BSNL 5G: আগস্টে বড় ধাক্কা! চালু হবে কি BSNL 5G পরিষেবা?

BSNL 5G: BSNL আগস্টে বড় ঘোষণা করতে চলেছে। নতুন কী আসছে? জিও-এয়ারটেলকে টেক্কা দিতে কি BSNL নিয়ে আসছে 5G সার্ভিস? জেনে নিন নতুন টেলিকম স্ট্র্যাটেজি সম্পর্কে।

BSNL 5G: BSNL আগস্টে বড় ঘোষণা করতে চলেছে। নতুন কী আসছে? জিও-এয়ারটেলকে টেক্কা দিতে কি BSNL নিয়ে আসছে 5G সার্ভিস? জেনে নিন নতুন টেলিকম স্ট্র্যাটেজি সম্পর্কে।

author-image
IE Bangla Tech Desk
New Update
bsnl 5g...

BSNL 5G: বিএসএনএলকে নিয়ে জোর জল্পনা ।

BSNL 5G Plan: BSNL 5G: সরকারি টেলিকম সংস্থা BSNL আগস্ট মাসে বড় ঘোষণা করতে চলেছে। অনেকে মনে করছেন, কোম্পানি এই মাসেই দেশের বাজারে আনতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত 5G Service। এর ফলে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া-র মতো বেসরকারি সংস্থাগুলির কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

Advertisment

BSNL-র অফিসিয়ালি কী বলছে?

BSNL India সম্প্রতি তাদের X (পূর্বতন Twitter) হ্যান্ডলে লিখেছে, 'এই আগস্টে BSNL আনতে চলেছে Next Level Digital Experience। প্রস্তুত হোন BSNL-র গেম-চেঞ্জিং ডিজিটাল যাত্রার জন্য।' যদিও কোম্পানি স্পষ্ট করেনি ঠিক কোন সার্ভিস চালু হবে, কিন্তু সমস্ত ইঙ্গিত বলছে যে এটি 5G সার্ভিসই হতে চলেছে।

Advertisment

আরও পড়ুন- সাবধান! 'ডিজিটাল অ্যারেস্ট'-এর ফাঁদে পড়ে ১৯ কোটি টাকা লোপাট চিকিৎসকের, কীভাবে প্রতারণা?

এখনও পর্যন্ত ভারতের বাজারে BSNL-র 5G সার্ভিস নেই, যেখানে Airtel ও Jio ইতিমধ্যেই পরিষেবা চালু করেছে। কিন্তু BSNL-এর ফোকাস এখন গ্রামীণ ব্যবহারকারীদের ওপর—যেখানে বেসরকারি কোম্পানিগুলির উপস্থিতি তুলনামূলকভাবে কম। 5G চালু হলে, কম খরচে হাই স্পিড নেটওয়ার্ক পেতে পারেন কোটি কোটি গ্রাহক।

আরও পড়ুন- কম দামে আশ্চর্যজনক সুবিধা, আপনার জন্য কোন প্ল্যানটি সবচেয়ে ভাল? জানুন এখনই

সরকারের কড়া পদক্ষেপ ও রিভিউ মিটিং

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) জানিয়েছেন যে, এখন থেকে বিএসএনএল (BSNL) এবং এমটিএনএল (MTNL)-কে সক্রিয়ভাবে রিভাইভ করার কাজ শুরু হয়েছে। সেজন্য প্রতি মাসে রিভিউ মিটিং হবে, প্রতি ত্রৈমাসিকে বড় স্তরে অডিট হবে, ARPU (অর্থাৎ, ইউজার প্রতি গড় আয়) বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- অল্প মধুর সঙ্গে এটি মিশিয়ে নিন, জট ছাড়বে, চুল হবে রেশমের মত!

বর্তমানে BSNL-এর ARPU মাত্র ৪০–১৭৫ টাকার মধ্যে। সেখানে Jio ও Airtel-এর ARPU ২০০ টাকার বেশি রেঞ্জে রয়েছে।
BSNL জানিয়েছে, তারা প্ল্যানের দাম না বাড়িয়েই ইউজার বেস ও আয়ের পরিমাণ বাড়াতে চায়।BSNL ইতিমধ্যেই ১ লক্ষ 4G/5G টাওয়ার বসিয়েছে এবং আরও ১ লক্ষ টাওয়ার বসানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। এর ফলে গ্রামীণ ও শহরাঞ্চলে কভারেজ বাড়বে এবং ইউজারদের সুবিধা হবে।

আরও পড়ুন- বাজারে বিরাট আলোড়ণ ফেলে আত্মপ্রকাশ! অত্যাধুনিক Acer-এর lightweight ল্যাপটপের ফিচার তাক লাগাবে

BSNL-এর এই কম খরচের পরিষেবা ব্যবহারকারীদের টানছে। প্ল্যানের মূল্য না বাড়িয়েই ARPU বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ ব্যবহারকারীদের কাছেও সুবিধাজনক। গ্রামীণ ভারতের বিশাল মার্কেট শেয়ার দখলের ক্ষমতা রাখে BSNL। 5G চালু হলে, বেসরকারি কোম্পানির ইউজাররা মাইগ্রেট করে বিএসএনএলে আসতে পারেন। এমনটাই আশা কেন্দ্রীয় শাসক দলের সমর্থকদের।

আরও পড়ুন- রাখি উপলক্ষ্যে বিরাট ধামাকা, ২০০ এমপি Galaxy S24 Ultra অর্ধেক দামে কেনার বিরাট সুযোগ

যদিও বিশেষজ্ঞদের ধারণা, বিএসএনএলের এভাবে অগ্রগতি ঘটিয়ে তার মূল্য বাড়িয়ে তুলে দেওয়া হবে কোনও বেসরকারি সংস্থার হাতে। যেমনটা মোদী সরকার অন্যান্য সরকারি সংস্থাগুলোর ক্ষেত্রেও করেছে, তেমনটাই করা হবে বিএসএনএলের সঙ্গেও।

BSNL 5G plan