Advertisment

এয়ারটেল পোস্টপেইড নাকি প্রিপেইড, কোনটা এখন সাশ্রয়ী?

সবচেয়ে কম দামের এয়ারটেল পোস্টপেইড প্ল্যানে ১৯৯ টাকায় এতদিন যে সুযোগ সুবিধা পাওয়া যেত তাই রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
airtel

প্রত্যেক নেটওয়ার্কের প্রি পেইড রিচার্জের দাম এক ধাক্কা অনেকটা বৃদ্ধির পেয়েছে। ফোনের খরচ জোগাতে নাজেহাত হতে হবে মধ্যবিত্তকে। কারণ আগে রিচার্জ করলে যে সুযোগ সুবিধা পাওয়া যেত, এখন তার চেয়ে বেশি দামে সেই সুবিধা পাওয়া যাবে না। এটি অবশ্যই গ্রাহকদের কিছুটা হতাশ করেছে। কিন্তু মনে রাখবেন যে দাম বৃদ্ধি পেয়েছে তা সম্পূর্ণটা প্রিপেইডে। পোস্টপেইডের দাম এখনও বৃদ্ধি পায়নি। পোস্ট পেইডের আদৌ দাম বাড়ানো হবে কিনা সে বিষয়ে কোনো বার্তা দেয়নি সংস্থা। এর অর্থ হ'ল পোস্টপেইড প্ল্যান ব্যবহারকারীরা কিছুটা বেশি সুবিধা ভোগ করছেন, কারণ প্রিপেইড ব্যবহারকারীদের জন্য সুযোগসুবিধা কম করে দেওয়া হয়েছে। আনলিমিটেড বলতে এতদিন গ্রাহকরা যা ব্যবহার করতেন তা আর নেই। এদিকে সবচেয়ে কম দামের এয়ারটেল পোস্টপেইড প্ল্যানে ১৯৯ টাকায় এতদিন যে সুযোগ সুবিধা পাওয়া যেত তাই রয়েছে।

Advertisment

আরও পড়ুন: ৬৯৮ নাকি ৫৯৮, এয়ারটেলের কোন রিচার্জ লাভজনক?

Unlimited Calling Benefit On Postpaid Plans

Airte 499 postpaid plan ৪৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান

airtel 749 postpaid plan ৭৪৯ পোস্টপেইড প্ল্যান

airtel 999 postpaid plan ৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান

airtel 1499 postpaid plan ১৫৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান

আরও পড়ুন: ভোডাফোন নাকি এয়ারটেল! কম দামে বেশি সুযোগ দিচ্ছে কোন সংস্থা?

Calling Benefit On Prepaid Plans

এয়ারটেল’র ১৪৮ টাকার প্ল্যান

২ জিবি ডেটা , ৩০০ দৈনিক এসএমএস ও সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা।

এয়ারটেল’র ২৪৮ টাকার প্ল্যান

২ জিবি ডেটা ,সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা। এছাড়া মাসে মোট ৫৬ জিবি ডেটা পাওয়া যাবে।

এয়ারটেল’র ২৯৮ টাকার প্ল্যান

প্রত্যেক দিন ২ জিবি ডেটা, ১০০০ অফ নেট কলিং মিনিট পাওয়া যাবে। যার বৈধতা থাকবে ২৮ দিন। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন।

এয়ারটেল’র ৩৯৮ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রত্যেকদিন৩ জিবি করে ডেটা ও ১০০০ মিনিট অফ নেট কলের সুবিধা পাওয়া যাবে।

এয়ারটেল’র ৫৯৮ টাকার প্ল্যান

১.৫ জিবি করে প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। যার বৈধতা থাকবে ৮৪ দিন। এছাড়া প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস ও ৮৪ দিনে মোট ৩০০০ মিনিট ফোন করতে পারবেন অন্য নেটওয়ার্কে।

এয়ারটেল’র ৬৯৮ টাকার প্ল্যান

প্র্ত্যেকদিন ১০০ টি করে এমএসএম ও সঙ্গে ৩০০০ মিনিট অফ নেট কল এবং ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন।

এয়ারটেল’র ১,৪৯৮ টাকার প্ল্যান

৩,৬০০ এসএমএস ১২,০০০ মিনিট অফ নেট কল ও ২৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এর মেয়াদ ৩৬৫ দিন।

airtel Airtel Recharge plan Airtel data plans
Advertisment