Hero থেকে Ola! দিওয়ালিতে বিরাট ধামাকা, ৫০ হাজারেই পান দুর্দান্ত মাইলেজের জনপ্রিয় স্কুটার

এই দীপাবলিতে মাত্র ৫০,০০০ টাকার মধ্যে মিলছে একাধিক দুর্দান্ত স্কুটার। যেগুলি একদিকে যেমন বাজেটবান্ধব, তেমনি পরিবেশবান্ধবও। বাজারে চাহিদার কথা মাথায় রেখে এখন ভারতীয় টু-হুইলার কোম্পানিগুলি নিয়ে এসেছে বেশ কিছু উন্নত ও টেকসই মডেলের ইলেকট্রিক স্কুটার।

এই দীপাবলিতে মাত্র ৫০,০০০ টাকার মধ্যে মিলছে একাধিক দুর্দান্ত স্কুটার। যেগুলি একদিকে যেমন বাজেটবান্ধব, তেমনি পরিবেশবান্ধবও। বাজারে চাহিদার কথা মাথায় রেখে এখন ভারতীয় টু-হুইলার কোম্পানিগুলি নিয়ে এসেছে বেশ কিছু উন্নত ও টেকসই মডেলের ইলেকট্রিক স্কুটার।

author-image
IE Bangla Tech Desk
New Update
electric scooter diwali offer

এই দীপাবলিতে মাত্র ৫০,০০০ টাকার মধ্যে মিলছে একাধিক দুর্দান্ত স্কুটার

এই দীপাবলিতে মাত্র ৫০,০০০ টাকার মধ্যে মিলছে একাধিক দুর্দান্ত স্কুটার। যেগুলি একদিকে যেমন বাজেটবান্ধব, তেমনি পরিবেশবান্ধবও। বাজারে চাহিদার কথা মাথায় রেখে এখন ভারতীয় টু-হুইলার কোম্পানিগুলি নিয়ে এসেছে বেশ কিছু উন্নত ও টেকসই মডেলের ইলেকট্রিক স্কুটার। এদের মধ্যে রয়েছে Komaki XR1, Komaki X One Lithium Ion 1.75 kWh, TVS XL100 Heavy Duty, Hero Vida VX2 Go BaaS, এবং Ola Gig Plus — যা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা দৈনন্দিন যাতায়াত করেন সকলেই ব্যবহার করতে পারেন।

Advertisment

আরও পড়ুন- দিওয়ালিতে বিরাট 'বিস্ফোরণ'! গ্রাহকদের জন্য বড় ঘোষণা jio-এর

Komaki XR1 এই তালিকার সবচেয়ে সস্তার স্কুটার, যার এক্স-শোরুম মূল্য মাত্র 29,999 টাকা। সিম্পেল ডিজাইন ও হালকা ওজনের এই স্কুটারে রয়েছে হাব মোটর ও লিথিয়াম-আয়ন ব্যাটারি, যেটি একবার চার্জে ৭০–৮০ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করে। এই সস্তার স্কুটারটির সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘণ্টা, সঙ্গে ডিজিটাল স্পিডোমিটার ও টিউবলেস টায়ারও পেয়ে যাবেন।

Komaki X One Lithium Ion 1.75 kWh মডেলটি কিছুটা উন্নত সংস্করণ। এতে রয়েছে 1.75 kWh ব্যাটারি, যা ৮৫ কিমি পর্যন্ত রেঞ্জ এবং ৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত টপ স্পিড দেয়। এতে ডিজিটাল কনসোল ও পোর্টেবল ব্যাটারি ফিচারও রয়েছে। এই মডেলের এক্স-শোরুম মূল্য 49,999 টাকা।

Advertisment

আরও পড়ুন- ইনস্টাগ্রামে ১ লক্ষ ফলোয়ার এবং ইউটিউবে ১০ হাজার সাবস্ক্রাইবার, প্রতি মাসে কত টাকা আয় হবে জানেন?

এরপর রয়েছে TVS XL100 Heavy Duty, যেটি বহু বছর ধরেই গ্রাহকদের মধ্যে তুমুল জনপ্রিয়। 99.7cc ইঞ্জিনযুক্ত এই স্কুটারটি 4.4PS পাওয়ার ও 6.5Nm টর্ক উৎপন্ন করে, এবং প্রতি লিটারে প্রায় ৮০ কিমি মাইলেজ দেয়। দাম 43,900 টাকা, যা এটিকে একটি নির্ভরযোগ্য কম খরচের বিকল্প করে তুলেছে।

Hero Vida VX2 Go BaaS হল হিরো মোটোকর্পের নতুন ইলেকট্রিক ব্র্যান্ড Vida-এর ইভি স্কুটার। এতে রয়েছে 2.2 kWh রিমুভেবল ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ৯০ কিমি রেঞ্জ দেয়। এর টপ স্পিড ৪৫ কিমি/ঘণ্টা, আর এতে রয়েছে একাধিক রাইডিং মোড ও ডিজিটাল কনসোলের মতো দারুণ ফিচারও আছে। এই স্কুটারটির এক্স-শোরুম দাম 44,990 টাকা।

সবশেষে Ola Gig Plus, এই রেঞ্জের সবচেয়ে উন্নত ই-স্কুটার। 3 kWhডুয়াল ব্যাটারি সেটআপে এটি ৮১ থেকে ১৫৭ কিমি পর্যন্ত রেঞ্জ দেয়। এর টপ স্পিড ৪৫ কিমি/ঘণ্টা, আর ডিজাইনটি অত্যন্ত আধুনিক ও আকর্ষণীয়। এই স্কুটারটির এক্স-শোরুম দাম 49,999 টাকা।

আরও পড়ুন- দীপাবলিতে এই ৫টি মেসেজ ভুলেও পাঠাবেন না,সরাসরি জেলে যেতে হবে

দীপাবলির মরশুমে এই পাঁচটি স্কুটার হতে পারে আপনার বাজেটের মধ্যে পরিবেশবান্ধব ও টেকসই পরিবহণের একদম সঠিক বিকল্প।

Ola Hero MotoCorp