Bagha Jatin: মৃত্যুশয্যাতেও ছিলেন আপসহীন! বাঘা যতীনের বীরত্বে মুগ্ধ হয়েছিলেন চার্লস টেগার্টও

Bagha Jatin: বাঘের সঙ্গে খালি হাতে লড়াই করা বিপ্লবী বাঘা যতীন মৃত্যুশয্যাতেও ছিলেন আপসহীন। ব্রিটিশ অফিসার টেগার্টের দেওয়া জল প্রত্যাখ্যান করেছিলেন তিনি। পড়ুন তাঁর বীরত্বগাথা।

Bagha Jatin: বাঘের সঙ্গে খালি হাতে লড়াই করা বিপ্লবী বাঘা যতীন মৃত্যুশয্যাতেও ছিলেন আপসহীন। ব্রিটিশ অফিসার টেগার্টের দেওয়া জল প্রত্যাখ্যান করেছিলেন তিনি। পড়ুন তাঁর বীরত্বগাথা।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Bagha Jatin

Bagha Jatin and Charles Tegart: বাঘা যতীন ও চার্লস টেগার্ট।

Freedom Struggle of India: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিছু নাম আজও কিংবদন্তি হয়ে আছে। তাঁদের মধ্যে অন্যতম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাঁকে সারা ভারত চেনে বাঘা যতীন নামে। শৈশব থেকেই নির্ভীক, সাহসী এবং প্রতিজ্ঞাবদ্ধ এই যুবকের জীবন কাহিনি এক অনন্য অধ্যায়।

Advertisment

কৈশোর বয়সেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন যতীন্দ্রনাথ। মাত্র একটি ছোট ছোরা হাতে তিনি লড়াই করেছিলেন এক বাঘের সঙ্গে। প্রায় খালি হাতে সেই বাঘকে পরাস্ত করেছিলেন তিনি। এরপর থেকেই তাঁর নামের সঙ্গে যুক্ত হয় 'বাঘা' উপাধি।

আরও পড়ুন- ঘরেই রেস্টুরেন্টের মত স্টাইল আর স্বাদ চান? এই কায়দায় বানান চিলি চিকেন!

Advertisment

দুর্দমনীয় মানসিকতা

শক্তিশালী দেহের মতই ছিল তাঁর ছিল দুর্দমনীয় মানসিকতা। সরকারি চাকরি নিশ্চিন্ত জীবনের প্রতিশ্রুতি দিলেও তিনি সেই পথ বেছে নেননি। বরং অরবিন্দ ঘোষ ও বারীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে যোগ দিয়েছিলেন যুগান্তর দলে। সশস্ত্র বিপ্লবই ছিল তাঁর লক্ষ্য।

আরও পডুন- আপনার বাড়ির কোথায় জলের ট্যাংক? ভুল জায়গায় বসালেই কিন্তু চরম সমস্যা!

সালটা ১৯১৫। বালেশ্বরের বুড়িবালামের তীরে অস্ত্র আনার পরিকল্পনা করেছিলেন পাঁচ বিপ্লবী। নেতৃত্বে ছিলেন বাঘা যতীন। তাঁদের লক্ষ্য ছিল বিদেশি জাহাজ থেকে অস্ত্র সংগ্রহ করে বিপ্লবকে আরও শক্তিশালী করা। কিন্তু, খবর পেয়ে ব্রিটিশ পুলিশ বিশাল বাহিনী তাঁদের ঘিরে ফেলে। অসংখ্য সেনার সামনে দাঁড়িয়ে একদল বিপ্লবী শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করেন। চিত্তপ্রিয় রায়চৌধুরী ঘটনাস্থলেই শহিদ হন। গুরুতর আহত হন বাঘা যতীন। তাঁকে বালেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- ট্রাম্পের নতুন ছক! নয়া আইনে গ্রিন কার্ডধারীরাও নির্বাসনের মুখে?

মৃত্যুর মুখোমুখি হয়েও ভেঙে পড়েননি তিনি। কথিত আছে, ব্রিটিশ অফিসার চার্লস টেগার্ট তাঁর তৃষ্ণা দেখে একগ্লাস জল এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি সেই জল গ্রহণ করতে অস্বীকার করেন। উত্তর দিয়েছিলেন, 'আমি যাঁর রক্ত দেখতে চেয়েছিলাম, তাঁর দেওয়া জলে আমার তেষ্টা মেটাতে চাই না।' এই উত্তর টেগার্টকেও স্তম্ভিত করেছিল। তিনি পরে স্বীকার করেছিলেন, 'He was the only Bengalee who died fighting from a trench. I had to do my duties, but I have a great admiration for him.'

আরও পড়ুন- জিএসটির নতুন হার নিয়ে সমস্যার আশঙ্কা খোদ CBIC প্রধানের?

বাঘের সঙ্গে লড়াই থেকে শুরু করে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ—বাঘা যতীনের জীবন সাহস, প্রতিজ্ঞা এবং আপসহীনতার প্রতীক। তাঁর মত বিপ্লবীরা না থাকলে স্বাধীনতার পথ আরও দীর্ঘ হত। আজও তিনি অসংখ্য তরুণের প্রেরণা। মৃত্যুর মুখোমুখি হয়েও সাহস হারাননি, আপস করেননি—এই শিক্ষাই প্রমাণ করে কেন ইতিহাস তাঁকে আলাদা ভাবে স্মরণ করে।

India Freedom Struggle