Air cooler sale: এয়ার কুলারের সব থেকে বড় সেল! জলের দামে এবার পান দুর্দান্ত কুলিং, এসি কিনে পয়সা নষ্ট কেন?

Air cooler sale: Flipkart-এ চলছে বছরের সবচেয়ে বড় এয়ার কুলার সেল! মাত্র ১৩৫ টাকা EMI-তে কিনে ফেলুন ঘর ঠান্ডা করার দুর্দান্ত কুলার। এসি নয়, এবার বাজেটেই চমক!

Air cooler sale: Flipkart-এ চলছে বছরের সবচেয়ে বড় এয়ার কুলার সেল! মাত্র ১৩৫ টাকা EMI-তে কিনে ফেলুন ঘর ঠান্ডা করার দুর্দান্ত কুলার। এসি নয়, এবার বাজেটেই চমক!

author-image
IE Bangla Tech Desk
New Update
Air coolers sale: এয়ার কুলারের সব থেকে বড় সেল  ।

Air coolers sale: এয়ার কুলারের সব থেকে বড় সেল। (প্রতীকী ছবি)

Air coolers sale: গরমে একটু ঠান্ডা আরাম যেন স্বপ্ন। এসি কেনা মানেই খরচের বোঝা। তবে Flipkart দিচ্ছে এয়ার কুলারের সবচেয়ে বড় সেল, যেখানে মাত্র ১৩৫ টাকার EMI-তেই পেয়ে যেতে পারেন দুর্দান্ত কুলার! অনেকেই ফ্যান বা এসি বেছে নেন গরমে বাঁচার জন্য। কিন্তু এখন এয়ার কুলার হয়ে উঠেছে সেরা বিকল্প। কারণ, এটি তুলনামূলকভাবে সস্তা, কম বিদ্যুৎ খায়, এবং সহজেই যে কোনও ঘরে ব্যবহারযোগ্য।

Advertisment

চলুন দেখে নেওয়া যাক কিছু দুর্দান্ত অফার

Candes 25L Air Cooler: দাম: ১১,৩৯৯ টাকা থেকে কমে হয়েছে ৩,৯৭৯ টাকা। ছাড় দেওয়া হচ্ছে ৬৫%। ইএমআই লাগবে ১৩৭ টাকা। ছোট-মাঝারি ঘরের জন্য উপযুক্ত। জল ধারণক্ষমতা ২৫ লিটার।

Thomson Personal Cooler 28L: দাম ৫,৯৯৯ টাকা। ছাড় দিয়ে হয়েছে ৪,৪৯৯ টাকা। মোট  ২৫% ছাড় দেওয়া হচ্ছে। ইএমআই ১,৫০০ টাকা। রঙ ক্লাসিক হোয়াইট। ব্যাচেলর বা ছোট পরিবারের জন্য পারফেক্ট।

Advertisment

আরও পড়ুন- হুড়মুড়িয়ে বিক্রি! ৪০০ টাকাতেই গরম থেকে বিরাট স্বস্তি, মিনি কুলারে বড় ম্যাজিক

Bajaj 24L Cooler: দাম ৭,৩৬০ টাকা। কমে হয়েছে ৫,২৯৯ টাকা। ছাড় দেওয়া হচ্ছে ২৮%। ইএমআই ১,৭৬৭ টাকা। বিশেষত্ব হল: এটা নামী ব্র্যান্ড, দীর্ঘস্থায়ী কুলিং ব্যবস্থা।

আরও পড়ুন- আপনার কিডনিতে পাথর আছে? ঘরোয়া এই ৫ পানীয়েই মিলবে আরাম, বলছেন বিশেষজ্ঞরা

Kenstar Tower Cooler 20L: দাম ৭,৯৯০ টাকা। ছাড় দিয়ে দাম ধার্য হয়েছে ৪,৫৯০ টাকা। ছাড় দেওয়া হচ্ছে ৪২%। ইএমআই পড়বে ১৬২ টাকা। ছাত্রদের জন্য বিছানার পাশে রাখার উপযোগী টাওয়ার কুলার।

আরও পড়ুন- আজকেই আটায় মেশান এই ৫ জিনিস, দ্বিগুণ হবে স্বাদ, রুটি উঠবে দোকানের মত ফুলে

কেন এসির বদলে এয়ার কুলারই বেছে নেবেন? 

ইনস্টলেশনের ঝামেলা নেই। তুলনামূলক কম দাম। চলন্ত অবস্থায় পরিবহণ যোগ্য। কম বিদ্যুৎ খরচ হয়। আর পরিবেশ-বান্ধব। 

আরও পড়ুন- মাত্র ২০ টাকায় বাথরুমের দাগ আর দুর্গন্ধ দূর করুন! এই ঘরোয়া কায়দা একবার ট্রাই করলেই যথেষ্ট

কেনাকাটা করবেন কোথা থেকে?

এই সমস্ত কুলার Flipkart-এ পাওয়া যাচ্ছে। শুধু কয়েকটি ক্লিকেই আপনার দরজায় পৌঁছে যাবে ঠান্ডা হাওয়ার জাদু!

মনে রাখবেন

স্টক সীমিত। তাই দেরি না করে এখনই অফারে চোখ রাখুন। এছাড়া, EMI অপশন থাকা মানে আপনার বাজেটেও কম হবে।

sale coolers Air