Axiom-4 mission Shubhanshu Shukla: অবশেষে ISS থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারী। নাসা সূত্রে খবর, মহাকাশযানটি ১৫ জুলাই, মঙ্গলবার বিকাল ৩:০১ মিনিয়ে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করেছে।
শুভাংশু শুক্লার প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'স্বাগতম শুভাংশু শুক্লা! আপনাকে আবার দেশে ফিরে পেয়ে আমরা সত্যিই খুব খুশি। আপনি যা অর্জন করেছেন, তা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আপনাকে এবং আপনার দলের প্রত্যেককে অভিনন্দন ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।'
প্রায় ২০ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটিতে ফিরেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। অ্যাক্সিওম-৪ (Axiom-4) মিশনের অংশ হিসেবে তিনি আরও তিন মহাকাশচারীর সঙ্গে মহাকাশে গিয়েছিলেন। এর আগে সোমবার বিকেল ৪:৪০ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে ড্রাগন মহাকাশযানটির আনডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছিল।
আরও পড়ুন- মাইলেজ থেকে ধুঁয়াধার ডিজাইন, কত দামে লঞ্চ yamaha-এর প্রিমিয়াম বাইক?
শুভাংশু শুক্লা গত ২৬শে জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে তাঁর যাত্রা শুরু করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের সাভোস উজানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপো। এই চার মহাকাশচারী মহাকাশে অবস্থানকালে পৃথিবী প্রদক্ষিণ করেছেন এবং মোট ৬০ লক্ষ মাইলেরও বেশি পথ অতিক্রম করে নজির সৃষ্টি করেছেন।
আরও পড়ুন- মিনিটে চোখের নিমেষে পান নতুন প্যান কার্ড, ঘরে বসে তৈরির এই উপায় জানেন তো?
শুধু তাই নয়, এই মহাকাশ অভিযানের সময় তাঁরা একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। সেই অভিজ্ঞতা শুধু আন্তর্জাতিক মহাকাশ গবেষণাতেই নয়, ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসেও এক গৌরবময় অধ্যায়।
বিদায়ের বার্তা
ফিরে আসার প্রক্রিয়ায় ড্রাগন ক্যাপসুলের অবতরণের আগে একটি আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মহাকাশে। সেখানে শুভাংশু শুক্লা বলেছেন, 'আমরা শীঘ্রই পৃথিবীতে দেখা করব।' আনডকের প্রায় ২২.৫ ঘন্টা পরে তাঁদের ক্যাপসুলটি ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণ করল।
আরও পড়ুন- X Fold 5 লঞ্চে Samsung-এর টেনশন বাড়াল করল Vivo, মিলবে অসাধারণ ফটোগ্রাফির সেরা অভিজ্ঞতা
মহাকাশ থেকে ফিরে আসার পর শুভাংশুকে একটি সাত দিনের বিশেষ পুনর্বাসন পর্বের মধ্য দিয়ে যেতে হবে বলে আগেই জানানো হয়েছে। এই সময়ে তাঁর শরীরকে আবার পৃথিবীর মাধ্যাকর্ষণে অভ্যস্ত করে তোলা হবে। সূত্রের খবর, এই পুনর্বাসন পর্বে চিকিৎসা, শারীরিক থেরাপি ও মানসিক বিশ্রামের ওপর বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- এক লাখি স্কুটারে ১৪ লাখের নম্বরপ্লেট! আজব কাণ্ডে অবাক সকলে, কোথায় ঘটল এই ঘটনা?
শুভাংশুর পরিবার তাঁর ফিরে আসার জন্য অধীর অপেক্ষায় ছিল। তাঁর বাবা শম্ভুদয়াল শুক্লা ও মা আশা শুক্লা ইতিমধ্যেই সংবাদমাধ্যমের সামনে ছেলের সাফল্যে তাঁরা গর্বিত বলে জানিয়েছেন। শুভাংশুও মহাকাশে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন।