/indian-express-bangla/media/media_files/2025/07/18/tesla-model-y-2025-07-18-12-36-08.jpg)
ভারতে আত্মপ্রকাশ টেসলা ইভি!
Tesla Model Y:ভারতে প্রথমবার আত্মপ্রকাশ টেসলার মডেল Y! গাড়ির দাম শুরু ৬১ লক্ষ টাকা থেকে।
ধনী হওয়ার সিক্রেট উপায়! এই ৫টি জিনিসের পিছনে অপচয় একেবারেই নয়
ভারতের বাজারে প্রথমবারের জন্য পা রাখল আমেরিকার বিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। ১৫ জুলাই ভারতের বাজারে টেসলা মডেল Y RWD গাড়িটি লঞ্চ করেছে সংস্থাটি। মডেলটির প্রারম্ভিক অন-রোড দাম রাখা হয়েছে ৬১.০৭ লক্ষ টাকা। এর লং রেঞ্জ RWD ভেরিয়েন্টের দাম ৬৯.১৫ লক্ষ টাকা নির্ধারিত হয়েছে।
সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, আপাতত টেসলা মডেল Y-এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে তিনটি শহরে – মুম্বই, দিল্লি ও গুরগাঁও। যদিও শোরুম খোলা হয়েছে মুম্বইতে, তবু দিল্লি ও উত্তর ভারতের অন্যান্য অংশ থেকেও অনলাইনের মাধ্যমে গাড়িটি বুক করা যাচ্ছে।
এআই-এর পরামর্শে ১০ দিনেই টাকা দ্বিগুণ! প্রযুক্তির এমন ব্যবহারে স্তম্ভিত সকলে!
কোন শহরে কত দাম?
- দিল্লি- ৬১,০৬,৬৯০ টাকা।
- মুম্বাই ৬১,০৭,১৯০ টাকা।
- গুরগাঁও ৬৬,৭৬,৮৩১ টাকা।
দিল্লিতে গাড়িটির অন-রোড মূল্য সবচেয়ে কম। গুরগাঁওয়ে এই দাম সর্বাধিক। মডেল Y মোট ছয়টি রঙে উপলব্ধ – স্টিলথ গ্রে, পার্ল হোয়াইট মাল্টি কোট, ডায়মন্ড ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, কুইক সিলভার এবং আল্ট্রা রেড। এর মধ্যে স্টিলথ গ্রে ভেরিয়েন্টটি সবচেয়ে সাশ্রয়ী।
চ্যাটজিপিটি হোক বা মেটা এআই… এই ১০টি প্রশ্ন ভুল করেও করবেন না, বড় বিপদে পড়তে পারেন!
প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে টেসলা
টেসলার এই নতুন মডেলে থাকছে আধুনিক সব ফিচার। রয়েছে ১৫ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, যা টেসলার নিজস্ব অপারেটিং সিস্টেমে চলে। রয়েছে ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, মাল্টি-জোন ক্লাইমেট কন্ট্রোল ও টেসলা অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম কন্ট্রোল সুবিধা।
দেখে নিন কোন শহরে কত দাম?
- শহর- অন-রোড দাম
- দিল্লি- ৬১,০৬,৬৯০ টাকা
- মুম্বই- ৬১,০৭,১৯০ টাকা
- গুরগাঁও- ৬৬,৭৬,৮৩১ টাকা