Advertisment

সুবিশাল ডিসপ্লে, লেটেস্ট ফিচার্স, ১৫ দিনের ব্যাটারি ব্যাকআপ, Honor নিয়ে এল Watch 5

Honor Watch 5: ১৫ দিনের দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ Honor তার নতুন স্মার্টওয়াচ Honor Watch 5 লঞ্চ করেছে। আইএফএ বার্লিন 2024 ইভেন্টে Honor Watch 5 স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
honor watch 5

Honor Watch 5 স্মার্টওয়াচটিতে রয়েছে 1.85 ইঞ্চি AMOLED ডিসপ্লে।


Honor Watch 5: ১৫ দিনের দীর্ঘ  ব্যাটারি ব্যাকআপ সহ Honor তার নতুন স্মার্টওয়াচ Honor Watch 5 লঞ্চ করেছে। আইএফএ বার্লিন 2024 ইভেন্টে Honor Watch 5 স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে। এটি Honor Watch ন স্মার্টওয়াচের উত্তরসূরী। নতুন স্মার্টওয়াচটিতে রয়েছে একটি স্কোয়ার ডিজাইন। অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে নিয়ে আসা হয়েছে  Honor Watch 5 স্মার্টওয়াচ ।

Advertisment

অত্যাধুনিক এই স্মার্টওয়াচ-  

Honor Watch 5 স্মার্টওয়াচটিতে রয়েছে 1.85 ইঞ্চি AMOLED ডিসপ্লে। বাজারে উপস্থিত অন্যান্য কোম্পানির স্মার্টওয়াচের তুলনায় এর ডিসপ্লে অনেকটাই বড়। এতে হার্ট রেট মনিটরিং, SpO2 লেভেল মনিটরিংয়ের মতো একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার দেওয়া হয়েছে। স্মার্টওয়াচটির ওজন মাত্র 35 গ্রাম।

কাড়ি কাড়ি টাকা দেওয়ার দিন শেষ, বর্ষসেরা BSNL-র এই প্ল্যানগুলি জেনে নিন

Honor Watch 5 ফিচার্স- 
Honor Watch 5 স্মার্টওয়াচে রয়েছে 1.85 ইঞ্চি AMOLED স্ক্রিন। এটি ওজনে বেশ হালকা। স্মার্টওয়াচটির ওজন মাত্র 35 গ্রাম। কোম্পানি এই স্মার্টওয়াচে হার্ট রেট মনিটরিং, SpO2 লেভেল ট্র্যাকিং, স্লিপ মনিটরিং ইত্যাদি হেলথ ফিচার্স দিয়েছে।

Sunita Williams: সুনিতাকে ছাড়াই পৃথিবীতে ফিরল মহাকাশযান, দেখুন রুদ্ধশ্বাস সেই অবতরণের মুহূর্ত!

Honor Watch 5 স্মার্টওয়াচটি একটি 480mAh সিলিকন-কার্বন ব্যাটারি দ্বারা চালিত। এটি ১৫ দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। কোম্পানি এতে Turbo X স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার দিয়েছে যা এর ব্যাটারি ব্যাকআপ বাড়ায়। স্মার্টওয়াচে 400টিরও বেশি ওয়াচফেস দেওয়া আছে। এটিতে 12টি ওয়ার্কআউট মোড সহ 85টি স্পোর্টস মোড রয়েছে। যদিও এখনও দামের বিষয়ে কিছু জানায় নি কোম্পানি। 

Smartwatch under 10k smartwatch
Advertisment