/indian-express-bangla/media/media_files/2025/08/16/new-smartphone-2025-08-16-13-48-15.jpg)
New Smartphone: বাজারে নতুন স্মার্টফোন।
OnePlus 15 Smartphone: OnePlus আবারও তাদের ফ্ল্যাগশিপ সিরিজে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আসছে OnePlus 15, যা গত বছরের OnePlus 13-এর উত্তরসূরি। এই নতুন স্মার্টফোনে থাকছে বিশাল 7,000mAh ব্যাটারি, শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite 2 প্রসেসর, নতুন ক্যামেরা মডিউল এবং আপগ্রেডেড ডিসপ্লে।
OnePlus 15-এর ডিজাইন নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি মহলে উৎসাহ তৈরি হয়েছে। গত কয়েক প্রজন্ম ধরে যেখানে রাউন্ড ক্যামেরা মডিউল ব্যবহার করা হচ্ছিল, এবার সেটি বদলে যাচ্ছে। OnePlus 15-এ আসছে স্কোয়ার-শেপড ক্যামেরা মডিউল, যা অনেকটা OnePlus 13s-এর মত হবে। নতুন এই ডিজাইন ফোনটিকে আরও প্রিমিয়াম এবং আধুনিক করে তুলবে।
আরও পড়ুন- জিও বনাম এয়ারটেল! কম দামে অধিক সুবিধায় গ্রাহকদের মন জিতে নিল কোন টেলিকম সংস্থা?
উল্লেখযোগ্য আপগ্রেড
ডিসপ্লের ক্ষেত্রেও আসছে উল্লেখযোগ্য আপগ্রেড। এতে থাকবে একটি 1.5K OLED ফ্ল্যাট ডিসপ্লে, যেখানে পাতলা বেজেল থাকবে। Liquid Polymer প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে ফোনের বেজেল আরও পাতলা এবং টেকসই হতে চলেছে। ফলে ব্যবহারকারীরা পাবেন আরও বড় এবং ঝকঝকে ভিউয়িং এক্সপেরিয়েন্স।
আরও পড়ুন- এই ভুল করলেই বিকল হবে সাধের এসি মেশিন, লাইফ টাইম চাঙ্গা থাকব কম্প্রেসার জানেন কী করবেন?
OnePlus 15 চালিত হবে Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেট দ্বারা, যা এ বছরের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর। এতে থাকবে কাস্টম Oryon CPU এবং Adreno 840 GPU। সঙ্গে থাকছে 16MB dedicated cache, যা গেমিং, মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড গ্রাফিক্স পারফরম্যান্সকে করবে আরও দ্রুত এবং স্মুথ। এটি এমন একটি প্রসেসর, যা বিশেষভাবে প্রিমিয়াম স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছে। ফলে যারা হেভি গেমিং করেন বা মোবাইল দিয়ে হাই-এন্ড টাস্ক চালান, তাদের জন্য OnePlus 15 হবে একেবারে পারফেক্ট একটি ডিভাইস।
আরও পড়ুন- মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে আলোড়ণ ফেলল Vivo V60 5G, ফিচার-ডিজাইনে সবচেয়ে বড় চমক
গত কয়েক প্রজন্ম ধরে OnePlus ব্যবহারকারীরা ক্যামেরা মডিউলের তেমন বড় কোনও পরিবর্তন পাননি। এবার OnePlus 15 সেই প্রত্যাশা পূরণ করতে চলেছে। নতুন স্কোয়ার ক্যামেরা মডিউলে থাকবে 50MP Main Sensor, Ultra-wide Sensor, Periscope-style Telephoto Sensor। এই নতুন ক্যামেরা সেটআপ ব্যবহারকারীদের ল্যান্ডস্কেপ, নাইট মোড, এবং জুম শটে আরও ভালো অভিজ্ঞতা দেবে।
আরও পড়ুন- সুযোগটি লুফে নিন! এই কোম্পানি চারটি প্ল্যানের সঙ্গে দিচ্ছে বিনামূল্যে ৫০ জিবি ডেটা
OnePlus 15-এর সবচেয়ে বড় হাইলাইট হবে এর বিশাল 7,000mAh ব্যাটারি। এত বড় ব্যাটারি সাধারণত ফ্ল্যাগশিপ স্মার্টফোনে খুব একটা দেখা যায় না। এর সঙ্গে থাকবে সর্বোচ্চ 100W ফাস্ট চার্জিং সাপোর্ট। যদিও কিছু রিপোর্টে বলা হচ্ছে, 100W চার্জিংয়ের ক্ষেত্রে ফোনে হিটিং সমস্যা তৈরি হতে পারে। তবে OnePlus সেই সমস্যা কমানোর জন্য বিশেষ কুলিং প্রযুক্তি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে অফিসিয়ালি OnePlus 15-এর দাম ঘোষণা করা হয়নি। তবে একাধিক রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে যে, ফোনটির দাম ভারতের বাজারে প্রিমিয়াম সেগমেন্টে রাখা হবে। অর্থাৎ এর দাম শুরু হতে পারে প্রায় ৬৫ হাজার থেকে ৭৫ হাজার টাকার মধ্যে। লঞ্চ টাইমলাইনের ক্ষেত্রে জানা যাচ্ছে, Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেট বাজারে আসার পরপরই OnePlus 15 লঞ্চ হবে। ফলে ভারতের বাজারে OnePlus 15-এর আত্মপ্রকাশ হতে পারে ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে।