Snake Bite: যদি মানুষ সাপকে কামড়ায় তাহলে মৃত্যু কী অবধারিত?৯৫ শতাংশের কাছেই উত্তর অজানা

Snake Bite: সাপের নাম শুনলেই শারা শরীর যেন কেঁপে ওঠে! বিষাক্ত সাপের কামড় যে প্রাণঘাতী, তা কারোরই অজানা নয়। কিন্তু বিহারের বেত্তিয়া জেলায় এমন এক 'অবিশ্বাস্য' ঘটনা ঘটেছে, যা সকলকে হতবাক করে দিয়েছে।

Snake Bite: সাপের নাম শুনলেই শারা শরীর যেন কেঁপে ওঠে! বিষাক্ত সাপের কামড় যে প্রাণঘাতী, তা কারোরই অজানা নয়। কিন্তু বিহারের বেত্তিয়া জেলায় এমন এক 'অবিশ্বাস্য' ঘটনা ঘটেছে, যা সকলকে হতবাক করে দিয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
if human bites snake,Snake bite,Bihar snake bite, snake bite in india,  snake bite case in india, snake poision,,

যদি মানুষ সাপক কামড়ায় তাহলে মৃত্যু কী অবধারিত?

Snake Bite: সাপের নাম শুনলেই শারা শরীর যেন কেঁপে ওঠে! বিষাক্ত সাপের কামড় যে প্রাণঘাতী, তা কারোরই অজানা নয়। কিন্তু বিহারের বেত্তিয়া জেলায় এমন এক 'অবিশ্বাস্য' ঘটনা ঘটেছে, যা সকলকে হতবাক করে দিয়েছে। পরিবারের দাবি, এক বছরের একটি শিশু কামড়ে একটি কেউটে সাপকে মেরে ফেলে! শিশুটি বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ।

Advertisment

ঘটনাটি কিভাবে ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে শিশুর পরিবারের সদস্যদের দাবি, বাড়ির উঠানে খেলছিল ওই শিশু। সেসময় একটি কেউটে তার পাশে চলে আসে। শিশুটি খেলার ছলে সাপটিকে কামড়ে দেয়। সেই কামড়েই সাপটির মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

এখন এই ঘটনার পর মানুষের মনে একটি প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে, মানুষ যদি সাপকে কামড়ায়, তাহলেও কী মৃত্যু অনিবার্য?

Advertisment

বিষাক্ত সাপের কামড় সাধারণত সরাসরি রক্তপ্রবাহে বিষ প্রবেশ করিয়ে দেয়, যার ফলে শরীরের স্নায়ু, পেশি এবং রক্তে মারাত্মক প্রভাব পড়ে। কিন্তু কেউ যদি সাপকে কামড়ায়, তাহলে বিষ যদি কেবল পরিপাকতন্ত্রে প্রবেশ করে, তা হলে তা শরীর নিজেই নিষ্ক্রিয় করতে সক্ষম হয় বলেই দাবি বিজ্ঞানীদের। চিকিৎসকদের মতে, মুখের মধ্যে কাটা বা ক্ষত না থাকলে সাধারণত সাপের বিষ শরীরের ক্ষতি করে না। আর এই কারণেই বিহারের শিশুটি প্রাণে বেঁচে গেছে বলেই ধারণা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী

প্রতি বছর বিশ্বে ৮০,০০০–১,৩০,০০০ মানুষ সাপের কামড়ে মারা যান। শুধু ভারতেই ৫০,০০০–৬০,০০০ মানুষের মৃত্যু হয়। দ্বিতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া, যেখানে প্রতি বছর গড়ে ১,৪৬০ জন মারা যান সাপের কামড়ে।

এক কাপ চায়ের দামে অফিস-বাড়ি, ডিজাইন থেকে মাইলেজ সবেতেই সেরা, ঝড় তুলেছে এই ই-বাইক

Snake Bite