Electric scooters for women: মহিলাদের জন্য বাজারের সেরা ইলেকট্রিক স্কুটার কোনটি? না জানলে এখনই জানুন

Electric scooters for women: মহিলাদের জন্য উপহার কিনতে চাইলে বেছে নিতে পারেন একটি সেরা ইলেকট্রিক স্কুটার। TVS, Bajaj ও Ather-এর সেরা মডেলগুলো সম্পর্কে জানুন।

Electric scooters for women: মহিলাদের জন্য উপহার কিনতে চাইলে বেছে নিতে পারেন একটি সেরা ইলেকট্রিক স্কুটার। TVS, Bajaj ও Ather-এর সেরা মডেলগুলো সম্পর্কে জানুন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric scooters for women: মহিলাদের জন্য বাজারের সেরা ইলেকট্রিক স্কুটার।

Electric scooters for women: মহিলাদের জন্য বাজারের সেরা ইলেকট্রিক স্কুটার। (প্রতীকী ছবি)

Electric scooters for women: মহিলাদের যদি এমন কিছু উপহার দিতে চান যা দীর্ঘ সময় কাজে আসবে এবং স্মরণীয় হয়ে থাকবে, তাহলে একটি আধুনিক ইলেকট্রিক স্কুটার হতে পারে সেরা বাছাই। বিশেষ করে এমন স্কুটার যা নিরাপদ, সহজে চালানো যায় এবং একবার চার্জে লম্বা দূরত্ব পাড়ি দেওয়া যায়। আজ আমরা এমনই তিনটি সেরা (India) ইলেকট্রিক স্কুটার সম্পর্কে জানাব, যা মহিলাদের জন্য বিশেষভাবে উপযোগী।

১. TVS iQube ST

Advertisment

আরও পড়ুন- অত্যাধুনিক সামরিক অস্ত্রের দাপট, হাতে পায়ে ধরল পাকিস্তান, আকাশ থেকে মাটি কোন কোন ক্ষেপনাস্ত্রে কামাল দেখাল ভারত

TVS-এর এই স্কুটারটি অত্যন্ত জনপ্রিয়। এর দাম শুরু ৮৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম দিল্লি)। এতে রয়েছে ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা মাত্র ২ ঘণ্টায় ৮০% পর্যন্ত চার্জড হয়ে যায়। TVS iQube ST অফিস এবং কলেজযাত্রী মহিলাদের জন্য আদর্শ। 
টপ স্পিড: ৭৫ কিমি/ঘণ্টা
চার্জার: ৯৫০W
রেঞ্জ: ৭৫ কিমি (ফুল চার্জে)
সেফটি ফিচার: স্কুটার হঠাৎ পড়ে গেলে বা বিপজ্জনক পরিস্থিতি বুঝতে পারলেই অ্যালার্ট দেয়।

আরও পড়ুন- গরমে বাড়ি ঠান্ডা রাখার ৮ কায়দা, এসি ছাড়াই ঘর থাকবে বরফের মত!

২. Bajaj Chetak 35

Advertisment

বাজাজ অটোর নতুন আপডেটেড Chetak স্কুটার ২০২৫ সালে নতুন রং ও স্মার্ট ফিচার-সহ বাজারে এসেছে। এতে রয়েছে একটি টিএফটি স্ক্রিন, যা স্মার্টফোন কানেক্টিভিটি, মিউজিক এবং নেভিগেশন সাপোর্ট করে। Bajaj Chetak বিশেষভাবে তাদের জন্য যাঁরা মহিলাদের জন্য একটি স্টাইলিশ ও স্মার্ট স্কুটার খুঁজছেন।
রেঞ্জ: ১৫৩ কিমি (ফুল চার্জে)
স্টোরেজ: ৩৫ লিটার আন্ডার-সিট
দাম শুরু: ১.২০ লক্ষ টাকা থেকে

আরও পড়ুন- এসির বাইরের এবং ভিতরের ইউনিটের মধ্যে সঠিক ব্যবধান কত? ৯০% মানুষই সঠিক উত্তর জানেন না!

৩. Ather Rizta

Ather Energy ২০২৪ সালে পরিবারের মহিলাদের জন্য তৈরি করেছে Rizta। এটি ভারতের অন্যতম স্মার্ট ও আরামদায়ক ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটি দীর্ঘ পথ চলার জন্য আদর্শ এবং এর আরামদায়ক সিট আর বিশাল স্টোরেজ একে করে তুলেছে পারফেক্ট ফ্যামিলি স্কুটার।
ভেরিয়েন্ট: ২টি (২.৯ kWh ও ৩.৭ kWh)
রেঞ্জ: যথাক্রমে ১২৩ কিমি ও ১৬০ কিমি
ফিচার: ৭-ইঞ্চি TFT স্ক্রিন, Google Maps, Live Location
স্টোরেজ: ৩৪ লিটার বুট স্পেস
দাম শুরু: ১.৩৫ লক্ষ টাকা থেকে

আরও পড়ুন- এসির 'রক্ষা কবচ'! ভোল্টেজ ওঠানামার বিরাট ক্ষতি থেকে মিলবে সুরক্ষা, চটজলদি কমবে ইলেকট্রিক বিল

মহিলাদের জন্য উপহার হিসেবে ইলেকট্রিক স্কুটার বেছে নেওয়াটা নিঃসন্দেহে ভাবনাচিন্তা করে নেওয়া সিদ্ধান্ত। ওপরের প্রতিটি মডেলই তাদের নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য এবং মহিলাদের নিত্যদিনের প্রয়োজন মেটাতে সক্ষম। 

India WOMEN Electric scooter