BSNL Recharge Plan: BSNL-এর বড় বাজি! ১৮০ দিন আর রিচার্জে কোন চিন্তা নেই, অ্যাকটিভ থাকবে সিম, পাবেন সুপারফাস্ট কানেক্টিভিটি

BSNL Recharge Plan: ফের সস্তার রিচার্জ প্ল্যানে শোরগোল ফেলল বিএসএনএল। দীর্ঘদিন বাদে বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সরকারি টেলিকম সংস্থা BSNL!

BSNL Recharge Plan: ফের সস্তার রিচার্জ প্ল্যানে শোরগোল ফেলল বিএসএনএল। দীর্ঘদিন বাদে বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সরকারি টেলিকম সংস্থা BSNL!

author-image
IE Bangla Web Desk
New Update
BSNL 5G...

১৮০ দিন আর রিচার্জে কোন চিন্তা নেই, অ্যাকটিভ থাকবে সিম, পাওয়া যাবে সুপারফাস্ট কানেক্টিভিটি।

BSNL Recharge Plan: BSNL-এর বড় বাজি ! ১৮০ দিন আর রিচার্জে কোন চিন্তা নেই, অ্যাকটিভ থাকবে সিম, পাওয়া যাবে সুপারফাস্ট কানেক্টিভিটি। 

Advertisment

ফের সস্তার রিচার্জ প্ল্যানে শোরগোল ফেলল বিএসএনএল। দীর্ঘদিন বাদে বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সরকারি টেলিকম সংস্থা BSNL! সরকারি টেলিকম কোম্পানিটি গত কয়েক বছরে তাদের নেটওয়ার্ক উন্নত করছে। ব্যবহারকারীরা এখন সারা ভারতে 4G পরিষেবা পেতে শুরু করেছেন।

আপনি কী আপনার বাড়ির এই জায়গাগুলোতে মাইক্রোওয়েভ রেখেছেন? এখুনি সরান, নাহলে....

Advertisment

ভারত জুড়ে ১ লক্ষ নতুন 4G/5G মোবাইল টাওয়ার ইন্সটল করার পাশাপাশি এবার 5G চালুর লক্ষ্যে এগোচ্ছে BSNL । সংযোগ উন্নত করার পাশাপাশি, সরকারি টেলিকম কোম্পানি একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান এনে বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকেও কঠিন প্রতিযোগিতা দিচ্ছে। এর পাশাপাশি, ভারত সঞ্চার নিগম লিমিটেড আরও ১ লক্ষ নতুন টাওয়ার স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি, টেলিকম কোম্পানির চেয়ারম্যান এই ঘোষণা করেছিলেন। BSNL তাদের 5G পরিষেবা চালু করার প্রস্তুতিও নিচ্ছে। বর্তমানে, কোম্পানি হায়দ্রাবাদে 5G FWA পরিষেবা চালু করেছে। শীঘ্রই, কোম্পানির এই 5G ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা দক্ষিণ ভারতের আরও অনেক শহরে চালু করা হবে।

ভারতে আত্মপ্রকাশ টেসলা ইভি!সবচেয়ে সস্তায় প্রিমিয়াম এই ইলেকট্রিক গাড়ি মিলবে কোন শহরে?

১৮০ দিনের জন্য সস্তা প্ল্যান
বছরের শুরুতে BSNL ১৮০ দিনের মেয়াদের একটি সস্তা প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা কম খরচে আনলিমিটেড কলিং, ডেটা এবং বিনামূল্যে SMS এর মতো সুবিধা পাচ্ছেন। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটির দাম ৮৯৭ টাকা। এই প্ল্যানে, ব্যবহারকারীরা ভারত জুড়ে যেকোনো নম্বরে কল করার জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং বিনামূল্যে ন্যাশানাল রোমিংয়ের সুবিধাও পাবেন। ডেটার কথা বলতে গেলে, ব্যবহারকারীদের মোট ৯০ জিবি হাই স্পিড ডেটা দেওয়া হচ্ছে। তবে ডেটা ব্যবহারের জন্য কোনও দৈনিক সীমা নির্ধারণ করা হয়নি। ব্যবহারকারীরা চাইলে এই ডেটা একদিনে বা পুরো বৈধতার সময়  জুড়ে ব্যবহার করতে পারবেন।

bsnl BSNL 5G