/indian-express-bangla/media/media_files/2025/05/13/yUE2piXqMYHPy1Qn5d4e.jpg)
Ola Electric Scooter: ওলা ইলেকট্রিক স্কুটার। (প্রতীকী ছবি)
Top 5 Electric Scooters: ইলেকট্রিক স্কুটার এখন শুধু পরিবেশবান্ধব গাড়ি নয়, বরং শহরের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে অনেকেই স্কুটার কেনার সময় শুধুমাত্র রেঞ্জ বা ডিজাইন দেখে সিদ্ধান্ত নেন। কিন্তু বাস্তবে, স্টোরেজ ক্যাপাসিটি একটা বড় ফ্যাক্টর। অফিস ব্যাগ, হেলমেট, বাজারের ব্যাগ— এসব বহনের জন্য বড় বুট স্পেস অনেক দরকারি।
চলুন জেনে নেওয়া যাক ২০২৫ সালের এমন ৫টি ইলেকট্রিক স্কুটারের নাম, যা স্টোরেজ এবং স্মার্ট ফিচারের দিক থেকে এগিয়ে আছে:
আরও পড়ুন- ইনভার্টার বাড়ির এখানে রাখবেন না, ৬ মাসেই নষ্ট হবে ব্যাটারি
১. বাজাজ চেতক
স্টোরেজ: ২৬ লিটার
রেঞ্জ: ১২৬ কিমি (IDC)
স্পিড: ৭৩ কিমি/ঘন্টা
বিশেষ ফিচার: কিবিহীন স্টার্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, ফাস্ট চার্জিং
কেন কিনবেন: মেটাল ফ্রেমের জন্য মজবুত গঠন এবং ব্যাসিক স্টোরেজ প্রয়োজন হলে আদর্শ।
আরও পড়ুন- বিদ্যুৎ বিল শূন্য, ম্যাজিক দেখাচ্ছে বিশেষ এই এসি, গরমে স্বস্তির বিরাট আপডেট
২. TVS iQube ST
স্টোরেজ: ৩২ লিটার
রেঞ্জ: ১৪৫ কিমি
স্পিড: ৮২ কিমি/ঘন্টা
বিশেষ ফিচার: টাচস্ক্রিন ডিসপ্লে, স্মার্ট কানেক্টিভিটি, জিও-ফেন্সিং
কেন কিনবেন: যারা একটু বেশি স্টোরেজ ও স্মার্ট রাইডিং টেকনোলজি খোঁজেন, তাদের জন্য পারফেক্ট।
আরও পড়ুন- অবিশ্বাস্য পারফরমেন্স! তাক-লাগানো ডিজাইন, বাজেট ফ্রেন্ডলি সেরা ৫ ল্যাপটপ বাজারে সুনামি তুলল
৩. Ather Rizta
স্টোরেজ: ৩৪ লিটার
রেঞ্জ: ১২৫ কিমি
স্পিড: ৮০ কিমি/ঘন্টা
বিশেষ ফিচার: রাইড অ্যাসিস্ট, অটো-হোল্ড, বড় টাচস্ক্রিন
কেন কিনবেন: ফ্যামিলি ইউজের জন্য উপযুক্ত, সম্পূর্ণ হেলমেটও সহজে রাখা যায়।
আরও পড়ুন- বাজারে বিরাট সম্ভাবনা, চ্যালেঞ্জও ততটাই বড়! জানেন ভারতের কত বাড়িতে এসি রয়েছে? পরিসংখ্যান অবাক করবেই
৪. Ola S1 Pro Gen 3
স্টোরেজ: ৩৪ লিটার
রেঞ্জ: ১৯৫ কিমি
স্পিড: ১২০ কিমি/ঘন্টা
বিশেষ ফিচার: ভয়েস কমান্ড, ক্রুজ কন্ট্রোল, মুভওএস
কেন কিনবেন: যারা হাই-পারফর্ম্যান্স, স্টাইল ও ইউজার ইন্টারফেসে আপডেট চান।
৫. River Indie
স্টোরেজ: ৪৩ লিটার + ১২ লিটারের ফ্রন্ট গ্লাভবক্স
রেঞ্জ: ১২০ কিমি
স্পিড: ৯০ কিমি/ঘন্টা
বিশেষ ফিচার: চওড়া টায়ার, LED ডিসপ্লে, USB চার্জার
কেন কিনবেন: "SUV of scooters" – যারা বেশি স্টোরেজ চান তাদের সেরা অপশন।
আপনি যদি একটি বাস্তবিক ও প্রয়োজনীয় ইলেকট্রিক স্কুটার খুঁজে থাকেন, তবে শুধু ফিচার নয়, এর স্টোরেজও (storage) বিবেচনায় রাখা উচিত। ওপরের মডেলগুলো শুধুমাত্র স্মার্ট ফিচার দিয়েই নয়, বরং স্টোরেজের পরিমাণেও এগিয়ে। আর, সেই কারণে এই ৫টি স্কুটার ২০২৫ সালে শহরে চলাফেরা করার জন্য অনেক ক্রেতারই (India) সেরা পছন্দ।