ঘুরতে, ব্লগিং করতে ভালোবাসেন? সেরা এই ৫ স্মার্ট ক্যামেরাই আপনার কাছের সঙ্গী

5 Compact Mirrorless Camera: ২০২৫ সালে ভ্রমণ ও ব্লগিংয়ের জন্য সেরা ৫টি কমপ্যাক্ট মিররলেস ক্যামেরার নাম জেনে নিন। পাবেন ইমেজ স্ট্যাবিলাইজেশন, দুর্দান্ত ফটো-কোয়ালিটি।

5 Compact Mirrorless Camera: ২০২৫ সালে ভ্রমণ ও ব্লগিংয়ের জন্য সেরা ৫টি কমপ্যাক্ট মিররলেস ক্যামেরার নাম জেনে নিন। পাবেন ইমেজ স্ট্যাবিলাইজেশন, দুর্দান্ত ফটো-কোয়ালিটি।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
5 Compact Mirrorless Camera

Best Camera: ব্লগারদের পছন্দের ক্যামেরা।

5 Compact Mirrorless Camera: ভ্রমণকারীরা এবং ব্লগাররা সবসময় চান এমন একটি ক্যামেরা, যা হবে হালকা, ছোট কিন্তু আবার প্রফেশনাল মানের ফিচারসমৃদ্ধ। স্মার্টফোন এখন অনেক দূর এগোলেও, Mirrorless ক্যামেরাগুলো আজও ট্রাভেল ও কনটেন্ট ক্রিয়েশনের সেরা সঙ্গী। ২০২৫ সালে বাজারে এসেছে কয়েকটি চমৎকার কমপ্যাক্ট মিররলেস ক্যামেরা, যেগুলো শুধু ছবি নয় বরং 4K ভিডিও, উন্নত অটোফোকাস এবং কালার গ্রেডিং ফিচারের মাধ্যমে ভ্লগিং ও ক্রিয়েটিভ কাজের জন্য একদম পারফেক্ট। নীচে আলোচনা করা হল সেরা ৫টি ক্যামেরা সম্পর্কে।

১. Canon EOS R50 V – পর্যটকদের জন্য পারফেক্ট

Advertisment

Canon-এর EOS R50 V হল এমন এক ক্যামেরা যা পর্যটক ও ব্লগারদের কথা মাথায় রেখে বানানো। এতে রয়েছে 24.2MP সেন্সর, Canon Dual Pixel Autofocus এবং 4K 60fps ভিডিও রেকর্ডিং। Canon Log 3 প্রোফাইল ব্যবহার করে ফুটেজকে এডিট করার পর সহজেই সিনেমাটিক লুক দেওয়া যায়। হালকা ও কমপ্যাক্ট বডির কারণে ব্যাগে জায়গা কম নিলেও, এর ফিচার প্রফেশনাল লেভেলের। এর দাম প্রায় ৭৯,৯৯৫ টাকা।

আরও পড়ুন- Apple লঞ্চ করল ম্যাকবুক এয়ার 4, এত স্মুথ কল্পনাও করতে পারবেন না, আর দাম?

২. Sony ZV-E10 II – Vlogging-এর জন্য স্মার্ট চয়েস

Advertisment

Sony সবসময় ব্লগারদের কথা ভেবে ক্যামেরা তৈরি করে। ZV-E10 II তে পাবেন 4K 60fps রেকর্ডিং, 10-bit কালার, S-Log3, Real-time LUT Preview এবং Product Showcase Mode। ব্লগিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ‘Background Blur’ বোতামও রয়েছে। স্ক্রিন সম্পূর্ণ ফ্লিপ করে সেলফি ও রেকর্ডিং সহজ করে দেয়। দাম প্রায় ৮৪,৪৮৯ টাকা।

আরও পড়ুন- পুজোর মুখেই বাম্পার অফার! অবিশ্বাস্য কমে কিনুন স্মার্ট টিভি, বাড়িতেই পান সিনেমা হলের অনুভূতি

৩. Olympus OM-D E-M10 Mark IV – Retro লুক, Modern ফিচার

Olympus-এর এই ক্যামেরা দেখতে রেট্রো স্টাইলের হলেও ফিচারে একেবারে আধুনিক। 20.3MP Micro Four Thirds সেন্সর ও 5-axis In-body Stabilisation থাকায় লো-লাইটেও হাতে শুট করলে ভিডিও মসৃণ হবে। 4K ভিডিও ও ফ্লিপ-ডাউন স্ক্রিন এটিকে ব্লগিং ও স্ট্রিট ফোটোগ্রাফির জন্য পারফেক্ট করে তোলে। দাম প্রায় ৯৪,৪৯০ টাকা।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাড়ির ট্রেন্ড, কীভাবে গা ভাসাবেন আপনি?

৪. Nikon Z30 – হালকা, কিন্তু শক্তিশালী

Nikon Z30 হলো ছোট ও হালকা ক্যামেরা, যা 20.9MP সেন্সর ও 4K ভিডিও দেয়। Uncropped 4K রেকর্ডিং, Eye ও Animal AF এবং 120fps Full HD slow motion ফিচার এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এতে ভিউফাইন্ডার না থাকলেও ফ্লিপ-আউট স্ক্রিন রয়েছে, যা ব্লগিংয়ের জন্য সহজ। দাম প্রায় ৮৩,৪৯৯ টাকা (লেন্স সহ)।

আরও পড়ুন- বিরল সূর্যগ্রহণের মুখোমুখি বিশ্ব! কবে, কখন কোথা থেকে দেখবেন?

৫. Fujifilm X-M5 – Pro ভিডিওগ্রাফারদের জন্য

Fujifilm X-M5 তাদের জন্য যারা প্রো-লেভেল ভিডিও চান কিন্তু ভারী ক্যামেরা চান না। এটি 26.1MP সেন্সর সহ 6.2K ভিডিও পর্যন্ত রেকর্ড করতে পারে। 4K 60fps, F-Log2, AI Autofocus, Multi-microphone System এবং Dedicated Vlog Mode থাকায় সোশ্যাল মিডিয়া কনটেন্টের জন্য একেবারে পারফেক্ট। দাম প্রায় ৮৭,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- ইউটিউবে কীভাবে পাবেন গোল্ডেন বাটন? ১ লক্ষ ভিউতে কত আয়? জানলে চাকরি ছেড়ে দেবেন

কেন এই ক্যামেরাগুলো পর্যটকদের জন্য সেরা?

ছোট ও হালকা, সহজে ব্যাগে ফিট হয়, 4K ভিডিও-সহ ব্লগিংয়ের জন্য বিশেষ ফিচার, AI ভিত্তিক অটোফোকাস ও Eye Tracking, Vlog Mode, Flip Screen ও Stabilisation, সহজে চার্জ করার জন্য USB-C সাপোর্ট এতে রয়েছে।

Compact camera