/indian-express-bangla/media/media_files/2024/12/01/fgYiIF3geNfRtRbHk8bn.jpg)
প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং
বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের গ্রাহকদের জন্য একটি নতুন বাজেট-ফ্রেন্ডলি প্রিপেড প্ল্যান চালু করেছে। নতুন এই প্ল্যানটির মূল্য মাত্র ৩৪৭ টাকা। যার বৈধতা ৫০ দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস সুবিধা পাবেন।
আরও পড়ুন- ৬৫ ইঞ্চি বড় স্ক্রিনে পান ভরপুর বিনোদনের বিরাট সম্ভার, সেরা পাঁচের নিরিখে এগিয়ে কে?
বিএসএনএলের তরফে জানানো হয়েছে, ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি ৮০ কেবিপিএস-এ নেমে আসবে। তবে কলিং এবং এসএমএস পরিষেবা অব্যাহত থাকবে। সংস্থার দাবি, এই প্ল্যানটি বিশেষত সেইসব ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে যারা ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান এবং একবার রিচার্জ করে দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে চান।
আরও পড়ুন- নিজের জন্য সেরার সেরা ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? বাজারে বিরাট দাপটে শীর্ষে কোন ব্র্যান্ড?
কোম্পানিটি সম্প্রতি তাদের X (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এই নতুন প্ল্যানের ঘোষণা করেছে। বিএসএনএল জানিয়েছে, ৩৪৭ প্ল্যানটি দেশের যেকোনও নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং সুবিধা প্রদান করে, অর্থাৎ গ্রাহকরা অতিরিক্ত কোনও চার্জ ছাড়াই সারাদেশে ফ্রি কল করতে পারবেন।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের এই ৫টি উপায়ে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন, কীভাবে জানুন এক ক্লিকেই
এই প্ল্যানটি বর্তমানে বাজারের অন্যতম সাশ্রয়ী অফার। বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় বিএসএনএলের এই প্ল্যানটি কম খরচে বেশি সুবিধা দিচ্ছে। সংস্থাটি সম্প্রতি ব্র্যান্ডের নেটওয়ার্ককে শক্তিশালী করেছে এবং বেশ কিছু শহরে 4G পরিষেবা চালু করেছে। ফলে এই নতুন প্ল্যানটি বিশেষত সেইসব গ্রাহকদের জন্য যারা বিএসএনএলের শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ এলাকায় বসবাস করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us