এক ধাক্কায় অনেকটা দাম বেড়েছে ভোডাফোন এয়ারটেলে। কিন্তু কোন নেটওয়ার্কে কম দামে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে? তা নিজেই পরখ করে নিন। বিশদে রইল রিচার্জের তালিকা...
এয়ারটেল’র ১৪৮ টাকার প্ল্যান
২ জিবি ডেটা , ৩০০ দৈনিক এসএমএস ও সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা।
ভোডাফোন-আইডিয়া’র ১৪৯ টাকার প্ল্যান
২ জিবি ডেটা , ৩০০ দৈনিক এসএমএস ও সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা।
আরও পড়ুন: এক ঝলকে দেখে নিন দাম বাড়ার পর কোন নেটওয়ার্কে খরচ কম
এয়ারটেল’র ২৪৮ টাকার প্ল্যান
২ জিবি ডেটা ,সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা। এছাড়া মাসে মোট ৫৬ জিবি ডেটা পাওয়া যাবে।
ভোডাফোন-আইডিয়া’র ২৪৯ টাকার প্ল্যান
২ জিবি ডেটা ,সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা। এছাড়া মাসে মোট ৫৬ জিবি ডেটা পাওয়া যাবে।
আরও পড়ুন:শুক্রবার থেকে বাড়ছে জিওর খরচ, বাকি নেটওয়ার্কের থেকে দাম ৫০ টাকা কম
এয়ারটেল’র ২৯৮ টাকার প্ল্যান
প্রত্যেক দিন ২ জিবি ডেটা, ১০০০ অফ নেট কলিং মিনিট পাওয়া যাবে। যার বৈধতা থাকবে ২৮ দিন। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন।
ভোডাফোন-আইডিয়া’র ২৯৯ টাকার প্ল্যান
প্রত্যেক দিন ২ জিবি ডেটা, ১০০০ অফ নেট কলিং মিনিট পাওয়া যাবে। যার বৈধতা থাকবে ২৮ দিন। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন।
আরও পড়ুন:দাম বাড়ছে রিচার্জের, আগাম খরচ বাঁচাতে জিও আনল নয়া সুবিধা
এয়ারটেল’র ৩৯৮ টাকার প্ল্যান
এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রত্যেকদিন৩ জিবি করে ডেটা ও ১০০০ মিনিট অফ নেট কলের সুবিধা পাওয়া যাবে।
ভোডাফোন-আইডিয়া’র ৩৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রত্যেকদিন৩ জিবি করে ডেটা ও ১০০০ মিনিট অফ নেট কলের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন:৬৯৮ নাকি ৫৯৮, এয়ারটেলের কোন রিচার্জ লাভজনক?
এয়ারটেল’র ৫৯৮ টাকার প্ল্যান
১.৫ জিবি করে প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। যার বৈধতা থাকবে ৮৪ দিন। এছাড়া প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস ও ৮৪ দিনে মোট ৩০০০ মিনিট ফোন করতে পারবেন অন্য নেটওয়ার্কে।
ভোডাফোন-আইডিয়া’র ৫৯৯ টাকার প্ল্যান
১.৫ জিবি করে প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। যার বৈধতা থাকবে ৮৪ দিন। এছাড়া প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস ও ৮৪ দিনে মোট ৩০০০ মিনিট ফোন করতে পারবেন অন্য নেটওয়ার্কে।
এয়ারটেল’র ৬৯৮ টাকার প্ল্যান
প্র্ত্যেকদিন ১০০ টি করে এমএসএম ও সঙ্গে ৩০০০ মিনিট অফ নেট কল এবং ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন।
ভোডাফোন-আইডিয়া’র ৬৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। প্র্ত্যেকদিন ১০০ টি করে এমএসএম ও সঙ্গে ৩০০০ মিনিট অফ নেট কল এবং ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন।
এয়ারটেল’র ১,৪৯৮ টাকার প্ল্যান
৩,৬০০ এসএমএস ১২,০০০ মিনিট অফ নেট কল ও ২৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এর মেয়াদ ৩৬৫ দিন।
ভোডাফোন-আইডিয়া’র ১,৪৯৯ টাকার প্ল্যান
৩,৬০০ এসএমএস ১২,০০০ মিনিট অফ নেট কল ও ২৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এর মেয়াদ ৩৬৫ দিন।
Read the full story in English