Advertisment

Upcoming Electric Scooters: বাজারে ঝড় তুলবে Honda-Suzuki-এর ই-স্কুটার, লঞ্চ কবে? রইল দুরন্ত আপডেট

Upcoming Electric Scooters: গত কয়েক বছরে, ভারতীয় বাজারে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। আপনি যদি উৎসবের মরসুমে বৈদ্যুতিক স্কুটার কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য বিশেষ প্রয়োজনীয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Upcoming Electric Scooters

শীঘ্রই ভারতীয় টু-হুইলার বাজারের দুটি শীর্ষ কোম্পানি তাদের বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করতে চলেছে।

Upcoming Electric Scooters: পুজোর আগে নতুন ই-বাইক কেনার প্ল্যানিং করছেন? ভারতের বাজার কাঁপিয়ে লঞ্চ হতে চলেছে দুটি নতুন ই-স্কুটার।  শীঘ্রই বাজারে গ্র্যান্ড এন্ট্রি। দীর্ঘ পরিসরের সঙ্গে পান দুর্দান্ত লুক।

Advertisment

জ্বালানির জ্বালায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। খরচ কমাতে মানুষ ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন। বাজারে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা হু হু করে বাড়ছে। Honda এবং Suzuki শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার। এই দুটি স্কুটারে রয়েছে অত্যাধুনিক ফিচার্স এবং পাশাপাশি মিলবে চমৎকার রাইডিং অভিজ্ঞতা।

কেন কিনবেন Bajaj Freedom 125? জানুন নতুন CNG বাইকের সেরা পাঁচ বেনিফিট

গত কয়েক বছরে, ভারতীয় বাজারে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। আপনি যদি উৎসবের মরসুমে বৈদ্যুতিক স্কুটার কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য বিশেষ প্রয়োজনীয়। বর্তমানে বাজারে  Ola S1 Pro, Bajaj Chetak, TVS iQube, Ola S1X এবং Ather 450X এর মত মডেল বেশ জনপ্রিয়, তবে খুব শীঘ্রই ভারতীয় টু-হুইলার বাজারের দুটি শীর্ষ কোম্পানি তাদের বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করতে চলেছে।

পেট্রোল ভরার 'টেনশন' শেষ! রোজের ব্যবহারের জন্য সেরা এই ই-বাইক, দাম মাত্র ৭৫ হাজার

ইলেকট্রিক স্কুটারের ক্রমবর্ধমান চাহিদা দেখে Honda এবং Suzuki-এর মতো বড় কোম্পানিগুলি শীঘ্রই ভারতীয় বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গ্রাহকরা হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক এবং সুজুকি ইলেকট্রিক স্কুটারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক
Honda Activa-এর বৈদ্যুতিক সংস্করণ শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Honda অনেক বছর ধরে Activa ইলেকট্রিক নিয়ে কাজ করছে এবং এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রিপোর্ট অনুসারে, হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিকের বুকিং এবং ডেলিভারি ২০২৫ -এর মার্চ  থেকে শুরু হবে। এতে গ্রাহকরা পাবেন আধুনিক সুযোগ-সুবিধা, দুর্দান্ত ড্রাইভিং রেঞ্জ এবং চমৎকার রাইডিংয়ের অভিজ্ঞতা। 

সুজুকি ইলেকট্রিক স্কুটার
Honda Activa Electric এর আগে Suzuki তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুসারে, এর কোডনেম হল XF091 সুজুকি ইলেকট্রিক স্কুটারের উৎপাদন শীঘ্রই শুরু হতে পারে এবং এই স্কুটারটি ২০২৫ সালের শুরুতেই ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। এই দুটি স্কুটার লঞ্চ হওয়ার সাথে সাথে ভারতীয় বাজারে বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মাত্রাছাড়া গরমে ওষ্ঠাগত প্রাণ? সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল দিন যৎসামান্য

Electric Vehicle Electric scooter
Advertisment