Yamaha FZ X Hybrid: মাইলেজ থেকে ধুঁয়াধার ডিজাইন, কত দামে লঞ্চ yamaha-এর প্রিমিয়াম বাইক?

Yamaha FZ X Hybrid: Yamaha FZ X Hybrid ভারতে লঞ্চ হয়েছে। দাম ১.৫০ লক্ষ টাকা। এতে রয়েছে স্মার্ট মোটর জেনারেটর, স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন-সহ একাধিক আধুনিক ফিচার।

Yamaha FZ X Hybrid: Yamaha FZ X Hybrid ভারতে লঞ্চ হয়েছে। দাম ১.৫০ লক্ষ টাকা। এতে রয়েছে স্মার্ট মোটর জেনারেটর, স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন-সহ একাধিক আধুনিক ফিচার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Yamaha FZ X Hybrid

Yamaha FZ X Hybrid: ভারতে লঞ্চ হল এই দুর্দান্ত বাইক। দাম ১.৫০ লক্ষ টাকা।

Yamaha FZ X Hybrid Technology: ভারতীয় মোটরসাইকেল বাজারে Yamaha আবারও চমক দিল। সম্প্রতি Yamaha লঞ্চ করল FZ X Hybrid, যার এক্স-শোরুম দাম মাত্র ১,৪৯,৯৯০ টাকা। এই বাইকটি জনপ্রিয় FZ সিরিজের আপডেট ভার্সন। এখানে রয়েছে হাইব্রিড টেকনোলজি ও অত্যাধুনিক স্মার্ট ফিচার।

Advertisment

ইঞ্জিন ও পারফরম্যান্স

Yamaha FZ X Hybrid-এ রয়েছে ১৪৯cc ফুয়েল-ইনজেক্টেড, এয়ার-কুল্ড, SOHC, ৪-স্ট্রোক ইঞ্জিন, যা ৫-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। এটি ১২.৪ hp শক্তি ও ১৩.৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটি একইভাবে টিউন করা হয়েছে যেটা FZ সিরিজের অন্যান্য মডেলে দেখা যায়, তবে এখন এতে যুক্ত হয়েছে হাইব্রিড পার্টস।

Advertisment

আরও পড়ুন- আগামীকালই পৃথিবীর মাটিতে পা! মহাকাশ ছাড়ার আগে আবেগঘন বার্তা শুভাংশুর

ফিচার হাইলাইটস

FZ X Hybrid-এর সবচেয়ে বড় আকর্ষণ হল স্মার্ট মোটর জেনারেটর (SMG) এবং স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম (SSS)। এই দুটি ফিচার একসঙ্গে কাজ করে ইঞ্জিনকে সাইলেন্ট স্টার্টে সাহায্য করে এবং ট্রাফিকে থেমে থাকার সময় অটোমেটিক ইঞ্জিন বন্ধ করে দেয়, যা জ্বালানি সাশ্রয় করে।

আরও পড়ুন- বেশি ব্যায়ামে কি রক্তে শর্করা বেড়ে যায়? কতটা বিপদে ডায়াবেটিস রোগীরা? জানিয়েছেন বিশেষজ্ঞ

কানেক্টিভিটি ও টেক

  • এতে রয়েছে ৪.২ ইঞ্চির ফুল কালার TFT স্ক্রিন, যা ওয়াই-কানেক্ট অ্যাপের মাধ্যমে মোবাইলের সঙ্গে যুক্ত হতে পারে

  • টার্ন-বাই-টার্ন নেভিগেশন, গুগল ম্যাপের মাধ্যমে কাজ করে

  • কল ও মেসেজ এলার্ট, মোবাইল স্ক্রিনে দেখা যায়।

  • ট্র্যাকশন কন্ট্রোল এবং সিঙ্গেল চ্যানেল এই মেশিনে ABS সুরক্ষার জন্য রয়েছে

আরও পড়ুন- মিনিটে চোখের নিমেষে পান নতুন প্যান কার্ড, ঘরে বসে তৈরির এই উপায় জানেন তো?

Yamaha FZ X Hybrid বনাম নন-হাইব্রিড ভার্সন

যদি কেউ হাইব্রিড ফিচার ছাড়া বেসিক FZ X কিনতে চান, তাহলে সেটির দাম ১,২৯,৯৯০ টাকা। Hybrid ভার্সনের তুলনায় এতে TFT স্ক্রিন বা SMG নেই।

এই বাইক কার জন্য উপযুক্ত?

  • শহরের ভিড়ে যাতায়াত করেন যাঁরা

  • স্মার্টফোন কানেক্টিভিটি ও ফুয়েল সেভিং ফিচার চান

  • নতুন প্রযুক্তি ও ট্র্যাফিকে ঝামেলা এড়াতে চান

কেন কিনবেন Yamaha FZ X Hybrid?

এতে রয়েছে হাইব্রিড প্রযুক্তি, রয়েছে উন্নত মাইলেজ, আছে স্মার্টফোন ইন্টিগ্রেশনও, রয়েছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এছাড়াও রয়েছে আকর্ষণীয় ডিজাইন ও কালার অপশন

আরও পড়ুন- X Fold 5 লঞ্চে Samsung-এর টেনশন বাড়াল করল Vivo, মিলবে অসাধারণ ফটোগ্রাফির সেরা অভিজ্ঞতা

Yamaha FZ X Hybrid নিঃসন্দেহে ভারতের হাইব্রিড বাইকের নতুন দিগন্ত খুলে দিয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স ও স্টাইলের মিশ্রণ এই বাইককে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। যাঁরা স্মার্ট, এফিশিয়েন্ট এবং কানেক্টেড রাইড খুঁজছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে সেরা অপশন।

Yamaha Hybrid