/indian-express-bangla/media/media_files/2025/09/16/apple-laptops-2025-09-16-18-56-22.jpg)
Apple Laptops: অ্যাপল ল্যাপটপে মিলছে বিরাট ডিসকাউন্ট।
Apple MacBook Air M4 Laptops: Apple-এর ডিভাইস মানেই প্রিমিয়াম। কিন্তু Flipkart Big Billion Days এবং Amazon Great Indian Festival সেল শুরুর আগেই এমন কিছু অফার এনেছে যা টেকপ্রেমীদের মুখে হাসি ফুটিয়ে তুলছে। বিশেষ করে যাঁরা MacBook Air M4 বা Mac Mini M4 কেনার কথা ভাবছিলেন, তাঁদের জন্য এই মুহূর্তে দারুণ সুযোগ।
অ্যাপলের ল্যাপটপ
বর্তমানে Amazon-এ MacBook Air M4 (16GB RAM, 256GB Storage) পাওয়া যাচ্ছে ৮৩,৯৯০ টাকায়। এর আসল দাম ছিল প্রায় ৯৯,৯০০ টাকা। তবে যদি Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়, তাহলে পাওয়া যাবে ৪,২০০ টাকা ক্যাশব্যাক। এতে করে দাম কম হবে ৭৯,৭৯০ টাকা। মানে, আপনি ৮০,০০০ টাকার টাকার নীচেই কিনতে পারবেন নতুন MacBook Air M4। এই ল্যাপটপটি Apple M4 চিপের কারণে পারফরম্যান্সে দুর্দান্ত এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রফেশনালদের জন্য সমানভাবে উপযোগী।
আরও পড়ুন- পুজোর মুখেই বাম্পার অফার! অবিশ্বাস্য কমে কিনুন স্মার্ট টিভি, বাড়িতেই পান সিনেমা হলের অনুভূতি
শুধু ল্যাপটপ নয়, ডেস্কটপ লাইনআপেও দুর্দান্ত অফার চলছে। Apple Mac Mini M4 (16GB RAM, 256GB Storage) এখন Amazon-এ ৫১,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু কার্ড অফারের মাধ্যমে এর দাম নেমে আসবে ৪৮,৪৯০ টাকায়। এই প্রাইসে Mac Mini-র মতো শক্তিশালী ডেস্কটপ পাওয়া কার্যত অসম্ভব। ভিডিও এডিটিং, কোডিং, 4K মাল্টি-লেয়ার প্রজেক্ট—সব কিছুই সহজে সামলাতে পারে এই ছোট্ট মেশিন। তবে আলাদা করে কিবোর্ড, মাউস এবং মনিটর কিনতে হবে।
আরও পড়ুন- ভিডিওতে 100k ভিউ! জানেন কত টাকা কামাবেন? সরকারি চাকরিও ফেল
আগামী সপ্তাহেই শুরু হচ্ছে Flipkart Big Billion Days Sale এবং Amazon Great Indian Festival Sale। ইতিমধ্যেই জানা গেছে, iPhone 16 পাওয়া যাবে ৫২,০০০ টাকায় এবং iPhone 16 Pro পাওয়া যাবে ৭০ হাজার টাকায়। এর পাশাপাশি অন্যান্য Apple প্রোডাক্ট যেমন iPad, AirPods এবং Watch-এও থাকবে বিশেষ ডিসকাউন্ট। তবে বড় সেলের আগেই Amazon ও Flipkart প্রি-ডিল চালু করেছে। আর সেখানেই নজর কাড়ছে MacBook Air M4 ও Mac Mini M4-এর অফার।
আরও পড়ুন- বিরল সূর্যগ্রহণের মুখোমুখি বিশ্ব! কবে, কখন কোথা থেকে দেখবেন?
MacBook Air M4 ৮০ হাজার টাকার এর নিচে এবং Mac Mini M4 ৫০ হাজার টাকার নীচে নামছে। উভয় ডিভাইসেই আছে Apple M4 চিপসেট, যা 10-core CPU ও 10-core GPU সমৃদ্ধ। ভিডিও এডিটিং, ডিজাইনিং, কোডিং সব কিছুই বেশ ভালো। iPhone, iPad, AirPods সবকিছুর সঙ্গেই চলতে পারে। যেসব ছাত্রছাত্রী হালকা-ভারী কাজের জন্য একটি লাইটওয়েট এবং ভালো মানের ল্যাপটপ চান, তাঁদের জন্য MacBook Air M4 উপযুক্ত।
আরও পড়ুন- বিশ্ব ওজোন দিবস! এর তাৎপর্য জানলে পালন করবেন আপনিও
আর যাঁরা হোম অফিস বা ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য ডেস্কটপ চান, তাঁদের জন্য Mac Mini M4 হতে পারে সেরা চয়েস। Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival-এর মত বড় সেল শুরুর আগে এমন দুর্দান্ত অফার সচরাচর আসে না। তাই যদি আপনি দীর্ঘদিন ধরে Apple MacBook Air M4 বা Mac Mini M4 কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এখনই সঠিক সময়।