/indian-express-bangla/media/media_files/2025/09/10/apple-watch-11-series-2025-09-10-14-24-46.jpg)
Apple Watch 11 Series: বাজারে অ্যাপল ওয়াচ ২০২৫।
Apple Watch 11 Series: অ্যাপল তার বহুল প্রতীক্ষিত ইভেন্টে নতুন প্রজন্মের স্মার্টওয়াচ Apple Watch Series 11 লঞ্চ করেছে। আইফোন ১৭ সিরিজের পাশাপাশি ঘোষিত এই ডিভাইস ইতিমধ্যেই এর বিশেষ স্বাস্থ্য ফিচারের কারণে আলোচনায় উঠে এসেছে। ভারতে এই নতুন স্মার্টওয়াচের দাম শুরু হচ্ছে ৪৬,৯০০ টাকা থেকে (অ্যালুমিনিয়াম মডেল) এবং টাইটানিয়াম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা। আজ থেকেই প্রি-অর্ডার শুরু হবে এবং ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে শিপিং।
Apple Watch Series 11 এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা অ্যাপল ওয়াচ। এতে রয়েছে ৪২ মিমি কেসিং, যা পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম বা পালিশ করা টাইটানিয়াম দিয়ে তৈরি। ডিসপ্লেটি আয়ন-এক্স গ্লাস দিয়ে সুরক্ষিত এবং এর ওপরে সিরামিক কোটিং রয়েছে, ফলে এটি আরও স্ক্র্যাচ-প্রতিরোধী। স্মার্টওয়াচটির 5G সেলুলার সংযোগ আছে। নতুন মডেম ও উন্নত অ্যান্টেনা ব্যবহারের ফলে ব্যাটারির আয়ুতে প্রভাব না ফেলেই আরও উন্নত নেটওয়ার্ক কভারেজ পাওয়া যাবে। অর্থাৎ, আইফোন ছাড়াও সরাসরি কল ও মেসেজ করা সম্ভব হবে।
আরও পড়ুন- Apple এর এখন পর্যন্ত সবচেয়ে পাতলা iPhone, পান আরও মসৃণ অভিজ্ঞতা, ডিজাইন নজর কাড়বে
স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের জন্য গেম-চেঞ্জার
Apple Watch Series 11 মূলত স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের জন্য গেম-চেঞ্জার হতে পারে। উন্নত অপটিক্যাল হার্ট সেন্সর ও নতুন অ্যালগরিদম ব্যবহার করে ঘড়িটি ৩০ দিনের সংগৃহীত ডেটা বিশ্লেষণ করে উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক করবে। ঘুমের সময়কাল ও গুণমান বিশ্লেষণ করে একটি স্লিপ স্কোর দেবে। এর ফলে ব্যবহারকারীরা তাদের বিশ্রামের মান আরও ভালোভাবে ট্র্যাক করতে পারবেন। ব্যায়ামের সময়কার কর্মক্ষমতা, ক্যালোরি খরচ, হার্টবিট সবই সঠিকভাবে এতে রেকর্ড করা যাবে।
স্মার্টওয়াচটি watchOS 26–এ চলে। এর নতুন ফিচারগুলির মধ্যে রয়েছে রিস্ট-ফ্লিক নেভিগেশন, উন্নত স্মার্ট স্ট্যাক, ওয়ার্কআউট বাডি অ্যাসিস্ট্যান্ট, লাইভ ট্রান্সলেশন সাপোর্ট। এছাড়া ব্যবহারকারীরা নোটিফিকেশন কাস্টমাইজ করতে পারবেন। কল রিসিভ বা ডিসমিস করতে পারবেন এবং অ্যাপল হেলথ ইকোসিস্টেমের সাথে সিংক করতেও পারবেন।
আরও পড়ুন- GST কমার ফলে ভারতের বাজারে কতটা সস্তা হবে iPhone ১৭ সিরিজ? জানলে চমকে যাবেন
অ্যাপল দাবি করেছে যে Series 11 সর্বোচ্চ ২৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। যদিও ব্যাটারি লাইফ গড়পড়তা, তবুও 5G কানেক্টিভিটি ও হেলথ ফিচারের সঙ্গে ব্যালেন্সড পারফরম্যান্স দেওয়ার দিকেই বেশি ফোকাস করেছে এই কোম্পানি।
আরও পড়ুন- মৃত্যুশয্যাতেও ছিলেন আপসহীন! বাঘা যতীন মুগ্ধ করেছিলেন চার্লস টেগার্টকেও
Apple Watch Series 11 নিঃসন্দেহে প্রিমিয়াম ইউজারদের জন্য তৈরি। বিশেষ করে যাঁরা স্বাস্থ্যের দিকে নজর রাখতে চান, তাঁদের জন্য হাইপারটেনশন নোটিফিকেশন ও স্লিপ স্কোর বড় আকর্ষণ হতে চলেছে। যদিও দাম কিছুটা বেশি, তবে অ্যাপলের নকশা, স্বাস্থ্য ফিচার এবং কানেক্টিভিটি একসঙ্গে এটিকে বাজারে আলাদা জায়গায় নিয়ে গিয়েছে।