দীপাবলিতে এই ৫টি মেসেজ ভুলেও পাঠাবেন না,সরাসরি জেলে যেতে হবে

দীপাবলি যতই এগিয়ে আসছে, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে পাঠাচ্ছেন শুভেচ্ছা বার্তা।

দীপাবলি যতই এগিয়ে আসছে, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে পাঠাচ্ছেন শুভেচ্ছা বার্তা।

author-image
IE Bangla Tech Desk
New Update
diwali-whatsapp-message-ban-legal-warning-offensive-content-it-act

দীপাবলিতে এই ৫টি মেসেজ ভুলেও পাঠাবেন না

দীপাবলিতে এই ৫টি মেসেজ ভুলেও পাঠাবেন না,জেলে যেতে হতে পারে আপনাকে। সাবধানতার সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন।

Advertisment

দীপাবলি যতই এগিয়ে আসছে, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে পাঠাচ্ছেন শুভেচ্ছা বার্তা। কিন্তু যদি আপনি অযথা অনুপযুক্ত কন্টেন্ট শেয়ার করেন, তাহলে এই উৎসবটি আপনার জন্য খুশির বদলে দুঃখে পরিণত হতে পারে। মাথার উপর নেমে আসতে পারে শাস্তির খাঁড়া।

আরও পড়ুন-  দিওয়ালিতে বিরাট 'বিস্ফোরণ'! গ্রাহকদের জন্য বড় ঘোষণা jio-এর

দীপাবলির সামনে WhatsApp-এ সকলেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন,পরিচিত বা বন্ধু বান্ধবদের কাছে। হোয়াটসঅ্যাপে এমন কিছু মেসেজ আছে যেগুলি কাউকে পাঠানো বেআইনি। এক্ষেত্রে আইনি  জটিলতার মুখে পড়তে হতে পারে আপনাকে। এমন সতর্কতা  আইনি ও সাইবার বিশেষজ্ঞদের। উৎসবের আবহে মানুষ প্রায়ই ভুলবশত প্রাপ্তবয়স্ক কন্টেন্ট, রসিকতা বা উস্কানিমূলক বিষয়বস্তু শেয়ার করেন; কিন্তু আইনের দৃষ্টিতে এসব অপরাধ হিসেবে ধরা হয়।

Advertisment

আরও পড়ুন- ইনস্টাগ্রামে ১ লক্ষ ফলোয়ার এবং ইউটিউবে ১০ হাজার সাবস্ক্রাইবার, প্রতি মাসে কত টাকা আয় হবে জানেন?

বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে কেবল ব্যক্তিগত চ্যাটই নয়, প্রেরিত প্রতিটি বার্তা ভারতীয় সাইবার আইনের আওতায় পড়ে। তথ্যপ্রযুক্তি আইনের ধারা 67-এর অধীনে আপত্তিকর বা পর্নোগ্রাফিক কন্টেন্ট শেয়ার করলে গ্রেপ্তার ও জরিমানা হতে পারে। শিশুদের প্রতি হিংসাত্মক বা যৌনতা সম্পর্কীয়  কনটেন্ট শেয়ার করলে  POCSO সংক্রান্ত কঠোর বিধান কার্যকর হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতে পারে। একইভাবে ধর্ম, বর্ণ বা সংগঠনের বিরুদ্ধে আপত্তিকর ভাষা বা উসকানিমূলক পোস্ট করলে রাষ্ট্রদ্রোহ বা ব্যক্তি/গোষ্ঠী বিরোধী অভিযোগ ওঠার সম্ভাবনা রয়েছে, যা আইনি জটিলতা বাড়াবে।

আরও পড়ুন- গুগলের দিওয়ালি ধামাকা অফার, মাত্র ১১ টাকায় স্টোরেজের টেনশন থেকে চিরতরে মুক্তি

আইনি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন,  সোশ্যাল মিডিয়ায় বার্তা শেয়ার করার আগে ভেবেচিন্তে সেই বার্তা পাঠান।   হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদেরও সতর্ক থাকতে বলা হয়েছে—কারণ পুলিশ তদন্তে প্রথমে গ্রুপ অ্যাডমিনদের কাছেই ব্যাখ্যা চাইতে পারে। এছাড়াও, হিংসা বা মারামারির ভিডিও গ্রুপে ছড়িয়ে দিলে সামাজিক শান্তি বিঘ্নিত হওয়ার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও পড়ুন-  ১ লাখি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি ৩৫ হাজারেই! অবিশ্বাস্য ছাড়ে বিরাট সঞ্চয়

দীপাবলির আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন—আনন্দে পা মেলান, কিন্তু আইনের সীমা লঙ্ঘন করবেন না। একটি ক্লিকেই ব্যক্তিগত ভাবমূর্তি ও স্বাধীনতা ঝুঁকির মুখে পড়তে পারে; তাই উৎসবের সময় বার্তা পাঠাতে বিশেষ সতর্কতা অবলম্বন করার অনুরোধ করেছেন বিশেষজ্ঞরা। 

WhatasApp Diwali