/indian-express-bangla/media/media_files/2025/06/22/inverter-battery-2025-06-22-21-14-08.jpg)
Inverter Battery: দীর্ঘদিন চলবে, এমন ইনভার্টার চান ক্রেতারা।
Inverter Battery: গ্রীষ্মের প্রখর রোদ ও ঘনঘন লোডশেডিংয়ের ফলে ঘরের ফ্যান, লাইট চালিয়ে রাখা এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই অবস্থায় একমাত্র ভরসা ভালো মানের একটি ইনভার্টার ব্যাটারি। তবে বাজারে এত রকম ব্র্যান্ড ও মডেল দেখে আপনি বিভ্রান্ত হতে পারেন। তাই আপনার সুবিধার্থে আমরা তালিকা করলাম ৩ থেকে ৪ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম সেরা ১০টি ইনভার্টার ব্যাটারির।
আরও পড়ুন- অবিশ্বাস্য দামে সেরা ল্যাপটপ! সেকেন্ড হ্যান্ডের দামে পান নতুন, এই ১০ ল্যাপটপের জুড়ি মেলা ভার
১. Luminous Red Charge RC 25000 – 200Ah
সাইলেন্ট ও রক্ষণাবেক্ষণ-বিহীন
৩-৪ ঘণ্টা নিরবিচারে ফ্যান, লাইট চালু রাখতে সক্ষম
লং-লাইফ টিউবুলার ব্যাটারি
ছোট অফিস, দোকান বা বাসার জন্য আদর্শ
আরও পড়ুন- এই গরমে গাড়ির জন্য ম্যানুয়ালি নাকি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, কোন মোডে এসিতে পাবেন দারুণ স্বস্তি?
২. Exide IMTT1500 – 150Ah
Exide-এর এই ব্যাটারি ঘনঘন পাওয়ার কাটের জন্য আদর্শ
ফ্যান, লাইট ও টিভি চালানোর জন্য যথেষ্ট
কম ওয়াটেজে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স
আরও পড়ুন- গাজরের তেল বানিয়ে নিন বাড়িতেই! এক চামচ নারকেল তেলের সঙ্গে মেশালেই পাবেন ত্বকের উজ্জ্বলতার মহৌষধ
৩. Genus Invoshakti Solar Tubular Battery – 150Ah (C10 Rated)
সৌর ইনপুটে ব্যবহারের উপযোগী
হালকা লোডে দীর্ঘ ব্যাকআপ
৬০ মাস পর্যন্ত ওয়ারেন্টি
আরও পড়ুন- Vivo Y400 Pro 5G নাকি Nothing Phone 3a? ভাল পারফর্মেন্স, দাম, ক্যামেরা, ফিচারে কোনটি বেস্ট?
৪. Livguard IT 2048TT – 200Ah
টানা ৪ ঘণ্টা ব্যাকআপ
দীর্ঘ সময় ধরে স্থিতিশীল ভোল্টেজ
৪৮ মাস ওয়ারেন্টি সহ পাওয়া যায়
আরও পড়ুন- বর্ষাকালে চালে তাড়াতাড়ি পোকা ধরে, এই কিচেন হ্যাকসগুলো মানলেই মিলবে দ্রুত মুক্তি!
৫. Exide Insta Brite IB1500 – 150Ah
দ্রুত চার্জ হয়
কম রক্ষণাবেক্ষণ দরকার
ব্যাকআপ টাইম: ৩ ঘণ্টাj চেয়েও বেশি
৬. Luminous ILTT 18048N – 150Ah
Long tubular plate design
সহজে ইনস্টলেশন
৪৮ মাস ওয়ারেন্টি
৭. Genus Hallabol GTT200 – 200Ah
দারুণ শক্তিশালী ব্যাটারি
ফ্যান, এলইডি টিভি ও রাউটার চালানোর উপযোগী
৮. Livguard Invertuff IT 1536TT – 150Ah
দ্রুত চার্জিং এবং স্টেবল পারফরম্যান্স
মোবাইল চার্জিং, টিভি ও ফ্যান চালাতে সক্ষম
৯. Luminous Shakti Charge SC18054 – 180Ah
ভারী লোড সামলাতে সক্ষম
দীর্ঘমেয়াদি কুলিংয়ের সুবিধা
১০. Exide Tube Master TMTT200 – 200Ah
Tall tubular, heavy-duty
৩.৫-৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ
কেনার আগে যা মাথায় রাখবেন:
লোড হিসাব করুন: ফ্যান, টিভি, রাউটার, চার্জার ইত্যাদি মিলিয়ে আপনার দৈনিক ব্যাকআপ প্রয়োজন কত?
ব্যাটারির ক্যাপাসিটি: সাধারণত ১৫০Ah–২০০Ah ব্যাটারি ৩–৪ ঘণ্টার ব্যাকআপ দিতে সক্ষম
ওয়ারেন্টি ও ব্র্যান্ড রেপুটেশন
ইনভার্টারের সাথে সামঞ্জস্যতা
রক্ষণাবেক্ষণ খরচ ও সার্ভিস নেটওয়ার্ক
গরমের দিনে বা বর্ষায় লোডশেডিং হোক আর যাই হোক, এই ৩ থেকে ৪ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম ইনভার্টার ব্যাটারিগুলি আপনাকে দেবে স্বস্তি। প্রয়োজন অনুযায়ী সঠিক ব্র্যান্ড ও ক্যাপাসিটি বেছে নিন এবং থাকুন নিশ্চিন্তে।
আরও পড়ুন- মহাকাশের বুক চিড়ে বিশাল দাপট দেখাতে তৈরি ভারত, ইতিহাস গড়ার দোরগোড়ায় ISRO