Advertisment

২০ হাজার ছাড়ের বিরাট ছাড়! Bajaj chetak ই-স্কুটারের অফার চমকে দেবে!

Bajaj chetak premium electric scooter: সময়ের সাথে সাথে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বাড়ছে। এখন পর্যন্ত অনেক কোম্পানি ভারতীয় বাজারে ইভি এন্ট্রি নিয়েছে। একই সময়ে, বৈদ্যুতিক স্কুটারগুলিতে দেওয়া হয়েছে কিছু সেরা অফার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Chetak Premium

ক্রেতাদের আকৃষ্ট করতে বাজাজ অটো ব্র্যান্ডের প্রিমিয়াম স্কুটারগুলিতে নিয়ে এসেছে মারকাটারি অফার।


Bajaj chetak premium electric scooter: সামনেই উৎসবের মরসুম! তার আগে এই ই-স্কুটারে পান ২০ হাজারের ছাড়। 

Advertisment

ভারতের বাজারে একের পর এক বহু ইলেকট্রিক স্কুটার লঞ্চ হচ্ছে। Bajaj Chetak-এর প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারে সীমিত সময়ের অফার রয়েছে।

সময়ের সাথে সাথে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বাড়ছে। এখন পর্যন্ত অনেক কোম্পানি ভারতীয় বাজারে ইভি এন্ট্রি নিয়েছে। একই সময়ে, বৈদ্যুতিক স্কুটারগুলিতে দেওয়া হয়েছে কিছু সেরা অফার। ক্রেতাদের আকৃষ্ট করতে বাজাজ অটো ব্র্যান্ডের প্রিমিয়াম স্কুটারগুলিতে নিয়ে এসেছে মারকাটারি অফার।

৫টাকারও কমে সীমাহীন কল, ডেটা! উৎসবের মরসুমে BSNL-র চমৎকারী প্ল্যান

বাজাজ চেতক প্রিমিয়াম স্কুটারে অফার
Bajaj Chetak তার প্রিমিয়াম স্কুটারে 20 হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ের অফার নিয়ে এসেছে। কিন্তু এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ। বাজাজের দাবি অনুযায়ী, পেট্রোল স্কুটারের তুলনায় এই প্রিমিয়াম স্কুটারে বছরে প্রায় ৩৮ হাজার টাকা সাশ্রয় হতে পারে। 

Bajaj Chetak Premium স্কুটারে সিঙ্গেল চার্জে পাবেন 126 কিলোমিটার রেঞ্জ। স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। এই ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে  ইকো এবং স্পোর্টস মোড। এই ইভিটি 73 কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতিতে চলতে পারে। বাজাজ এই প্রিমিয়াম স্কুটার নিয়ে এসেছে তিনটি কালার অপশন সহ।

বাজেট ১০ হাজার? দেখুন সেরা ফিচার্সের লেটেস্ট স্মার্টফোনের তালিকা

বাজাজের বৈদ্যুতিক স্কুটারের ফিচার্স

বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি নতুন 5 ইঞ্চি TFT স্ক্রিন। পাবেন কল অ্যালার্ট ফিচার। এই স্কুটারে নেভিগেশন ফিচারও যুক্ত করা হয়েছে। হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড, অন-বোর্ড চার্জিং-এর মতো বৈশিষ্ট্যগুলিও চেতক ইলেকট্রিক স্কুটারে যুক্ত করা হয়েছে। Bajaj Chetak-এর এই প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 1,47,243 টাকা থেকে। ব্রুকলিন ব্ল্যাক, ইন্ডিগো ব্লু সহ তিনটি রঙে এই স্কুটারটি বাজারে পাওয়া যাচ্ছে।

টোটো চালকদের জন্য বিরাট খবর, 'রাহি' লঞ্চ করতে চলছে Ola

bajaj chetak Electric scooter
Advertisment