Microwave Safety Tips: আপনি কী আপনার বাড়ির এই জায়গাগুলোতে মাইক্রোওয়েভ রেখেছেন? এখুনি সরান, নাহলে....

Microwave Safety Tips: যদি আপনার বাড়িতেও মাইক্রোওয়েভ থাকে, তাহলে অবশ্যই সেটি কোথায় রেখেছেন সেদিকে মনোযোগ দেওয়া উচিত। একটু অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে।

Microwave Safety Tips: যদি আপনার বাড়িতেও মাইক্রোওয়েভ থাকে, তাহলে অবশ্যই সেটি কোথায় রেখেছেন সেদিকে মনোযোগ দেওয়া উচিত। একটু অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে।

author-image
IE Bangla Tech Desk
New Update
মাইক্রোওয়েভ কোথায় রাখা উচিত নয়, মাইক্রোওয়েভ নিরাপদ ব্যবহার, রান্নাঘরে মাইক্রোওয়েভ রাখার ভুল, মাইক্রোওয়েভ দুর্ঘটনা সতর্কতা, ইলেকট্রনিক ডিভাইস যত্ন, মাইক্রোওয়েভ গরম হওয়া সমস্যা, Microwave safety Bengali

আপনি কী আপনার বাড়ির এই জায়গাগুলোতে মাইক্রোওয়েভ রেখেছেন? এখুনি সরান, নাহলে....

Microwave Safety Tips: যদি আপনার বাড়িতেও মাইক্রোওয়েভ থাকে, তাহলে অবশ্যই সেটি কোথায় রেখেছেন সেদিকে মনোযোগ দেওয়া উচিত। একটু অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে।

Advertisment

আধুনিক যুগে মধ্যবিত্ত পরিবারে এখন ঘরে ঘরে  মাইক্রোওয়েভ হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় সঙ্গী। মাইক্রোওয়েভে যেমন দ্রুত খাবার গরম করা যায়, তেমনি রান্নার কাজটাও অনেকটা সহজ হয়ে যায়। তবে অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটের মতই মাইক্রোওয়েভ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে মাইক্রোওয়েভ কোথায় রাখা উচিত এবং কোথায় রাখা একেবারেই নিরাপদ নয়, সেই বিষয়টি নিয়ে অধিকাংশ মানুষের কোন ধারণা নেই। 

ভারতে আত্মপ্রকাশ টেসলা ইভি!সবচেয়ে সস্তায় প্রিমিয়াম এই ইলেকট্রিক গাড়ি মিলবে কোন শহরে?

Advertisment

রান্নাঘরে জায়গার কারণে অনেকেই মাইক্রোওয়েভ এমন স্থানে রাখেন, যেখান থেকে ভবিষ্যতে বড় বিপদের স্পম্ভাবনা থাকতে পারে। নিচে দেখে নেওয়া যাক এমন কয়েকটি ভুল জায়গা, যেখানে মাইক্রোওয়েভ রাখা একদম উচিত নয়।

গ্যাসের ওভেনের পাশে মাইক্রোওয়েভ নয়

অনেকেই গ্যাসের ওভেনের একেবারে পাশে মাইক্রোওয়েভ রাখেন। তবে গ্যাস থেকে বের হওয়া তাপ মাইক্রোওয়েভের বাইরের বডি ও অভ্যন্তরীণ সার্কিট-এর ক্ষতি করতে পারে। এর ফলে শর্ট সার্কিট বা অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা থেকে যায়।

অনলাইনে প্রেম! ভালবাসা নিজে এসে ধরা দেবে, জানুন দেশের সেরা ১০ ডেটিং অ্যাপ কোনগুলি?

সিঙ্কের পাশে নয়

মাইক্রোওয়েভ একটি ইলেকট্রনিক ডিভাইস হওয়ায় এটিকে বেসিন, সিঙ্ক বা অন্য কোনো এমন স্থান যেখানে জলের ছিটে লাগার সম্ভাবনা থাকে সেই সকল  স্থানে রাখা একেবারেই নিরাপদ নয়। জল ছিটকে পড়লে ইলেকট্রিক শক বা শর্ট সার্কিটের ঝুঁকি থাকে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।

ফ্রিজ বা অন্য ভারী ইলেকট্রনিক ডিভাইসের ওপরে নয়

অনেকেই রান্নাঘরে জায়গা বাঁচাতে মাইক্রোওয়েভ ফ্রিজ বা অন্য ইলেকট্রনিক গ্যাজেটের ওপর রাখেন। যেটা একেবারেই সঠিক নয়। ফ্রিজ বা অন্যান্য ডিভাইস থেকে তৈরি হওয়া কম্পন ও তাপ মাইক্রোওয়েভের পারফরম্যান্সে প্রভাব ফেলে, এমনকি উভয় ডিভাইসই বিকল হয়ে যেতে পারে।

বন্ধ ক্যাবিনেটে বায়ুচলাচলের ব্যবস্থা ছাড়া একেবারেই নিরাপদ নয় 

মাইক্রোওয়েভ ব্যবহারের সময় তা প্রচুর তাপ নির্গত করে। যদি একে বদ্ধ ক্যাবিনেটে রাখা হয় এবং ঠিকমতো বায়ুচলাচলের ব্যবস্থা না থাকে, তাহলে ওভেনটি অতিরিক্ত গরম হয়ে ড্যামেজ হতে পারে।
সর্বদা মাইক্রোওয়েভের চারপাশে ৫-৬ ইঞ্চি খালি জায়গা রাখা উচিত, যাতে গরম বাতাস সহজে বেরিয়ে যেতে পারে।

চ্যাটজিপিটি হোক বা মেটা এআই… এই ১০টি প্রশ্ন ভুল করেও করবেন না, বড় বিপদে পড়তে পারেন!

ছোট বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে

সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—
মাইক্রোওয়েভ এমন জায়গায় রাখুন, যাতে সেটি শিশুদের নাগালের বাইরে থাকে। বাচ্চারা খেলার ছলে মাইক্রোওয়েভ চালু করে ফেললে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। মাইক্রোওয়েভটি উঁচু তাক বা নির্দিষ্ট নিরাপদ জায়গায় রাখা উচিত।

দেশের এক কোটির বেশি আধার কার্ড 'নিষ্ক্রিয়', তড়িঘড়ি বিরাট এই পদক্ষেপে শোরগোল পড়ে গেল