেন Apollo 24/7 Circle Membership। যার মধ্যে রয়েছে হেলথ চেক-আপ, টেলিমেডিসিন, ডিসকাউন্টেড ল্যাব টেস্ট ও মেডিসিনের সুবিধা। এই অ্যাড-অন ফিচারগুলোর জন্য সাধারণত আলাদা সাবস্ক্রিপশনের দরকার হয়। কিন্তু এই প্ল্যানে আপনি একসঙ্গে সব পাচ্ছেন একদম বিনামূল্যে।
আরও পড়ুন- সারা বছরের রিচার্জ একসঙ্গে! বিরাট প্ল্যান ভোডাফোন আইডিয়ার
এখন Airtel গ্রাহকদের জন্য Truly Unlimited মানে শুধু কল বা ডেটা নয়, বরং বিনোদন থেকে স্বাস্থ্য— সবকিছুরই একটি কমপ্লিট প্যাকেজ। যেখানে Airtel Thanks অ্যাপ, Airtel ওয়েবসাইট, Paytm, Google Pay-সহ সব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই রিচার্জ করা যাবে।