BSNL4G: ঝড়ের গতিতে ইন্টারনেট, দুর্দান্ত নেটওয়ার্ক কভারেজ, অবশেষে BNSL চালু করেই দিল ব্র্যান্ডের 4G পরিষেবা

BSNL4G: গ্রাহকদের আকর্ষণ করতে BSNL এনেছে বিশেষ ‘ফ্রিডম অফার’, যার দাম মাত্র ১ টাকা। এই অফারের আওতায় নতুন গ্রাহকরা এক মাসের জন্য প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, সীমাহীন কলিং (রোমিং সহ) এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাবেন।

BSNL4G: গ্রাহকদের আকর্ষণ করতে BSNL এনেছে বিশেষ ‘ফ্রিডম অফার’, যার দাম মাত্র ১ টাকা। এই অফারের আওতায় নতুন গ্রাহকরা এক মাসের জন্য প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, সীমাহীন কলিং (রোমিং সহ) এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL prepaid plans under 199, BSNL budget recharge packs, BSNL 199 plan benefits, BSNL data and validity packs, Cheapest BSNL recharge 2025, BSNL unlimited calling plan, Which BSNL plan is best under Rs 199, BSNL 199 vs 141 plan comparison, How much data in BSNL Rs 199 pack, BSNL daily data plans for students, Validity of BSNL prepaid packs below 200, BSNL short-term data plans, BSNL voice + data combo, Affordable prepaid plans India, BSNL rural connectivity packs, Prepaid recharge deals 2025

আনুষ্ঠানিকভাবে 4G পরিষেবা চালু করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL

BSNL4G:  দিল্লিতে আনুষ্ঠানিকভাবে 4G পরিষেবা চালু করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। কোম্পানি জানিয়েছে, এই পরিষেবা অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে, যা শহরজুড়ে এন্ড-টু-এন্ড রেডিও কভারেজ প্রদান করবে। "4G-as-a-service" মডেলের অধীনে BSNL সিম ব্যবহার করে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে 4G নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবেন, যদি তাদের স্মার্টফোনে 4G সাপোর্ট করে।

Advertisment

সাত হাজার mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, দুর্ধর্ষ ফটোগ্রাফি! Oneplus 15 বাজারের তাজা 'অ্যাটম বোম'

BSNL কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লির যেকোনও গ্রাহক সহজেই এই পরিষেবা নিতে পারবেন। এর জন্য একটি নতুন BSNL সিম কিনে eKYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, যা নিকটবর্তী BSNL বা MTNL কাস্টমার সার্ভিস সেন্টার কিংবা অনুমোদিত রিটেলারের কাছে সম্পন্ন করা যাবে। BSNL চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ. রবার্ট জে. রবি জানিয়েছেন, “আমরা শহরজুড়ে 4G-as-a-service মডেলে কভারেজ শুরু করেছি, একই সঙ্গে নিজেদের নেটওয়ার্কও দ্রুত আপগ্রেড করছি।”

Advertisment

এরই মধ্যে কোম্পানি প্রায় ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করে এক লক্ষ মোবাইল টাওয়ার ইন্সটল করেছে। যার বড় অংশই টিসিএস এবং সি-ডট-এর নেতৃত্বাধীন গ্রুপকে দেওয়া হয়েছে। BSNL আরও ৪৭,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য।

গ্রাহকদের আকর্ষণ করতে BSNL এনেছে বিশেষ ‘ফ্রিডম অফার’, যার দাম মাত্র ১ টাকা। এই অফারের আওতায় নতুন গ্রাহকরা এক মাসের জন্য প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, সীমাহীন কলিং (রোমিং সহ) এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাবেন। এই অফারটি ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সীমিত সময়ের জন্য উপলব্ধ এবং শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী জিও-র সবচেয়ে সস্তা প্ল্যান ১৯ টাকা, যেখানে গ্রাহকরা ১ দিনের জন্য ১ জিবি ডেটা পান। এছাড়া পাবেন OTT সাবস্ক্রিপশন। (Sony LIV, ZEE5, Sun NXT ইত্যাদি)-এর সাবস্ক্রিপশন সুবিধাও যুক্ত রয়েছে। তবে কোম্পানির ৩০ দিনের প্ল্যানের দাম ৩৫৯ টাকা, যেখানে ব্যবহারকারী ৫০ জিবি ডেটা পান।

আরও পড়ুন- ব্যাংকে করা সইয়ের ধরণ ভুলে গেছেন? জরুরি টাকার দরকার, কী করবেন?

bsnl plan BSNL JiO BSNL 5G Check BSNL Network