ATM Charges Hike: RBI-এর চূড়ান্ত অনুমোদন! বাড়তে চলেছে ATM 'উইথড্রয়াল চার্জ', টাকা তোলা এখন আরও ব্যয়বহুল

ATM Charges Hike: যাঁরা নিয়মিত এটিএম ব্যবহার করেন, তাঁদের উচিত যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের এটিএম ব্যবহার করা এবং ডিজিটাল পেমেন্টে লেনদেন করা। তাতে অতিরিক্ত চার্জ এড়ানো সম্ভব।

ATM Charges Hike: যাঁরা নিয়মিত এটিএম ব্যবহার করেন, তাঁদের উচিত যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের এটিএম ব্যবহার করা এবং ডিজিটাল পেমেন্টে লেনদেন করা। তাতে অতিরিক্ত চার্জ এড়ানো সম্ভব।

author-image
IE Bangla Tech Desk
New Update
ATM Charges Hike

ঘন ঘন এটিএম থেকে টাকা তোলেন? আপনার জন্য রয়েছে বিরাট দুঃসংবাদ

ATM Charges Hike: ১ লা মে থেকে বাড়তে চলেছে ATM থেকে টাকা তোলার চার্জ। RBI 'উইথড্রয়াল চার্জ' বাড়ানোর অনুমোদন দিয়েছে। এই নির্দেশের পর ATM থেকে টাকা তোলা এখন আরও ব্যয়বহুল হয়ে পড়বে। জানুন ATM থেকে টাকা তোলার জন্য  কত ফি দিতে হবে?

Advertisment

মাসে এবার হাজার হাজার সাশ্রয়, বারুইপুর থেকে বর্ধমান ১৫ টাকায়, সস্তার স্কুটি বাজার কাঁপাচ্ছে

ঘন ঘন এটিএম থেকে টাকা তোলেন? আপনার জন্য রয়েছে বিরাট দুঃসংবাদ। আগামী মাস থেকে এটিএম থেকে টাকা তোলা হবে ব্যায়বহুল। RBI 'উইথড্রয়াল চার্জ' বাড়ানোর অনুমোদন দিয়েছে। ফলে ১ মে, ২০২৫ থেকে এটিএম থেকে টাকা তোলা হবে আরও ব্যয়বহুল। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ব্যাংকগুলিকে এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়ানোর অনুমতি দিয়েছে।

৬-৮ ঘণ্টা চালালে ৩ স্টার নাকি ৫ স্টার কোন এসি কিনবেন? ৯৯ % মানুষই আসল সত্যিটা জানেন না

Advertisment

RBI- 'উইথড্রয়াল চার্জ' বাড়ানোর নির্দেশ দেওয়ার পর এখন বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হয়ে যাওয়ার পরে, প্রতি লেনদেনের জন্য ২১ টাকার পরিবর্তে ২৩ টাকা ফি দিতে হবে।গত সপ্তাহে শুক্রবার, আরবিআই ব্যাংকগুলিকে ১ মে, ২০২৫ থেকে প্রতি লেনদেনের জন্য এটিএম উত্তোলনের ফি ২ টাকা বাড়িয়ে ২৩ টাকা করার অনুমতি দিয়েছে। মাসিক বিনামূল্যে লেনদেনের সংখ্যা শেষ হওয়ার পরে এই চার্জ প্রযোজ্য হবে বলে জানিয়েছে RBI

এসি নয়, কুল রুফে লাদাখের শীতলতা, শান্তির ঘুম, খরচ কত?

গ্রাহকরা তাদের ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি  লেনদেন করতে পারবেন একেবারে বিনামূল্যে। এছাড়াও, অন্যান্য ব্যাংকের এটিএম থেকেও বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবেন। মেট্রো শহরে তিনটি এবং নন মেট্রো এলাকায় পাঁচটি বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবেন।আরবিআই তার সার্কুলারে স্পষ্ট করেছে যে বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হয়ে যাওয়ার পরে, গ্রাহকের কাছ থেকে প্রতি লেনদেনের জন্য সর্বোচ্চ ২৩ টাকা ফি নেওয়া হবে। যেটি ১ মে, ২০২৫ থেকে কার্যকর হবে।

RBI ATM