Advertisment

অত্যাধুনিক ফিচার সহ দুটি গেমিং ল্যাপটপ বাজারে আনল আসুস

ইনটেল এইঠথ জেনারেশন i9  TUF FX504 প্রসেসর ভার্সনে আসুসের প্রথম ল্যাপটপ  ROG G703'র বাজারমূল্য হবে ৪,৯৯,৯৯০ টাকা। অন্যদিকে আসুস গেমিং TUF FX504, ল্যাপটপটির বাজারমূল্য হল ৬৯,৯৯০ টাকা। 

author-image
IE Bangla Web Desk
New Update
asus-tuf-fx504-copy

দুটি গেমিং ল্যাপটপ লঞ্চ করতে চলেছে আসুস

মঙ্গলবার দুটো নতুন গেমিং ল্যাপটপ বাজারে আনল আসুস। ইনটেল এইঠথ জেনারেশন i9  TUF FX504 প্রসেসর ভার্সনে আসুসের প্রথম ল্যাপটপ  ROG G703'র বাজারমূল্য হবে ৪,৯৯,৯৯০ টাকা। অন্যদিকে আসুস গেমিং TUF FX504, ল্যাপটপটির বাজারমূল্য হল ৬৯,৯৯০ টাকা।

Advertisment

আসুস  TUF FX504 ল্যাপটপটিতে থাকবে ১৫ ইঞ্চির FHD IPS ডিসপ্লে সহ ১২০ রিফ্রেস রেট এবং ৩ এমএস(GTG) রেসপ্নস টাইম। ১৩০ শতাংশ sRGB রঙ সমেত ওয়াইড ভিউ অ্যাঙ্গেলের ডিসপ্লে যা গেম খেলার সময় এক অন্যরকম অনুভুতি দেবে বলে কোম্পানির দাবি। ল্যাপটপ টিতে থাকবে WASD কি সহ ব্যাকলিট কি বোর্ড। বিভিন্ন ধরণের ক্রেতাদের নজর কাড়তে দু ধরনের প্রসেসর ভার্সনে আনা হয়েছে ল্যাপটপটি। ইনটেল কোর অষ্টম জেনারেশন  i7-8750H প্রসেসর ছাড়াও এটি মিলবে   ইনটেল অষ্টম জেনারেশন i5-8300H প্রসেসর ভার্সনেও। এই দুই ভার্সনেই থাকছে মাইক্রোসফট  DirectX 12 সমেত  Nvidia GeForce GTX 1050 Ti গ্রাফিক্স কার্ড ও।

আরও পড়ুন :Asus ZenFone Max Pro M1 ফোনের ইউএসপি কি জানেন ?

সাধারণ ল্যাপটপে গেম খেলতে গেলে কিছুক্ষন পরেই দেখা যায় যে গরম হয়ে যাচ্ছে ল্যাপটপটি। আসুসের এই নতুন ল্যাপটপে সে সম্ভাবনা রোধ করতে থাকছে হাইপারকুল প্রযুক্তির এবং অ্যান্টি ডাস্ট কুলিং সিস্টেম। আসুসের দাবী এই দুটি সুবিধা থাকার কারণে অনেকক্ষন গেম খেললেও গরম হবে না ল্য়াপটপ। উইনডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপটিতে থাকবে ৮ জিবি DDR4 র‌্যাম ও ১টিবি FireCuda SSHD এবং ১২৮ জিবি PCIE SSD ।

asus-rog-g703-copy ল্যাপটপ টিতে থাকবে WASD কি সহ ব্যাকলিট কি বোর্ড।

অন্যদিকে আসুস গেমিং ROG G703 ল্যাপটপটিতে পাওয়া যাবে অ্যান্টি গ্লেয়ার কোটিং সমেত ১৭.৩ ইঞ্চির FHD IPS ডিসপ্লে। ১৪৪ হার্জ রিফ্রেস রেট এবং ৩ এম এস (GTG) রেসপন্স রেট রয়েছে ল্যাপটপটির ডিসপ্লেতে। ইনটেল hexacore i9-8950HK  ৪.৮ গিগাহার্টস ক্লক রেটের প্রসেসরের সঙ্গে থাকছে  NVIDIA G-SYNC ডিভাইস ও Nvidia GeForce GTX ১০৮০ গ্রাফিক্স ও। একইসঙ্গে থাকবে ৮ জিবি   GDDR5X V র‌্যাম।

আরও পড়ুন :এবার সেরা রিচার্জ প্ল্যান বাছতে আপনাকে সাহায্য করবে এই ওয়েবসাইটটি

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আসুস ROG G703 ল্যাপটপটিতে হাইপার ড্রাইভ এক্সট্রিম স্টোরেজ পাওয়া যাবে ।  তার সঙ্গে থাকবে  NVMe PCIe 3.0 x4 সলিড স্টেট ড্রাইভ। উইনডোজ অপারেটিং ১০ এ চলা ল্যাপটপটিতে থাকবে ৬৪ জিবি DDR4 র‌্যাম ২ টিবি Firecuda SSD ও ৩টে ৫১২ জিবি PCIE Gen3x4 SSDs। জুন মাসের প্রথম সপ্তাহে বাজারে এসে যাবে এই দুই গেমিং ল্যাপটপ।

ASUS
Advertisment