Advertisment

মাত্র ২০ হাজারেই দেশের সেরা 5G স্মার্টফোন! কোনটি বেস্ট?

5G Gaming Smartphones: স্মার্টফোনগুলিতে দুর্দান্ত ফিচার্সের সঙ্গে পাবেন স্টাইলিশ ডিজাইনও। এই তালিকায় রয়েছে OnePlus থেকে Vivo। মাত্র ২০ হাজার বাজেটে দেখুন সেরার তালিকা।

author-image
IE Bangla Tech Desk
New Update
gaming smartphone

 

Advertisment

5G Gaming Smartphones:দেশে গেমিং স্মার্টফোনের (Best Gaming Smartphones) আলাদাই একটা ক্রেজ রয়েছে। গেমিং স্মার্টফোন বিশেষ করে তরুণ প্রজন্মের দারুণ পছন্দের। এই সিরিজে, আজ আপনাকে এমন দুর্দান্ত গেমিং স্মার্টফোনগুলির সম্পর্কে জানাতে চলেছি যেগুলি আপনি পেয়ে যাবেন মাত্র 20 হাজার টাকার মধ্যেই। এই স্মার্টফোনগুলিতে দুর্দান্ত ফিচার্সের সঙ্গে পাবেন স্টাইলিশ ডিজাইনও। এই তালিকায় রয়েছে OnePlus থেকে Vivo । 

দেখে নিন সেরা গেমিং স্মার্টফোনের তালিকা

iQOO Z9s 
iQOO Z9s কোম্পানির সর্বশেষ গেমিং স্মার্টফোন।  এই ফোনে একটি 6.77 ইঞ্চি ফুল HD AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 1800 nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করের এই ফোনটিতে রয়েছে 4nm MediaTek Dimension 7300 প্রসেসর। স্মার্টফোনটিতে রয়েছে 5,500 mAh এর শক্তিশালী ব্যাটারি সঙ্গে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটিতে 12GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ রয়েছে। ফোনটির দাম মাত্র 17999 টাকা।

মাইলেজ নিয়ে নো টেনশন! নতুন বাইকে জমে উঠুক এবারের পুজো

Vivo T3
Vivo এর T3 একটি দুর্দান্ত গেমিং স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে একটি 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে যা 1800 নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে রয়েছে 4nm MediaTek Dimension 7200 প্রসেসর। Vivo T3 মডেলে রয়েছে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে সঙ্গে পাবেন 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। স্মার্টফোনটির দাম 19,999 টাকা।  

দুর্দান্ত মাইলেজ, লেটেস্ট ফিচার! পুজোয় হোক প্রথম গাড়ির স্বপ্ন পূরণ

OnePlus Nord CE 4 Lite
OnePlus-র এই স্মার্টফোনটিকে একটি দুর্দান্ত গেমিং স্মার্টফোন হিসেবেও বিবেচনা করা হয়।
এই স্মার্টফোনটিতে একটি 6.67 ইঞ্চি ফুল-HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। যাতে রয়েছে 2100 নিট পিক ব্রাইটনেস সহ 120 Hz রিফ্রেশ রেট।

ক্যান্সারের ঝুঁকি! মহাকাশে থাকায় দৃষ্টিশক্তিও হারাতে পারেন সুনিতা

স্মার্টফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 695 প্রসেসর। এছাড়াও, এই ফোনটি 8GB পর্যন্ত LPDDR 4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ বাজারে পাওয়া যাচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য  ফোনটিতে একটি শক্তিশালী 5,500mAh ব্যাটারি রয়েছে। যা 80W ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনটির দাম 19,999 টাকা।

আরও কমবে জ্বালানি খরচ, CNG-র পর ইথানল চালিত বাইক আনছে Bajaj

 

5G smartPhone budget-smartphones
Advertisment