Solar Eclipse 2025: বিরল সূর্যগ্রহণের মুখোমুখি বিশ্ব! কবে, কখন কোথা থেকে দেখবেন?

Solar Eclipse 2025: এক বিরল সূর্যগ্রহণের মুখোমুখি হতে চলেছে বিশ্ব। কবে, কোথা থেকে দেখা যাবে গ্রহণ? ভারতে কি দৃশ্যমান হবে? জ্যোতিষশাস্ত্র মতে এর কী প্রভাব পড়তে চলেছে জানেন?

Solar Eclipse 2025: এক বিরল সূর্যগ্রহণের মুখোমুখি হতে চলেছে বিশ্ব। কবে, কোথা থেকে দেখা যাবে গ্রহণ? ভারতে কি দৃশ্যমান হবে? জ্যোতিষশাস্ত্র মতে এর কী প্রভাব পড়তে চলেছে জানেন?

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Eclipse 2025

Eclipse 2025: ফের গ্রহণ দেখবে বিশ্ব।

Solar Eclipse 2025: মাত্র কয়েকদিন আগেই চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ব। এবার পালা সূর্যগ্রহণের। এখন বিরল এই দৃশ্য দেখার অপেক্ষায় বিশ্ববাসী। একথা জানার পর অনেকেই প্রশ্ন করছেন, ভারত থেকে কি সূর্যগ্রহণ দেখা যাবে? জ্যোতিষমতে এদেশে এর কী প্রভাব পড়তে চলেছে?

Advertisment

২০২৫ সালের সেপ্টেম্বর মাসকে জ্যোতির্বিজ্ঞানীরা বিশেষ মর্যাদা দিচ্ছেন। কারণ, মাত্র ১৫ দিনের ব্যবধানে আকাশ সাক্ষী হয়েছে বিরল মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণের। এবার সাক্ষী হতে চলেছে সূর্যগ্রহণের। ৭ সেপ্টেম্বর, সারা বিশ্বে দেখা গিয়েছিল এক অপূর্ব চন্দ্রগ্রহণ, যাকে অনেকেই 'রক্তচন্দ্র' বলছেন। চাঁদ আকাশে লালচে রঙে রাঙা হয়ে উঠেছিল, যা লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ করেছিল। আর এর ঠিক ১৫ দিন পরে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ।

আরও পড়ুন- পিরিয়ডসের ব্যথায় কাতর? কমাতে মানুন এই ৮ ঘরোয়া প্রতিকার

কবে হবে সূর্যগ্রহণ?

২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ ঘটবে ২১ সেপ্টেম্বর। এটি একটি আংশিক সূর্যগ্রহণ (Partial Solar Eclipse)। অর্থাৎ চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে ফেলবে। ফলে সূর্যকে আকাশে অর্ধচন্দ্রাকার বা বাঁকানো রূপে দেখা যাবে। এই সূর্যগ্রহণটি আবারও বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এটি সেপ্টেম্বর বিষুবকাল (Equinox) এর একদিন আগে ঘটছে। সেপ্টেম্বর ২২ তারিখে উত্তর গোলার্ধে শরতের আনুষ্ঠানিক সূচনা হয়। সেই সময় দিন-রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। তাই এই গ্রহণকে বলা হয়, 'বিষুবগ্রহণ'। 

Advertisment

আরও পড়ুন-  ঘরেই দুর্দান্ত রান্না, সহজেই বানিয়ে ফেলুন হায়দরাবাদি গ্রিন চিকেন!

কোন কোন দেশে সূর্যগ্রহণ দেখা যাবে?

নিউজিল্যান্ড, পূর্ব অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে এই দৃশ্য দেখা যাবে। নিউজিল্যান্ডের ডুনেডিন শহরে সূর্যের প্রায় ৭২% পর্যন্ত ঢাকা পড়বে। অ্যান্টার্কটিকার দর্শকদের জন্যও এটি হবে এক অভূতপূর্ব দৃশ্য, কারণ সেখানে তুলনামূলক বিস্তৃত কভারেজ দেখা যাবে। দুঃখজনক হলেও ভারত এবং উত্তর গোলার্ধের অধিকাংশ দেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এমনকী আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকেও দেখা যাবে না এই দৃশ্য। তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ভারতীয়রা সরাসরি না দেখতে পেলেও, এটি জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আরও পড়ুন- দুর্গাষ্টমীর সন্ধি পূজা, এর আচার-ভোগে থাকে বিশেষত্ব, মেলে বিরাট সুফল

সূর্যগ্রহণ শুরু হবে সন্ধ্যা ১৯:৪৩ থেকে। কিছুক্ষণ পরেই তা সর্বোচ্চ স্তরে পৌঁছবে। এই গ্রহণ সামান্য সময়ের ব্যবধানে শেষ হয়ে যাবে। স্থানীয় সময় অনুযায়ী এর পার্থক্য থাকবে। জ্যোতিষশাস্ত্রের মতে এই সূর্যগ্রহণ ঘটবে যখন সূর্য ও বুধ কন্যা রাশিতে (Virgo) অবস্থান করবে। এর ফলে একটি বিশেষ যোগ তৈরি হবে, যাকে জ্যোতিষীরা বলছেন 'বুধাদিত্য রাজযোগ'। এটি জ্ঞান, বুদ্ধিমত্তা এবং স্পষ্ট চিন্তাভাবনার প্রতীক। যাঁরা কন্যা রাশি বা উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাঁদের জন্য এটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষীরা বিশ্বাস করেন, এই সময় মানুষ নতুন সুযোগ, আত্মোন্নতি এবং পরীক্ষার মুখোমুখি হতে পারেন। তবে যেহেতু ভারতে গ্রহণ দৃশ্যমান হবে না, তাই এর কোনও সরাসরি জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব ভারতের ওপর পড়বে না।

আরও পড়ুন- দেউলটি স্টেশনের নাম হোক তাঁর নামে, ফের দাবি তুলল শরৎচন্দ্রের জন্মদিন

সূর্যগ্রহণ এক আশ্চর্যজনক দৃশ্য। যদিও ২০২৫ সালের ২১ সেপ্টেম্বরের সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, তবুও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকায় বসবাসকারী মানুষের জন্য এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে। এই বিরল মহাজাগতিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির বিশাল মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ। এমন মুহূর্ত আমাদের আকাশের দিকে তাকাতে শেখায় এবং মহাবিশ্বের সৌন্দর্য উপলব্ধি করতে অনুপ্রাণিত করে।

Solar eclipse 2025