Best laptops: জলের দরে বাজার কাঁপানো ল্যাপটপ, মাত্র ১৫ হাজারেই এত্ত ফিচার! অবাক তো হবেনই

Best laptops: অ্যামাজন সেলে শুরু হয়েছে ব্র্যান্ডেড বাজেট ল্যাপটপের ধামাকা অফার! ১৩ হাজার টাকা থেকে শুরু, থাকছে JioBook, Dell, HP সহ একাধিক বিকল্প, সঙ্গে এক্সচেঞ্জ, EMI সুবিধা।

Best laptops: অ্যামাজন সেলে শুরু হয়েছে ব্র্যান্ডেড বাজেট ল্যাপটপের ধামাকা অফার! ১৩ হাজার টাকা থেকে শুরু, থাকছে JioBook, Dell, HP সহ একাধিক বিকল্প, সঙ্গে এক্সচেঞ্জ, EMI সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Best laptops: সেরা ল্যাপটপ।

Best laptops: সেরা ল্যাপটপ। (প্রতীকী ছবি)

Best laptops in India: অ্যামাজনে চলছে বাজেট ল্যাপটপের উৎসব, দাম মাত্র ১৩ হাজার টাকা থেকে শুরু! যাঁরা দীর্ঘদিন ধরে একটি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ কেনার কথা ভাবছিলেন কিন্তু মুদ্রাস্ফীতির কারণে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাঁদের জন্য সুখবর! Amazon Sale 2025-এ এখন আপনি পাবেন অসাধারণ ফিচারযুক্ত ব্র্যান্ডেড ল্যাপটপগুলি, যা আপনার ব্যক্তিগত এবং পেশাদার কাজের জন্য একেবারে উপযুক্ত।

Advertisment

JioBook 11 (4G + Android)

মাত্র ১৩ হাজার টাকার আশপাশে এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ১১.৬ ইঞ্চির স্ক্রিন, ডুয়াল ব্যান্ড Wi-Fi এবং 4G সিম সাপোর্ট। ওজন মাত্র ৯৯০ গ্রাম হওয়ায় যে কোনও জায়গায় সহজে বহনযোগ্য। Android সাপোর্ট এবং লাইফটাইম ফ্রি Office থাকায় স্টুডেন্টদের জন্যও আদর্শ।

আরও পড়ুন- অনেক হয়েছে আর বিভ্রান্ত হবেন না, গরমে কতদিন পরপর এসি সার্ভিসিং করবেন? জানুন ১০০% আসল সত্যি

Advertisment

Acer One 11 (Intel Celeron N4500)

৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি SSD যুক্ত এই ল্যাপটপটি দুর্দান্ত। এর অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে এবং HD ওয়েবক্যাম অনলাইন ক্লাস বা অফিস মিটিংয়ের জন্য একদম উপযুক্ত। গাঢ় নীল রঙের প্রফেশনাল ডিজাইন এটিকে স্টাইলিশ করে তুলেছে।

আরও পড়ুন- শহুরে রাইডিংয়ে একেবারে পারফেক্ট! নেই লাইসেন্সের ঝামেলা, কোন ই-স্কুটারটি আপনার জন্য সেরা?

Dell 15 Thin & Light

 Intel Core i5 প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি SSD-সহ এটি একটি শক্তিশালী ল্যাপটপ। উইন্ডোজ ১১ হোম চালিত এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে দিয়ে মাল্টিটাস্কিং এর কাজকে আরও সহজ করে তুলেছে। ছিটকে পড়ে যাবে না, এমনভাবে তৈরি কিবোর্ড এবং স্টাইলিশ কালো রঙ এই ল্যাপটপকে ক্রেতাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে।

আরও পড়ুন- শাওমি শুধু নামই যথেষ্ট! দুর্দান্ত স্মার্ট টিভিতে এবার বিনোদনের মজা দ্বিগুণ

 ASUS Vivobook Go 14

রূপালি এবং কালো রঙের এই মডেলে রয়েছে দ্রুত চার্জিং সাপোর্ট, যা মাত্র ৪৯ মিনিটে ৬০% চার্জ হয়ে যায়। এতে রয়েছে Windows 11 Home এবং MS Office 2021 প্রি-ইনস্টল। পাতলা ও হালকা ডিজাইনের এই Vivobook অফিস ও ক্লাস উভয়ের জন্যই আদর্শ। 

আরও পড়ুন- ভুল জায়গায় বসাচ্ছেন এসির Outdoor Unit? জানেন কী মারাত্মক ক্ষতি হতে পারে? জানুন সঠিক নিয়ম

HP 245 G9 (AMD Ryzen 3 3250U)

এই ১৪ ইঞ্চির ল্যাপটপটি AMD Ryzen-এ রয়েছে ডুয়াল কোর প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম, ৫১২ জিবি SSD। ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য এটি সেরা। দামও বেশ কম। পাশাপাশি, HP কোম্পানি দিচ্ছে ১ বছরের ওয়ারেন্টিও। 

অতিরিক্ত সুবিধা

এই ল্যাপটপগুলি কেনার ক্ষেত্রে  অ্যামাজনে থাকছে নো কস্ট EMI, এক্সচেঞ্জ অফার এবং ইন্সট্যান্ট ডিসকাউন্ট। ফলে কম বাজেটে ভালো ব্র্যান্ডের ল্যাপটপ কেনার এটাই সেরা সময়।

India Laptops best