Advertisment

BSNL Direct-to-Device Service: চমকে দেবে BSNL-এর এই পরিষেবা! সিম কার্ড, নেটওয়ার্ক ছাড়াই পান কল করার সুযোগ

BSNL Direct-to-Device Service: ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ধীরে ধীরে ভারতের সবচেয়ে জনপ্রিয় টেলিকম পরিষেবার প্রদানকারী সংস্থা হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। বেসরকারী টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের মাসুল বাড়ানোর পর থেকে লাখ লাখ মানুষ তাদের মোবাইল নম্বর BSNL-এ পোর্ট করিয়েছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
bsnl d2d direct to device service

চমকে দেবে BSNL-এর এই পরিষেবা! সিম কার্ড , নেটওয়ার্ক ছাড়াই পান কল করার সুযোগ

BSNL Direct-to-Device Service: চমকে দেবে BSNL-এর এই পরিষেবা!  সিম কার্ড , নেটওয়ার্ক ছাড়াই পান কল করার সুযোগ

Advertisment

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ধীরে ধীরে ভারতের সবচেয়ে জনপ্রিয় টেলিকম পরিষেবার প্রদানকারী সংস্থা হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। বেসরকারী টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের মাসুল বাড়ানোর পর থেকে লাখ লাখ মানুষ তাদের মোবাইল নম্বর BSNL-এ পোর্ট করিয়েছে।

Ola-Ather-কে জোর টক্কর, আরও শক্তিশালী Vida Z ইলেকট্রিক স্কুটার আনছে Hero MotoCorp!

এমন পরিস্থিতিতে বিএসএনএলও সস্তার রিচার্জ প্ল্যান এনে ইউজারদের BSNL নেটওয়ার্কে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি সরকারি টেলিকম কোম্পানি BSNL সম্প্রতি ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে তাদের নতুন লোগো লঞ্চ করেছে। সেই সঙ্গে নতুন সাতটি পরিষেবা প্রদানের কথাও জানিয়েছে।

পরিষেবাগুলির মধ্যে একটি হল BSNL-এর D2D অর্থাৎ "ডিরেক্ট টু ডিভাইস" পরিষেবা৷ BSNL-এর D2D পরিষেবার মাধ্যমে, ইউজাররা সরাসরি সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক BSNL এর D2D পরিষেবা কী এবং এটি কীভাবে কাজ করে।

অ্যাপলের দামি আইফোনে 'বিস্ফোরণ', কোন ভুলে ঘটল বড়সড় দুর্ঘটনা!

BSNL এর D2D (ডিরেক্ট-টু-ডিভাইস) পরিষেবা
BSNL-এর D2D পরিষেবার মাধ্যমে, ইউজাররা স্যাটেলাইটের মাধ্যমে কল করার সুবিধা উপভোগ করবেন। এতে ইউজাররা কোনো সিম কার্ড ও মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কল করার সুযোগ পাবেন।  যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই সেসব এলাকায় এই পরিষেবাটি বিশেষ ভাবে কার্যকর হবে বলেই আশা। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময়ও এই পরিষেবাটি লাখ লাখ মানুষের কাজে আসবে।

BSNL-এর D2D পরিষেবা কীভাবে কাজ করে?
BSNL-এর D2D পরিষেবা স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কাজ করবে৷ বর্তমানে, বিএসএনএল এই পরিষেবাটির নিয়ে  পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। এরজন্য BSNL Viasat নামে একটি কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে। 

BSNL recharge plan Check BSNL Network
Advertisment