New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_e6aaa6.jpg)
এসি কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন
AC Star Rating: ভুল ক্ষমতার এসি কিনলে ঘর পুরোপুরি ঠান্ডা হবে না এবং এসির উপর চাপ পড়বে, ফলে বিদ্যুৎ খরচও বাড়বে। এসি কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন
এসি কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন
AC Buying Tips: গরম থেকে বাঁচতে এসি কেনার প্ল্যানিং করছেন? মাথায় রাখুন এই টিপস, বিদ্যুৎ বিল যেমন কমবে, গরম থেকেও মুক্তি মিলবে ১০ সেকেন্ডেই।
গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে রেহাই পেতে আপনিও যদি নতুন একটি এসি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। বর্তমানে রাজ্যের অনেকাংশে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। মার্চ-এপ্রিলের গরমে ফ্যান বা কুলারে কাজ মিটলেও মে-জুনের ভয়াবহ তাপে শুধু এয়ার কন্ডিশনার-ই একমাত্র ভরসা।
তবে যদি এসি কেনার সময় কিছু ভূল করেন, তাহলে ঠান্ডার বদলে বিদ্যুৎ বিলের বোঝা আপনার উপর পড়তে পারে। আজকের এই প্রতিবেদনে জানুন সঠিক এসি বাছাইয়ের টিপস, যাতে আপনি গরম থেকেও বাঁচবেন আর বিদ্যুৎ বিলও কমবে।
স্টার রেটিং-এ নজর দিন
ইনভার্টার এসি নাকি নন-ইনভার্টার এসি?
এসি কেনার গুরুত্বপূর্ণ টিপস (Quick Tips)
এই গ্রীষ্মে যদি আপনি তীব্র গরম এবং বিদ্যুৎ বিলের টেনশন থেকে মুক্তি চান, তাহলে অবশ্যই এই এসি কেনার টিপস গুলি মাথায় রাখুন।