Advertisment

দুর্দান্ত মাইলেজ, লেটেস্ট ফিচার! পুজোয় হোক প্রথম গাড়ির স্বপ্ন পূরণ

Cheapest Car in country with 34km mileage: সামনেই উৎসবের মরসুম। এই উপলক্ষ্যে আপনি যদি নতুন গাড়ি কেনার ভাবনা চিন্তা করছেন? কিন্তু সমস্যা বাজেটে? আবার আপনি এমন একটি গাড়ি কিনতে চাইছেন যেটি পেট্রোল এবং সিএনজিতে উভয়েই চলে?

author-image
IE Bangla Web Desk
New Update
 best family car

Maruti Suzuki Alto k10

 

Advertisment

Cheapest Car in country with 34km mileage: 34 কিলোমিটারের অনবদ্য মাইলেজ, মাত্র 3.99 লক্ষ টাকায়  প্রথম গাড়ির স্বপ্ন পূরণ। 



সামনেই উৎসবের মরসুম। এই উপলক্ষ্যে আপনি যদি নতুন গাড়ি কেনার ভাবনা চিন্তা করছেন? কিন্তু সমস্যা বাজেটে? আবার আপনি এমন একটি গাড়ি কিনতে চাইছেন যেটি পেট্রোল এবং সিএনজিতে উভয়েই চলে। তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে চলেছে   Maruti Suzuki Alto k10। বর্তমানে বাজারে এর চেয়ে ভাল এন্ট্রি লেভেলের গাড়ি আর কিছুই নেই।

বর্ষায় স্টার্ট নিচ্ছে না বাইক, নিমেষেই সমস্যার সমাধান



Maruti Alto K10 ছোট পরিবারের জন্য একেবারে পারফেক্ট একটি গাড়ি। অনায়াসেই গাড়িতে  ৫ জন বসতে পারবেন। গাড়ির আসন বেশ নরম এবং আরামদায়ক। এই গাড়িতে পেট্রোল এবং সিএনজির বিকল্প রয়েছে। রয়েছে আধুনিক নিরাপত্তা সংক্রান্ত ফিচার্স। এয়ারব্যাগগুলির সাথে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম রয়েছে।

হুহু করে বিক্রি! জেনে নিন সেরা ৫ স্কুটারের তালিকা

পাবেন লেটেস্ট ফিচার- 



গাড়িটিতে একটি 1.0L K10C পেট্রোল ইঞ্জিন রয়েছে যা 49KW শক্তি এবং 89Nm টর্ক জেনারেট করে। এছাড়াও গাড়িতে রয়েছে  27 লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং একটি 55 লিটার CNG ট্যাঙ্ক৷ এই গাড়িতে আপনি 5 স্পিড ম্যানুয়াল এবং AGS গিয়ারবক্সের সুবিধা পাবেন। গাড়িটিতে 13 ইঞ্চি টায়ার রয়েছে। ভালো ব্রেকিং এর জন্য এতে ডিস্ক এবং ড্রাম ব্রেকের সুবিধা রয়েছে।

ক্যান্সারের ঝুঁকি! মহাকাশে থাকায় দৃষ্টিশক্তিও হারাতে পারেন সুনিতা

Alto K10 পেট্রোল ম্যানুয়াল এর মাইলেজ হল 24.39 kmpl। পেট্রোল AMT-এর মাইলেজ 24.90 kmpl, এটি ছাড়াও, Alto CNG মোডে 33.85 km/kg মাইলেজ দেয়। Alto K10 এর দাম 3.99 লক্ষ টাকা থেকে শুরু।

jio-র হুঁশ উড়িয়ে দিল BSNL, তোলপাড় ফেলা প্ল্যান বাজার কাঁপাল

Tech News Maruti suzuki
Advertisment